সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। একের অধিক মেগা সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন কম বয়সেই। শুধুমাত্র অভিনয় নয় রীতিমতো লিড ক্যারেক্টার পেয়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। তিনি এখন পর্দার ‘রাই’। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা (Aratrika Maity)। এর আগে ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) ধারাবাহিকে মিতুলের ভূমিকায় নজর কেড়েছিলেন অভিনেত্রী। ‘রানী রাসমণি’ (Rani Rashmoni) থেকে শুরু ‘মিঠিঝোরার’ (Mithijhora) রাইপূর্ণা ইতিমধ্যেই পর্দায় নিজেকে মেলে ধরেছেন।
অভিনেত্রীর অভিনয় আসার পথটা অতটা সহজ ছিল না তাঁর জন্য। রীতিমতো অপমান সয়েছেন অভিনেত্রী। কেউ তাঁকে বলেছে যে স্বাস্থ্যবান অভিনেত্রী চাই, কেউ বলেছে বাচ্চা বাচ্চা মতো দেখতে। তবে সব গণ্ডি পেরিয়ে তিনি এখন পর্দা জুড়ে বিরাজমান। নিজের অভিনয় জার্নি ফাঁস করেছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি।
ঝাড়গ্রামের মেয়ে অভিনেত্রী আরাত্রিকা। সদ্য পার করেছেন উচ্চমাধ্যমিকের গণ্ডি। যোগমায়া দেবী কলেজে তিনি এখন সাইকোলজি বিষয়ের প্রথম বর্ষের ছাত্রী। তবে ছোট থেকেই অভিনয়ের প্রতি টান ছিল আরাত্রিকার। মন থেকে চাইতেন তিনি অভিনেত্রী হবেন। তাই বহু জায়গায় অডিশন দিতে ছুটতেন পর্দার ‘রাই’। সম্প্রতি আনন্দ বাজারের এক সাক্ষাৎকার নিজের অভিনয় জার্নি নিয়ে মুখ খুলেছেন আরাত্রিকা। আর সেখানেই জানিয়েছেন কিভাবে জি বাংলার হিরোইন হয়ে উঠলেন তিনি।
অভিনেত্রী বলেন, তাঁর দাদু থিয়েটার করতেন। তাঁর নিজস্ব নাটকের দল ছিল। বলাই বাহুল্য পরিবারের মধ্যেই নিবন্ধ ছিল অভিনয়ের বীজ। শিল্পী পরিবারে বড় হয়ে উঠেছেন আরাত্রিকা। তিনি জানান, বাবা আর জেঠু নাটকের দলে যুক্ত ছিলেন। তাই ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি টান ছিল রাইপূর্ণার। বড় হয়েছেন অভিনয় দেখে। ছোট্ট আরাত্রিকা বরাবর যাইতেন তিনি অভিনেত্রী হবেন। তাই ছুটে যেতেন বিভিন্ন জায়গায় অডিশন দিতে। অভিনেত্রী বলেন ‘ওখান থেকেই শুরু আর কি।’ বহুমুখী প্রতিভার অধিকারী আরাত্রিকা ছোট থেকে শিখেছেন নাচ, নাটক। নিজের ইচ্ছার সঙ্গে মায়ের প্রবল চেস্টাতেই আজকের অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। একথা স্বীকার করে নেন রাই।
টেলিপর্দার দাপুটে অভিনেত্রী এখন অকপটে স্বীকার করেন, তার মা বিভিন্ন জায়গায় গিয়ে ছবি দিয়ে আসতে। যথারীতি দাগ পড়ত বিভিন্ন অডিশনে। তবে তিনি স্বীকার করেন বহু ভুলভাল জায়গায় অডিশন দিয়েছেন। অনেক জায়গাতে তার অডিশন না নিয়ে বাদ দিয়ে দেওয়া হত। অভিনেত্রী বলেন, তাকে বাদ দেওয়ার কারণ ছিল তিনি খুব একটা স্বাস্থ্যবান ছিলেন না। তাছাড়া অনেকে বলত, তাকে নাকি বাচ্চা বাচ্চা দেখতে।
অভিনেত্রীর প্রথম শুরু রানী রাসমণি ধারাবাহিক থেকে। সেখানে একটি চরিত্রে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন তিনি। কোনো সংলাপ ছিল না। তারপর ‘অগ্নিশিখা’ ধারাবাহিকের মাধ্যমে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিককে অভিনয় করেন এরপর। ‘খেলনা বাড়িতে’ তাঁর চরিত্রের নাম ছিল মিতুল। ‘খেলনা বাড়ি’ শেষ হতেই ‘মিঠিঝোরার’ রাই হয়ে ওঠেন আরাত্রিকা। বর্তমানে তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করছেন জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।