১) বছর দেড়েকের প্রেম পেলে পরিণতি! বৃহস্পতির সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন আদৃত-কৌশাম্বি।
২) আইবুড়ো ভাতে গোলাপি শাড়ি, দক্ষিণী সাজ ও হাত ভরা মেহেন্দিতে নজর কেড়েছিলেন ফুলকির পারমিতা।
৩) বিয়ের দিন বিন্দাস মুডে অভিনেত্রী কৌশাম্বি। বিয়ের আচার অনুষ্ঠান পালন করলেন মন দিয়ে, খেললেন হলুদ।
৪) গায়ে হলুদের সাজে নজর কাড়লেন অভিনেতা আদৃত। চিরাচরিত সাজে টলিউড হার্টথ্রব।
৫) বিয়ের সন্ধ্যায় লাল বেনারসি গা ভর্তি গয়নায় স্বপ্নের রানী কৌশাম্বি! বরের বেশে হ্যান্ডসাম মিঠাইয়ের ‘উচ্ছবাবু’।
৬) আদৃত-কৌশাম্বির বিয়ের সন্ধ্যায় তারকাদের ঢল।
৭) হাসিমুখে মালা বদল সারলেন নবদম্পতি। মুখের হাসি উজ্জ্বল, ভালোবাসার পরিণতি।
৮) নতুন বউ কৌশাম্বির দিক থেকে চোখ ফেরানো দায়। বৃহস্পতিতে আদৃতর ঘরের ‘লক্ষ্মী বউ’ ফুলকির পারমিতা।
৯) প্রিয় মানুষদের সঙ্গে স্বপ্নের মত দিনটি কাটালেন আদৃত প্রিয়া কৌশাম্বি।
১০) আদৃত-কৌশাম্বীর বিয়েতে হাজির মিঠাই ও ফুলকি পরিবার। তবে অনুপস্থিত অভিনেত্রী সৌমিতৃষা।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।