সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের (West Bengal) ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সব বৃত্তি চালু করেছে রাজ্য সরকার (WB GOVT)। প্রত্যেকটি বৃত্তি (WB Scholarship Scheme 2024) নানান অংকের অর্থ প্রদান করে। স্কলারশিপগুলি (WB Scholarship Scheme 2024) মূলত সমাজের মেধাবী অথচ দরিদ্র ছাত্র -ছাত্রীদের জন্য চালু করা হয়েছে। বাস্তব পরিস্থিতি বলছে, অনেক ছাত্র-ছাত্রী আছেন যারা পড়াশোনা করতে চাইলেও আর্থিক অভাবের কারণে কর্মক্ষেত্রে নিযুক্ত হয়ে যাচ্ছেন। আর এটাকে ভয়াবহ পরিস্থিতি বলে মনে বিবেচনা করছেন শিক্ষাবিদেরা। রাজ্য সরকার তাই ছাত্র-ছাত্রীদের জন্য চালু করেছে বিভিন্ন বৃত্তি স্কিম (WB Govt Scholarship Scheme)। যাতে আর্থিক অসুবিধার দিক থেকে তারা মুক্তি পেতে পারেন, নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন।
পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ স্কিম! (WB Govt Scholarship Scheme 2024)
আমরা আজকের প্রতিবেদনে আলোচনা করব এমন একটি স্কলারশিপ প্রকল্প নিয়ে যা চালু রয়েছে আমাদের রাজ্যেই। মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ স্কিম থেকে নিজেদের পড়াশোনার খরচ চালাতে পারবেন। উচ্চশিক্ষায় তাদের সাহায্য হবে। বলাই বাহুল্য তাদের স্বপ্ন পূরণ হবে। পড়া শেষ হলে পছন্দের পেশায় যুক্ত হতে পারবেন তারা। একাধিক সরকারি বেসরকারি স্কলারশিপ চালু থাকলেও আমরা আজকের প্রতিবেদনে একটি নির্দিষ্ট স্কলারশিপের বিষয়েই আলোচনা করব। স্কলারশিপ কি স্কুল থেকে কলেজ সর্বত্র দেওয়া হয়। এমন কোন স্কলারশিপ রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 Full Details (Swami Vivekananda Scholarship 2024)
পশ্চিমবঙ্গে চালু থাকা একটি জনপ্রিয় স্কলারশিপ স্কিম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্কুলের পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া সবাই এই স্কলারশিপ পেতে পারেন। তবে কিছু যোগ্যতার মাপকাঠি রয়েছে। মেধাবী ছাত্র-ছাত্রীরা যারা সমাজে আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন, অথচ পড়াশোনা করতে চাইছেন উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন তাদের সবার জন্যই রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আর দেরি না করে চলুন চটপট জেনে নিই স্কলারশিপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য।
রাজ্যের ‘স্বামী বিবেকানন্দ স্কলারশিপে’ আবেদন জমা করতে পারেন মাধ্যমিক পাশ থেকে আরম্ভ করে স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা। যেহেতু সদ্য রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে, দুই পরীক্ষার রেজাল্ট বেরোবে আর কিছুদিনের মধ্যেই, অতএব শিক্ষার্থীরা রেজাল্ট বেরোনোর পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন জানান। বিষয়ে বিশেষে স্কলারশিপের টাকার তারতম্য থাকলেও স্কলারশিপ এর সুবিধা পেতে পারেন সবাই। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপের টাকার পরিমাণ আরো বেশি হয়। তবে সেটা বিষয় এর ক্ষেত্রে প্রযোজ্য।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন যোগ্যতা 2024 (Swami Vivekananda Scholarship Eligibility Criteria 2024)
১) এই স্কলারশিপের আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী অধিবাসী হতে হবে।
২) স্কলারশিপের আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার কম।
৩) স্কলারশিপে যে শিক্ষার্থী আবেদন জানাবেন, তাকে পূর্ববর্তী পরীক্ষায় ষাট শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
৪) মনে রাখবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন জানাতে গেলে, অন্য কোন স্কলারশিপের সুবিধা পাওয়া যায় না।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্ট লাগে? 2024 (Swami Vivekananda Scholarship Document Requirement 2024)
এই স্কলারশিপে আবেদন জানাতে গেলে যে যে ডকুমেন্ট লাগে সেগুলি হল-
১) আবেদনকারীর জন্ম নথি ২) আবেদনকারীর পরীক্ষার মার্কশিট ৩) নতুন ক্লাস/সেমিস্টারে ভর্তির নথি ৪) আধার কার্ড ৫) দু কপি পাসপোর্ট সাইজ ছবি ৬) সিগনেচার ৭) ফোন নাম্বার ৮) ইমেইল আইডি, ইত্যাদি।
এই স্কলারশিপের আবেদন জানাবেন কিভাবে? 2024 (Swami Vivekananda Scholarship Application Process 2024)
স্কলারশিপে আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর আবেদন পত্রটি সঠিক ভাবে নির্ভুল তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। এরপর যে যে ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেগুলি আপলোড করবেন। সবশেষে গোটা আবেদন পত্রটি একবার দেখে নিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবেন। এরপর পূরণ হওয়া আবেদনপত্র সঙ্গে জরুরী ডকুমেন্ট গুলি একত্রিত করে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিয়ে দেবেন। আবেদন প্রক্রিয়া কখন শুরু হবে সে বিষয়ে তথ্য পেয়ে যাবেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে। তাই অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল পোর্টালে নজর রাখুন।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।