১) ‘মিঠাই’ ধারাবাহিকের সেটে আলাপ। তারপর বন্ধুত্ব থেকে সম্পর্ক। আদৃত-কৌশাম্বির বছর দেড়েকের প্রেম পরিণতির পথে।
৪) গায়ে হলুদের সাজে নজর কাড়লেন অভিনেতা আদৃত। চিরাচরিত সাজে টলিউড হার্টথ্রব।
৩) বাড়ির ছেলের ‘গায়ে হলুদ’। সবাই মিলে করলেন হুল্লোর। ওদিকে অপেক্ষায় আদৃত প্রিয়া কৌশাম্বি।
৪) বিয়ের আগে রঙিন হয়ে উঠেছেন ‘ফুলকির’ পারমিতা ওরফে আদৃতর হবু বউ কৌশাম্বি। শেয়ার করলেন আইবুড়ো ভাতের ছবি।
৫) আইবুড়োভাতে গোলাপি শাড়িতে উজ্জ্বল কৌশাম্বি। হাতে পড়লেন আদৃতর নামে মেহেন্দি।
৬) আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই ছাদনাতলায় তারকা জুটি। সারা জীবনের জন্য আদৃতর জীবনসঙ্গী হতে চলেছেন কৌশাম্বি।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।