সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: তীব্র গরমের চিত্র সারা রাজ্য জুড়ে। বিশেষ করে অত্যাধিক গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। গরম থেকে বাঁচতে ঘরে ঘরে বসে যাচ্ছে এয়ার কন্ডিশনের মেশিন (AC)। তবে একটা এসি (AC) বসাতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হয় মধ্যবিত্তদের। পকেট থেকে খসে মোটা অঙ্কের টাকা। একটা ভালো কোম্পানির এসি (Air Conditioner) কিনতে গেলে মোটামুটি খরচ পড়ে ৩০ হাজার টাকা। তবে এখন আর চিন্তা নেই। মাত্র ১৫০০ টাকা খরচ করে বাড়িতে বসাতে পারেন এসি (AC)। কিভাবে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে রাজ্য জুড়ে। গরমে বাড়ি থেকে বের হতে না করছেন ডাক্তাররা। কিন্তু না বের হলে কি হবে! বাড়িতেই জ্বালাপোড়া গরম! এক মুহূর্ত টেকা যাচ্ছে না ঘরে। পরিস্থিতি এতটাই জটিল যে, বাধ্য হয়েই ঘরে এসি বসাচ্ছেন সবাই। তবে একজন মধ্যবিত্তের কাছে এসি কেনা মামুলি ব্যাপার নয়। নিজেদের সঞ্চয় একজোট করে অনেক পরিকল্পনা করে তবেই কিনতে হয় এসি মেশিন। এদিকে বর্তমানে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে হু হু করে বাড়ছে এসির দাম। তিরিশ -চল্লিশ হাজার টাকা নিচে ভালো মানের এসি নেই। তাহলে এখন উপায়? অধিকাংশ মানুষই গরম থেকে বাঁচতে ভরসা করছেন রেন্ট-এ এসি নেওয়ার উপর। মাত্র ১৫০০/- টাকা খরচ করলেই পাওয়া যাচ্ছে ভাড়ায় এসি। কিভাবে নেবেন, কারা নিতে পারবেন, কতটা ভালো হবে? বিস্তারিত রইল এই প্রতিবেদনে।
১) এসি ভাড়া করতে হলে কি করতে হবে?
আপনি যদি ঠিক করে থাকেন গরম থেকে বাঁচতে এসি ভাড়া করবেন, তাহলে আপনার নিকটবর্তী ইলেকট্রনিক্স এর দোকানে গিয়ে ভাড়ায় এসির খোঁজ করতে পারেন। ফ্যান, লাইটের মতো এসি ভাড়া দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। ইলেকট্রনিক্স দোকানে আপনাকে এ বিষয়ে বিস্তারিত জানাবে। তবে যদি অফলাইনে ভাড়ায় এসির ব্যবস্থা না হয়, তবে অনলাইনেও খোঁজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভিজিট করতে হবে (রেন্টমোজো, ফেয়ারেন্ট, সিটিফার্নিশ, রেন্টলোকো ইত্যাদি সংস্থার ওয়েবসাইট গুলিতে) এখানে উল্লিখিত সংস্থাগুলি একাধিক মেট্রো শহরে এসি ভাড়া দিয়ে থাকে।
২) ভাড়ায় এসি কত টাকায় পাওয়া যায়?
মোটামুটি ১৫০০ থেকে ২০০০ টাকা খরচ করলে বাড়িতে ভাড়ায় এসি আনতে পারবেন। এই গরমে রক্ষা পাওয়ার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে। তবে বেশ কিছু দোকানে কম দামি এসিও পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি ভাড়ায় না বসিয়ে নতুন এসি কিনে বাড়িতে বসাতে পারেন। সবটাই আপনার নিজের উপরে।
৩) ভাড়ায় এসি নেওয়ার সুবিধাগুলি কি কি?
একটি নতুন এসি কিনতে গেলে আপনার খরচ পড়বে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। ভালো কোম্পানির যে কোনো এসিতে হাত ছোঁয়ালেই ছ্যাঁকা খেতে বাধ্য! তাছাড়া একটি এসি বাড়িতে বসালে তার নিয়মিত মেইন্টেনেন্স রয়েছে। এসি শুধু কিনলেই হবে না, নিয়মিত তার যত্ন নিতে হবে। অন্যদিকে ভাড়ায় এসির ক্ষেত্রে ঝক্কি ঝামেলা নেই। অতিরিক্ত খরচ ও মেনটেনেন্স খরচ ছাড়াই এসি উপভোগ করতে পারবেন।
৪) ভাড়ায় এসি নেওয়ার আগে কিছু জরুরী তথ্য জেনে নিন
একটি ভালো কোম্পানির এসি কিনলে সেটি কিন্তু আপনাকে বছরের পর বছর ধরে সার্ভিস দেবে। কিন্তু যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন, পিজি অথবা ফ্ল্যাটে রেন্টে থাকেন এবং আপনি যদি অল্প সময়ের জন্য গরমটা কাটাতে এসির হাওয়া খেতে চান, তাহলে আপনি অনায়াসেই বসিয়ে নিতে পারেন ভাড়ায় এসি। এতে আপনার অতিরিক্ত খরচ কমবে। আপনাকে কেবল সংস্থাকে এসি ভাড়া নেওয়ার জন্য টাকাটা দিতে হবে। তবে হ্যাঁ, এসি ভাড়া নেওয়ার আগে সমস্ত কিছু জেনে বুঝে ঠিকঠাক ভাবে কথা বলে, কাগজপত্র দেখে তবেই কিনবেন।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।