Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টেলিপর্দায় (Television) সম্প্রচারিত সুপারহিট ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। বলাই বাহুল্য প্রথম থেকেই খেল দেখাচ্ছে এই ধারাবাহিক। মেগা সিরিয়ালটির (Mega Serial) মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টলি অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallik) ও অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)। পর্দায় অ্যাকশন সিকুয়েন্সের পাশাপাশি জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর রসায়ন মন কেড়েছে দর্শকদের। তবে হঠাৎ করেই মন খারাপ করা খবর।‌ জগদ্ধাত্রী (Jagaddhatri) সিরিয়াল ছাড়ছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee l)। অর্থাৎ পর্দার জ্যাস সান্যালের পাশে আর দেখা যাবে না পার্টনার স্বয়ম্ভুকে।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে প্রথম থেকেই নাম তুলেছিল জগদ্ধাত্রী। একটানা বহুদিন বেঙ্গল টপার থাকা এই ধারাবাহিক অতীতের হিট মেগা সিরিয়ালগুলির রেকর্ড ভাঙার পথেই ছিল। জগদ্ধাত্রীর প্রায় প্রতিটি‌ পর্বের গায়ে কাঁটা দেওয়া মোড় আরও দর্শক উন্মাদনা বাড়িয়েছে। সব সময় এক থেকে পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। আর এই জনপ্রিয়তার‌ কারণ হিসেবে পর্দার জ্যাস সান্যালের দুর্ধর্ষ পারফরমেন্সের দাবি তোলা হয়।‌

প্রথম থেকে এই ধারাবাহিক নায়িকা সর্বস্ব।‌ জি এর অধিকাংশ ধারাবাহিক এই ছায়া দেখা যায়। তবে জগদ্ধাত্রীতে যেন সব কিছুই জ্যাস সান্যাল। তাকে ছাপিয়ে আর কেউই দর্শকদের নজরে আসতে পারে না। ‌ প্রথম থেকেই এই ‌ধারাবাহিকের কেন্দ্র ছিলেন অঙ্কিতা মল্লিক।‌ স্বয়ম্ভুর চরিত্রে সৌম্যদীপ কখনোই সেভাবে কেন্দ্র হয়ে উঠতে পারেননি। পর্দায় তিনি উচ্চপদস্থ অফিসার হওয়া সত্বেও। তার ভূমিকা কখনোই প্রস্ফুটিত হয়ে ওঠেনি। আর এটাই নাকি স্বয়ম্ভুর সৌম্যদীপের আপত্তির প্রধান কারণ। ‌

আরো পড়ুন  Star Jalsha Serial: বিরাট চমক! জলসার 'তুমি আশপাশে থাকলে' ধারাবাহিকের বদলে যাচ্ছে নায়িকা! দেবের 'পারো' হয়ে ফিরছেন অভিনেত্রী নবনীতা দাস

পর্দায় স্বয়ম্ভু চরিত্রটি ‘জগদ্ধাত্রীর’ মত উচ্চ পোস্টে কাজ করা একজন পুলিশ অফিসারের। তবে যেন জগদ্ধাত্রীর বলিষ্ঠতার কাছে ফিকে স্বয়ম্ভুর গুরুত্ব। এমনকি পর্দায়ও তাই, দর্শক মহলেও তাই। গল্পের প্রয়োজনে সাধুদা, দেবু, মেনন, উৎসব এই সকল চরিত্রগুলির অনেক উপস্থিতি বা ভূমিকা থাকলেও স্বয়ম্ভু কে পিছিয়েই রেখেছে জি বাংলা। নায়কের চরিত্রে থাকলেও পর্দায় তার উপস্থিতি ‌ একেবারেই নগণ্য। আর সেই কারণেই দর্শক মহলের কটাক্ষ শিকার অভিনেতা সৌম্যদীপ মুখার্জি। জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু ধারাবাহিকের পাওয়ার কপাল হওয়া সত্বেও সমস্ত শক্তি যেন জগদ্ধাত্রীর কাছেই আবদ্ধ।

একমাত্র নায়কের চরিত্র ছাড়া জগদ্ধাত্রী সিরিয়ালে স্বয়ম্ভু চরিত্রটির ভূমিকা এখনো পর্যন্ত স্পষ্ট নয় দর্শকদের কাছে। চরিত্রটি কে কেন রাখা হয়েছে তা নিয়েও মতান্তর নেটিজেনদের। পর্দায় একটিও অ্যাকশন সিকোয়েন্সে দেখা যায়নি তাঁকে। সব মিলিয়ে তীব্র অনিহা বাসা বাধায় এবার নাকি সিরিয়াল ছাড়তে চলেছেন পর্দার ‘স্বয়ম্ভু’ সৌম্যদীপ মুখার্জি। সূত্রের খবর, লাগাতার অবহেলা সহ্য করতে না পেরে সিরিয়াল থেকে সরে আসা সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদি অভিনেতার তরফে সরাসরি কিছু জানা যায়নি।

ইতিমধ্যে খবর, সৌম্যদীপ যদি ধারাবাহিক ছাড়েন তাহলে নতুন নায়কের চরিত্রে কে আসবেন ‌ তা নিয়েও আলোচনা চলছে। পর্দার স্বয়ম্ভুর জায়গায় সৌম্যদীপ ব্যতিত অন্য কাউকে মানাবে কিনা তা নিয়ে কিন্তু দর্শকদের যথেষ্ট সন্দেহ। যদিও এখন স্পষ্ট করে কিছুই জানা যায়নি। সৌম্যদীপ যদি সিরিয়াল ছাড়েন তাহলে নতুন নায়কের খোঁজ করবে জি বাংলা।

আরো পড়ুন  Basabdatta Chatterjee: "আজও আমায় সবাই কৃষ্ণা বলেই ডাকে…" 'বয়েই গেলো' নিয়ে পর্দায় ফিরবেন? যা জানালেন বাসবদত্তা…

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।