সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: রাজ্যবাসীকে স্বল্প মূল্যে খাদ্যশস্য তুলে দেয় পশ্চিমবঙ্গ সরকার (WB Govt)। যদি রেশন কার্ড (Ration Card) থাকে, তবেই এই সুবিধা পাওয়া যায়। ভারতবর্ষের নাগরিকদের কাছে রেশন কার্ড (Ration Card) একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। রাজ্যে যাদের কাছে রেশন কার্ড (Ration Card) রয়েছে, তারা বাড়তি বিভিন্ন সুবিধা পান। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার (WB Govt) রেশন কার্ড (Ration Card) নিয়ে একটি নতুন নির্দেশ জারি করেছে। লোকসভা ভোটের আগে রেশন কার্ড (Ration Card) নিয়ে রাজ্য সরকারের এই ঘোষণা শুনে মুখে হাসি ফুটল বঙ্গবাসীর।
রেশন কার্ডের বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার
দেশের দরজায় লোকসভা নির্বাচন কড়া নাড়ছে। দেশজুড়ে বেজে গিয়েছে নির্বাচনের দামামা। এর মধ্যে রাজ্য সরকার এমন একটি ঘোষণা করেছে যা শুনে বাংলার নাগরিকদের আনন্দের সীমা নেই। ভোটের আগে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে নানান গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে। সম্প্রতি এমন একটি ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার কি ঘোষণা করল? আসুন সে বিষয়ে এক নজরে জানা যাক।
মার্চ শেষে এপ্রিল মাস হাজির হয়েছে। আর এই এপ্রিল মাসে অতিরিক্ত রেশনের বরাদ্দ দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। রমজান মাস উপলক্ষে এই ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের রেশন কার্ড হোল্ডাররা পাবেন অতিরিক্ত সুযোগ সুবিধা। রমজান মাস উপলক্ষে ইফতার করতে হয় মুসলিম জনসাধারণদের। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, রমজান মাসে ইফতারি পালনের জন্য ভর্তুকিতে চিনি, ছোলা, ময়দা, ইত্যাদি দেওয়া হবে। এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে রমজান বিশেষ প্যাকেজ। সম্প্রতি এ বিষয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সবাইকে নয় বরং নির্দিষ্ট কিছু উপভোক্তা সরকারের এই সাহায্য পাবেন।
কারা পাবেন এই বিশেষ সুবিধা?
একটি রিপোর্ট বলছে, সারা দেশে ফ্রি রেশন উপভোক্তার সংখ্যা প্রায় আশি কোটি। আর পশ্চিমবঙ্গে উপভোক্তা সংখ্যা প্রায় ৯ কোটির কাছাকাছি। SPHH ও AAY কার্ড থাকা সদস্য সংখ্যা প্রায় ৩ কোটি। SPHH কার্ড হোল্ডাররা প্রতি মাসে ২ কেজি গম, ১ কেজি ৯০০ গ্রাম আটা/গম ও তিন কেজি চাল পান। আবার, AAY কার্ড থাকা উপভোক্তারা পান ১৩ কেজি ৩০০ গ্রাম আটা/গম এবং ২১ কেজি চাল।
তবে রমজান বিশেষ প্যাকেজে উপভোক্তারা পাবেন ২৬ টাকা কেজি দরে এক কেজি ময়দা, ৩২ টাকা কেজিতে ১ কেজি চিনি, ও ৬২ টাকা কেজিতে ১ কেজি ছোলা। সম্প্রতি খাদ্য দপ্তর সূত্রে খবর, অন্ত্যদয় অন্য যোজনা (AAY) এবং স্পেশাল প্রায়োরিটি হাউজহোল্ড (SPHH) ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডাররা উল্লেখিত সুবিধা পাবেন। বাকি রেশন কার্ড হোল্ডাররা প্রতিমাসে রেশনের যে সুবিধা পেতেন, তেমনটা পাবেন।
রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা!
বাংলার ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়ে রাজ্য সরকার নতুন ঘোষণা করেছে। সাধারণ নাগরিকেরা এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির নারী জনগণেরা বারোশো টাকা করে পাবেন। রাজ্যবাসী এছাড়াও ৩ হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন। তবে এমন অনেক নাগরিক রয়েছেন, যাদের IFSC কোডের সমস্যা, ডকুমেন্ট ভুল, আধার লিঙ্ক না থাকার কারণে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারা সবাই একেবারে দুই তিন হাজার টাকার বকেয়া অর্থ পেয়ে যাবেন বলে রাজ্য সরকার সূত্রে খবর।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।