Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) মিঠিঝোরা (Mithijhora)-তে কেন্দ্রীয় চরিত্র রাইপূর্ণা-র ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। এর আগে ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) ধারাবাহিকে অভিনয়ের সূত্র ধরে দর্শকদের সামনে এসেছিলেন আরাত্রিকা (Aratrika Maity) ‘খেলনাবাড়ি’ শেষ হতে জি বাংলার ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিকের লিড রোলে কাজ করছেন তিনি। অল্প কয়েক দিনের মধ্যেই রাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শক মন জয় করেছেন আরাত্রিকা।

ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা বর্তমানে কাজের সূত্রে মা-বাবার সঙ্গে থাকেন কলকাতায়। ‘খেলনা বাড়ির’ মিতুল এখন দর্শকদের প্রিয় রাই। পর্দায় তার অভিনয় দেখে চোখে জল আসছে সবার। ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা বর্তমানে কাজের সূত্রে মা-বাবার সঙ্গে থাকেন কলকাতায়। ‘খেলনা বাড়ির’ মিতুল এখন দর্শকদের প্রিয় রাই। পর্দায় তার অভিনয় দেখে চোখে জল আসছে সবার।

অভিনেত্রী স্বপ্ন দ্যাখেন এখনো অনেক দূর হাঁটার। নিজের জীবনটিকে গড়ে তুলতে একটুও আপোস করতে চান না অভিনেত্রী। তিনি চান তার মা-বাবা যেন গর্বিত হন তাঁর জন্য। পর্দার রাইয়ের মতো ব্যক্তিগত জীবনে যথেষ্ট কর্মঠ আরাত্রিকা। অবসর সময় মাকে নানান ধরনের রান্না রেঁধে খাওয়ান তিনি। শুটিং ফ্লোরে সবার সঙ্গে হাসিমুখে থাকেন অভিনেত্রী। তবে স্ক্রিপ্ট পাঠ করে চোখের জল ফেলে নিজের সঙ্গে রাইকে একাত্ম করে নেন অভিনেত্রী।

কিন্তু মনের মানুষ? পর্দা রাই নাহয়, প্রেমিক শৌর্য্য কে তুলে দিয়েছে বোন নীলাঞ্জনার হাতে। আরাত্রিকাও কি ভালোবাসার জন্য কম্প্রোমাইজ করতে প্রস্তুত? ভালবাসেন নাকি কাউকে? চুপিসারে প্রেম করছেন আরাত্রিকা? দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দাঁড়িয়েই রাইপূর্ণার সপাট জবাব এখনো মনের মানুষ আসেনি। তার কারণ হলো, তিনি নাকি যাকেই পছন্দ করেন সেই মিঙ্গেল! ফলে ভীষণ আক্ষেপ আরাত্রিকার। অভিনেত্রী এও বলেন, তার মনে হয় সব ছেলেই বোধহয় গার্লফ্রেন্ড নিয়ে জন্মায়। তবে মনের মানুষের খোঁজ চলছে। প্রেমে পড়লে নাকি আগেই জানিয়ে দেবেন অভিনেত্রী।







আরো পড়ুন  Srijla Guha: জল্পনাই হল সত্যি! স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরছেন 'মন ফাগুন' খ্যাত অভিনেত্রী সৃজলা গুহ

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।