Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টেলিপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা রুবেল দাস (Rubel Das) ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করার পর থেকেই পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে। শ্বেতা -রুবেলের (Sweta-Rubel) সম্পর্কের টাটকা খবর এখন উড়ে বেড়ায় টলিপাড়ার আনাচে কানাচে। মাঝেমধ্যেই শিরোনামে আসেন দুজনে। তারকা জুটি বেশ মজা করেই কাটান শ্যুটিং‌ লাইফ থেকে ব্যক্তিগত জীবন। বলাই বাহুল্য এখন দুজনেই জি (Zee Bangla) পর্দার নায়ক নায়িকা। আবার ব্যস্ত জীবনের পাশে চলে টুপটাক খুনসুটি।

বর্তমানে অভিনেতা রুবেল দাস জি বাংলার ‘নিম ফুলের মধুর’ নায়ক। অন্যদিকে শ্বেতা ভট্টাচার্য ‘কোন গোপনে মন ভেসেছে’ নায়িকা। বাস্তবে জুটি হলেও পর্দায় কিন্তু দুজনের রসায়ন অন্য দুই নায়ক নায়িকার সাথে। অভিনেত্রী পল্লবী শর্মা তথা নিম ফুলের পর্ণার সাথে জমাটি রসায়ন পর্দার সৃজন তথা বাস্তবের রুবেলের। ‌ আর অভিনেতা রনজয় বিষ্ণুর সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স পর্দার শ্যামলী তথা অভিনেত্রী ‌শ্বেতা ভট্টাচার্যের। এখন কথা হল, দুই জুটি সম্প্রতি হয়েছিল এক। দোল পর্বের‌ বিশেষ এপিসোডে একসঙ্গে হোলি খেলেন দুই ধারাবাহিকের কলাকুশলীরা। আর সেখানেই অনস্ক্রিন রঙিন রসায়ন ফুটে ওঠে শ্বেতা এবং রনজয়ের।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শ্বেতাকে রনজয় রং মাখাচ্ছে শুনে মজা করেই ক্ষেপে উঠে‌ রুবেল। আর ঠিক সঙ্গে সঙ্গেই শ্বেতা বিষয়টি ধামাচাপা দিয়ে বলে, “আরে বাবা অনিকেত শ্যামলী কে রং মাখাবে, রনজয় দা শ্বেতাকে নয়!” তারপরেই হেসে ওঠে চারজনই। ‌ বলাই বাহুল্য দোলপর্বের শুটিংয়ে বেজায় মজা করে দুই পরিবার। দত্ত বাড়িতে গিয়ে রঙিন হয়ে ওঠে “কোন গোপনে মন ভেসেছে…”।

আরো পড়ুন  Bengali Serial: টিআরপির কোপ! একসঙ্গে বন্ধ হচ্ছে চার চারটি বাংলা সিরিয়াল! তালিকায় কোন গুলি?

এদিকে পর্দায় সদ্য বাবা হয়েছে অভিনেতা রুবেল দাস ওরফে পর্দার সৃজন। ছোট মেয়েকে কোলে নিয়ে আনন্দে আটখানা নতুন বাবা। মেয়েকে নিয়ে শুটিং চলছে। এরই মধ্যে এক সাক্ষাৎকারে রুবেল বলেন, “বাস্তবের শ্বেতা নাকি তার লাকি চার্ম”।‌ যা শুনে নেটিজেনদের মত, অনিকেত না ভাসলেও রুবেল কিন্তু ভেসেই গেছেন শ্বেতা-শ্যামলীর প্রেমে।

দুই ধারাবাহিক এখন চলছে টানটান উত্তেজনা। তারকা জুটির ব্যস্ত জীবনে নেই এতটুকু অবসর। ‘নিম ফুলের মধু’ পার করেছে পাঁচশো পর্বের গণ্ডি। খুশি কলাকুশলীরা, টেকনিক্যাল টিম। ‌‌ কিছুদিন আগেই বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। প্রেমিকের সাফল্যে খুশি অভিনেত্রী শ্বেতা। অন্য দিকে, ‘কোন গোপনে মন ভেসেছে’ টিআরপি তালিকায় ধীরে ধীরে উঠে আসছে। একের পরের পরীক্ষা পার করছে পর্দার শ্যামলী। নিম ফুলের ৫০০ দিনের সেলিব্রেশন এর পরে ‌ অভিনেতা রুবেল বলেন, গোটা ক্রেডিট গল্পের। গল্প ভালো হওয়ার কারণে এখনো পর্যন্ত ‘নিম ফুলের মধুর’ প্রতি মানুষের ভালোবাসা অফুরান।

অন্যদিকে যত দিন যাচ্ছে শ্বেতা -রুবেলকে নিয়ে দর্শক উম্মোদনা বাড়ছে।এখন অনুরাগীদের বক্তব্য, কবে সাত পাকে ঘুরবেন তারকা জুটি? পর্দায় তো বাবা হয়ে গেলেন, বাস্তবে কবে বিয়েটা হচ্ছে? রুবেল হেসে উত্তর দেন, তিনি আগামী বছরেই নাকি বিয়েটা সেরে ফেলতে চাইছেন। ‌ যদিও বিবাহের শুভদিন এখনোও ঠিক হয়নি। লাজুক মুখে উত্তর দেন ‘নিম ফুলের’ সৃজন।

https://youtu.be/tm7A3uBtt1o

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।

আরো পড়ুন  Zee Bangla Astami Serial: টিআরপির কোপ! জি বাংলায় 'অষ্টমী' আসতে সরে যেতে হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিককে, মনখারাপ অনুরাগীদের