Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টিআরপি তালিকায় খেল দেখাচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’ (Geeta LLB)। পর্দার গীতা (Geeta) ‌অনেক বেশি গম্ভীর, স্বস্তিকের সঙ্গে বিয়ে হলেও একটুও প্রেম নেই জীবনে! এদিকে পর্দা পড়তেই নজরে পড়ছে ভিন্ন গল্প। কুনালের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন পর্দার গীতা ওরফে হিয়া মুখার্জি? (Hiya Mukherjee) অন্তত আভাস তো তেমনই বলছে। টলিপাড়ার (Tollywood) অন্দরে কানাঘুষো, পর্দার নায়ক কুনালের সঙ্গে বাস্তবে ঘনিষ্ঠতা বাড়ছে গীতার। এবছর পয়লা বৈশাখে কুনালের (Kunal Shil) থেকে বিশেষ গিফটের আবদারও করেছিলেন গীতা।

শুরুর কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’।ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী হিয়া মুখার্জি এবং কুনাল শীল। পর্দায় গীতার দাপট দেখতে বেশ পছন্দ করছেন জলসা দর্শক। গল্পের খাতিরে কিছুদিন আগেই অনস্ক্রিন নায়ক স্বস্তিকের সঙ্গে বিয়ে হয়েছে গীতার। তবে এখনো তাদের প্রেম সাবলীল হয়ে ওঠেনি। যদিও গীতা ওরফে হিয়ার সঙ্গে বন্ধুত্ব বেশ ঘনিষ্ঠ হয়েছে স্বস্তিক তথা কুনালের। সাধারণত অনস্ক্রিন জুটিদের নিয়ে দর্শকমহলের একটা আগ্রহ থাকেই।অনেককেই দেখা গিয়েছে স্ক্রিনের জুটি হিসেবে অভিনয় করার পর বাস্তবে গাঁটছড়া বেঁধেছেন।

হিয়া আর কুনালের ক্ষেত্রেও কি বিষয়টা সেরকমই? ক্রমে আগ্রহ বাড়ছে সবার। এমনিতেই অভিনেতা অভিনেত্রীদের সমাজ মাধ্যমে উঁকিঝুঁকি চলেই। সেই তালিকা থেকে বাদ যাননি অভিনেত্রী হিয়া থেকে অভিনেতা কুনাল। সম্প্রতি ‘এক বৈশাখে জল থৈ থৈ ভালোবাসার’ সেটে। বেশ হাসিমুখে উপস্থিত ছিলেন তাঁরা। রংমিলিয়ে ‌সাজ গোজ করেছিলেন স্টার জলসার তারকা জুটি। আর সেখানে নিজেদের টপ সিক্রেট ফাঁস করলেন তাঁরা।

আরো পড়ুন  Adrit-Kaushambi: কাঁধে রাখলেন মাথা, অদৃতর থেকে চোখ সরছে না নববধূ কৌশাম্বির! তারকা দম্পতির রিসেপশন লুক ভাইরাল

সাদা-হলুদ শাড়িতে সাজগোজ করে থাকা গীতার দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না স্বস্তিক। কথা প্রসঙ্গে বলেই দিলেন, গীতাকে দেখে মাথা ঘুরে গিয়েছে তাঁর। আসলে পর্দায় স্বস্তিক যতটা রোমান্টিক, গীতা কিন্তু নয়। তবে, কোর্টের দাপুটে গীতা পর্দা সরতেই হয়ে উঠলেন ভারী আদুরে। এক সাক্ষাৎকারে গীতা বললেন, স্বস্তিকের থেকে তিনি পয়লা বৈশাখে একটা হলুদ শাড়ি চেয়েছেন। সেই শাড়িটা যেন স্বস্তিক-ই কেনে।‌ গীতার কথা শুনে লজ্জায় লাল হয়ে উঠলেন স্বস্তিক। পর্দায় তিনি ভারী রোমান্টিক, গীতা-স্বস্তিকের জুটি মন দখল করেছে দর্শকের।

বাস্তবে প্রেম করছেন গীতা-স্বস্তিক?

পয়লা বৈশাখে গীতা স্বস্তিকা থেকে আবদার করেছে শুনেই অনুরাগীদের মধ্যে কানাঘুষা শুরু হলো। ‌তবে কি পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও? নাকি নিছক বন্ধুত্বের খাতিরেই পর্দার নায়কের কাছ থেকে আবদার করেছেন হিয়া? নিজেদের জুটি নিয়ে বেশ খুশি হিয়া এবং কুনাল। পয়লা বৈশাখের নজরকাড়া পারফরমেন্সে দেখা যায় তাঁদের। অভিনেত্রী বললেন, কোন রিহার্সাল ছাড়াই জুটি বেঁধে পারফরম্যান্স করেছেন তাঁরা। এতটাই শক্তপোক্ত হয়ে গিয়েছে গীতা স্বস্তিকের জুটি।

‘এক বৈশাখে জল থৈ থৈ ভালোবাসার’ সেটে স্টার জলসার হিরো হিরোইনদের সঙ্গে বেজায় আনন্দ করেছেন হিয়া ও কুনাল। অভিনেত্রী বললেন বাস্তবেও এত সুন্দর পয়লা বৈশাখ কাটান না তিনি। এদিকে শ্যুটিংয়ের ফাঁকে চলছে গীতা-স্বস্তিকের ওপরে আলাদা করে নজর রয়েছে সবারই! স্টার জলসার আপকামিং হিট জুটি নাকি তারাই। তাই যদি বাস্তবে দুজনের মধ্যে প্রেমটা সত্যি হয়, তবে ব্যাপারটা কিন্তু মন্দ হবে না বলেই দর্শক মহলের মত।

আরো পড়ুন  Anamika Chakraborty: বডি শেমিংয়ের‌ শিকার টলিউড অভিনেত্রী অনামিকা চক্রবর্তী! একের পর এক কাজে থেকে বাতিল করা হচ্ছে তাঁকে

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।