Digha Travel
Digha Travel
Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


তানিয়া রায় চৌধুরী: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে দীঘাতে (Digha)! পর্যটকদের জন্য নতুন চমক নিয়ে নতুনভাবে সেজে উঠতে চলেছে অন্যতম পর্যটন কেন্দ্র (Digha)। ভ্রমণ প্রিয় বাঙ্গালীর অল্প বিস্তার ছুটিতেই ঘুরতে যাওয়ার জায়গা আমাদের দিপুদা। তার মধ্যে দীঘা (Digha) সবার প্রথমেই নিজের জায়গা কে দখল করে রেখেছে (Digha)। তাই এই পর্যটন কেন্দ্রকে (Digha) আরো আকর্ষণ করতে শুরু হতে চলেছে ক্রুজ পরিষেবা।

Digha: Bengali’s Unlimited Travel Destination

আমাদের বাঙালিদের খাওয়া -দাওয়া পুজো পার্বণ আর ঘুরতে যাওয়ায় অন্য কারো সাথে তুলনা হয়না। আর হাতের নাকালে যখন পাহাড় সমুদ্র থেকে যায় দুবার ভাববার কোন কথাই হয় না। বিশেষ করে মানুষের একদিন থেকে দুদিন ছুটি থাকলে ব্যাগ পত্র নিয়ে হাজির হয়ে যায় দিঘাতে।

দিন দিন দীঘার পর্যটক সংখ্যা যেমন বাড়ছে তেমনি উন্নয়নও হচ্ছে দীঘা পর্যটন কেন্দ্রে। তেমনি পর্যটকদের এই পর্যটন কেন্দ্র আকর্ষণ করতে এক বিশেষ পরিষেবা চালু করতে চলেছে দীঘা শংকরপুর উন্নয়ন কেন্দ্র। যার মাধ্যমে সমুদ্র ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

New Travel Facilities in Digha

বিস্তারিতভাবে জানানো হয়েছে কবে থেকে এই পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন সকলে। বিশেষ করে কলকাতা থেকে খুব একটা দূরে অবস্থিত না হওয়ার জন্য দিঘাতে পর্যটকদের ভিড়ের সংখ্যা যেমন বেড়েছে তেমন সেখানে উন্নতিও বেশ চোখে পড়ার মতো।

আরো পড়ুন  Holi Trip 2024: বসন্তে ঘুরতে যেতে চান? হাতের কাছেই রয়েছে মন ভালো করা পাঁচটি উইকএন্ড ডেস্টিনেশন! মাত্র ৫০০ টাকাতেই ঘুরে আসতে পারেন

দীঘার প্রতি আকর্ষণ বাড়াতে তৈরি হয়েছে কফি হাউস, বিশ্ববাংলা উদ্যান, মেরিন ড্রাইভ সহ আরো অনেক কিছু। পাশাপাশি চলতি বছরে শুরু হতে চলেছে আরও এক বিশেষ পরিষেবা। এতদিন দীঘার সমুদ্র সৈকতের উত্তাল ঢেউ উপভোগ করেছেন, উপভোগ করেছেন ঝাউবনের জঙ্গল থেকে দীঘার সমুদ্র সৈকতের দৃশ্য। তবে এবার চলতি বছর থেকে উপভোগ করবেন সমুদ্র ভ্রমণ (Cruise Service in Digha)। ইতিমধ্যেই শেষ হয়েছে ক্রুজ নির্মাণের কাজ।

যার ফলে সমুদ্রবক্ষে ভ্রমণে উপভোগ করতে পারবেন সমুদ্রের নীল জলরাশি, খোলা আকাশ সাথে পাখিদের কলতান, রূপসী ম্যানগ্রোভ, সমুদ্রের ঢেউয়ের শব্দ সহ আরো অনেক কিছু। শংকরপুর উন্নয়ন পর্ষদ থেকে জানা গিয়েছে, ক্রুজের সাজ-সজ্জার কাজ পুরোপুরি সম্পূর্ণ। শুধু অপেক্ষা সার্টিফিকেট পাওয়ার। হাতে এলেই চালু হয়ে যাবে দীঘার সমুদ্র বক্ষের ক্রুজ পরিষেবা। আশা করা হচ্ছে আগামী জুলাই মাস থেকেই এই সমুদ্রযাত্রা শুরু হয়ে যাবে।

Digha Travel 2024

প্রসঙ্গত বলতেই হবে, ২০২৩ সালে ক্রুজ সাজ-সজ্জার কাজ শুরু করেছিল এম ভি নিবেদিতা। কিন্তু মাঝখানে পল্টুন জেটি ও গ্যাংওয়ে নড়বড়ে হয়ে যাওয়ায় স্থগিত রাখা হয় সেই কাজ। তবে বর্তমানে এম ভি নিবেদিতার দ্বারা ক্রুজের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে।

যে ক্রুজে রয়েছে দুটি ডেকের সেট, রয়েছে যাত্রীদের বসার ৮০টি আসন সাথে সূর্যাস্ত ও সূর্যোদয় অ্যাডভেঞ্চার উপভোগ করার সাথে বিনোদনের জন্য রয়েছে বাতানুকূল পরিবেশে গান বাজনার ব্যবস্থা। যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে কংক্রিটের রাস্তা। সাথে এই ক্রুজ নোঙর করার জায়গা করা হয়েছে চম্পা নদীর মোহনায়।

আরো পড়ুন  Offbeat Holiday: দীঘা, মন্দারমনি নয়! বাংলার নতুন একটি সমুদ্র সৈকত, একদিনের ছুটিতে ঘুরে আসুন। মন ভালো হতে বাধ্য…

তবে সমুদ্রবক্ষে যাত্রার (Cruise Service in Digha) জন্য কত টাকা ভাড়া ধার্য করা হয়েছে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে আগামী দিনে দীঘার এই সমুদ্র যাত্রা যে পর্যটকদের আকর্ষণ বিন্দু হয়ে উঠবে তা বলাই বাহুল্য। কম খরচে গোয়ার স্বাদ উপভোগ হবে দীঘাতেই।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

লিখতে আগ্রহী, লেখালেখি করতে ভালোবাসি। চেষ্টা করি মানুষের স্বার্থে দ্রুত খবর পৌঁছে দেওয়ার।