Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টেলিপর্দা (Television) থেকেই ক্রমে পরিচিত হয়ে ওঠেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta) স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়ায়’ (Anurager Chhowa) খল চরিত্রে ধরে দিয়েছিলেন তিনি। পর্দা জুড়ে তাঁর কুটনৈতিক কার্যকলাপ দেখে চোখ কপালে উঠেছে সবার। বলাই বাহুল্য বাংলা ধারাবাহিকের খল চরিত্রে মিশকা সেনের নামটা মাইলস্টোনে খোদাই করেছেন অহনা দত্ত (Ahona Dutta)। বাস্তবে অত্যন্ত দক্ষ অভিনেত্রী তিনি। ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন অহনা (Ahona Dutta)। ‌

তবে অফস্ক্রিন অহনা মোটেই পর্দার মতো কুটবুদ্ধি বাঁধেন না। অহনা অত্যন্ত সাবলীল একজন অভিনেত্রী। সদ্য রাজ চক্রবর্তীর ছবিতে‌ বিশেষ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। দাপুটে অভিনেত্রী অহনা ধীরে ধীরে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন। প্রেমিকের সঙ্গে তিনি ভালোবাসার শহরে বেঁধেছেন একরত্তি ঘর। বিশিষ্ট রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের (Dipankar Roy) সঙ্গে লিভ ইন সম্পর্কে যুক্ত রয়েছেন অভিনেত্রী। নতুন বছরে জামা হয়নি বলে মনে মনে বেশ আক্ষেপ পর্দার মিশকার। তবে খুব শীঘ্রই নতুন বাড়ি কিনতে চলেছেন অভিনেত্রী অহনা দত্ত।

সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার সাক্ষাৎকারে‌ ছোটবেলার নববর্ষ নিয়ে নস্টালজিক হয়ে পড়েন মিশকা সেন। কথা প্রসঙ্গে উঠে আসে মায়ের কথা। প্রেমিক দীপঙ্করের সঙ্গে সম্পর্ক এখনো মেনে নিতে পারেননি অভিনেত্রীর মা। ‌আর সে কারণেই মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর। অভিনেত্রী বললেন, “ছোটবেলায় মা বলত, আজকের দিনে যা করবি, সেটাই সারা বছর হবে। তাই নববর্ষে ভালো কাজ করার চেষ্টা করতাম, যা কিছু ইতিবাচক।”

আরো পড়ুন  Aratrika Maity: টেলিপর্দার অন্যায়ের শিকার অভিনেত্রী আরাত্রিকা মাইতি! রীতিমতো ক্ষেপে গেলেন অভিনেত্রীর ভক্তেরা…

এরপর পয়লা বৈশাখের দিন তিনি কিভাবে কাটাতেন সেই কথাও শেয়ার করলেন পর্দার মিশকা। অভিনেত্রী জানান, “এইদিন বাড়িতে নতুন বিছানার চাদর পাতা হত। মা বলত, স্নান করে নতুন সুতো গায়ে দিতে হয়, মানে নতুন জামা পরতে হয়। আর দুপুর বেলার পাতে থাকতো মধ্যাহ্ন ভুরিভোজ।” বিকেলে বাড়ির কাছের সোনার দোকানে হালখাতা করতেও যেতেন অহনা।

তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। শুটিংয়ের চাপে এক বিন্দু অবসর পান না অহনা। আক্ষেপ করে বলেন, “এ বছর তো নতুন জামাটাও কেনা হয়নি।” বছরের প্রথম দিনটা প্রেমিকের সঙ্গেই কাটাবেন বলে ঠিক করেছিলেন অভিনেত্রী। ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা দেখবেন, প্রিন্সেপ ঘাট যাবেন, উত্তর কলকাতার কচুরি খাওয়ার ইচ্ছে ছিল দীপঙ্কর প্রেমিকার। ‌যদিও সবটাই অনিশ্চিত বলে আভাসে ইঙ্গিতে হেসেছিলেন অহনা। বছরের প্রথম দিন যা করেই কাটুক না কেন, নতুন বছরে একটা বড়সড় পরিকল্পনা আছে অভিনেত্রীর। খুব শীঘ্রই ফ্ল্যাট কিনবেন বলে আশা প্রকাশ করেছেন অহনা দত্ত।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি ও দীপঙ্কর এখন করুণাময়ীয়ের কাছে থাকেন। খুব ইচ্ছে আছে বারুইপুরের দিকে ফ্ল্যাট কিনবেন। ‌আপাতত ৩০ শতাংশ কথাবার্তা হয়ে গিয়েছে। খুব শীঘ্রই হয়তো নতুন ঘরে পা রাখতে চলেছেন দীপঙ্কর‌ অহনা। যদিও এখনই সে বিষয়ে বিস্তারিত জানাতে চান না অভিনেত্রী। নতুন বছরে আরো ভালো কাজ করার জন্য প্রস্তুত তিনি। অভিনেত্রীর এই সফলতায় খুশি‌ সবাই।‌ বিশেষ করে খুশি তাঁর অনুরাগীরা।

আরো পড়ুন  Hiya Mukherjee: পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে? কুনালের দেওয়া হলুদ শাড়িতে সাজলেন হিয়া? পর্দার 'গীতা'কে নিয়ে জল্পনা তুঙ্গে…

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।