Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: চাকরি ছেড়ে এখন অনেকেই ব্যবসার দিকে ঝুঁকেছেন। ব্যবসা করার নিত্য নতুন উপায় (New Business Idea 2024) খুঁজছেন সবাই। কিন্তু কথা হল এমন কোন ব্যবসা (New Business Idea 2024) আছে যা বাড়িতে বসে করলে লাভ আসবে কয়েক দিনের মধ্যেই? সাধারণত বেশিরভাগ ব্যবসাতেই (New Business Idea 2024) অনেক পুঁজি লাগে, সঙ্গে লাগে অতিরিক্ত পরিশ্রম। কিন্তু আজকে আমরা এমন একটা ব্যবসার (New Business Idea 2024) কথা বলব, যে ব্যবসা শুরু করলে কয়েকদিনের মধ্যেই দুর্দান্ত রিটার্ন পাবেন। এই ব্যবসার (New Business Idea 2024) কদর রয়েছে, মার্কেট রয়েছে, আর রয়েছে বিপুল চাহিদা। তাহলে আর দেরি কিসের? চলুন জেনে নেওয়া যাক কোন ব্যবসার কথা বলা হচ্ছে।

ব্যবসা শব্দটার সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। কিন্তু ব্যবসা করার জন্য যে পরিশ্রম আর দক্ষতা লাগে ‌সেটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। আর এ কারণেই আমরা অনেকেই ব্যবসার বদলে চাকরির রাস্তাটা পছন্দ করি। এবার আমাদের ভাবতে হবে আমাদের লাভ কোথায়। সাধারণত বছরের বিভিন্ন সময় বেশ কিছু ব্যবসার চাহিদা বাড়তে থাকে। চাকরির পাশাপাশি আমরা যদি সেই সমস্ত ব্যবসা করতে পারি, তাহলে কিন্তু মোটেই মন্দ হয় না। শুধু তাই না ব্যবসা একবার দাঁড়িয়ে গেলে আর কিন্তু পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই। অনেক পড়ুয়া আছেন যারা হাত খরচার জন্য ব্যবসা করতে চান। আবার অনেক গৃহবধূ আছেন, যারা ব্যবসা করার জন্য মনস্থির করেন।

আরো পড়ুন  Telegram Income Tips: টেলিগ্রাম থেকে রোজগার করবেন কিভাবে? রইলো টাকা ইনকাম করার প্রয়োজনীয় কিছু টিপস

আজকের এই প্রতিবেদনটি তাদের সবার জন্য। ‌ বাড়ি বসে কম পুঁজি ইনভেস্ট করে তারা সকলেই এই ব্যবসা করতে পারেন। চাহিদার সঙ্গে পাল্লা রেখে এই বিজনেস থেকে আসবে দুর্দান্ত রিটার্ন। অনেকেই ভাবেন ব্যবসার জন্য অনেক বেশি খাটতে হয়। কথাটা হয়তো সত্যি। তবে ব্যবসার দ্বিতীয় সূত্র হল সঠিক বুদ্ধি। পরিশ্রমের পাশাপাশি বুদ্ধি করে যদি ব্যবসা করেন, তাহলে আপনাকে লাভবান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।

বাড়ি বসে বিজনেস করার নতুন আইডিয়া (New Business Idea From Home 2024)

বর্তমানে সোনা রুপার দাম আকাশ ছুঁয়েছে। ধাতু ক্রয় করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্ত মানুষদের জন্য। তবে গয়না করার শখ মানুষের রয়েছেই।‌ কোন অনুষ্ঠান হোক কি কোনো উৎসব সোনার গয়না না পরলেও আর্টিফিশিয়াল গয়নার দিকে মানুষের ঝোঁক রয়েছে। আর সেই কারণেই গয়নার মার্কেট এখন যথেষ্ট ভালো। চাহিদা রয়েছে এই ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে বহু মহিলারা আছেন যারা বাড়িতে বসে গয়নার ব্যবসা করছেন। অনেক অল্প পুঁজিতেই এই ব্যবসা করা যায়। ‌ এই ব্যবসা কে একবার দাঁড় করাতে পারলে নিঃসন্দেহে ভালো আয় হবে। ‌

কিভাবে শুরু করবেন আর্টিফিশিয়াল গয়নার বিজনেস? (How To Start Artificial Jewellery Business 2024)

এই ব্যবসা শুরু করতে হলে আপনাকে মোটামুটি ১০ থেকে ২০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। গয়নার জিনিসপত্র কিনতে আপনি মার্কেট যেতে পারেন কোন হোলসেলার সঙ্গে চুক্তি করে গয়নার সামগ্রী কিনে নিতে পারেন। আবার বাড়িতেও এই গয়না বানানো যায়। বাড়িতে হাতে গয়না বানিয়ে তারপর বিক্রি করতেও পারেন। বিক্রি জন্য রয়েছে প্রশস্ত মার্কেট। অনলাইন থেকে অফলাইন সর্বত্র আর্টিফিশিয়াল গয়নার চাহিদা রয়েছে।

আরো পড়ুন  Reliance Jio: রিলায়েন্স জিওর সিম ব্যবহার করেন? গুরুতর সমস্যায় মুকেশ আম্বানি! জিও বিরোধী অভিযোগ তুলল VI…

গয়না বিক্রি করতে চাইলে আপনি মার্কেটে যেতে পারেন। প্রয়োজনে একটি দোকান খুলতে পারেন, আবার ব্যক্তিগত উদ্যোগে বাড়ি থেকে কাস্টমারের কাছে গয়না বিক্রি করতে পারেন। অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি গয়নার বিজ্ঞাপন দিতে পারেন। ওয়েবসাইটের মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গয়না বিক্রি করুন।

আর্টিফিশিয়াল গয়নার ব্যবসা থেকে কত লাভ হতে পারে? (How Much You Will Earn From This Business 2024)

আর্টিফিশিয়াল গয়নার ব্যবসা থেকে মোটামুটি মাসে ১০ থেকে ২০ হাজার টাকা ইনকাম করা সম্ভব। ব্যবসা দাঁড়িয়ে গেলে ৩০ হাজার টাকা ও ইনকাম করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন কতটা লাভবান এই ব্যবসা। আর দেরি না করে বাড়িতে বসেই শুরু করে দিন দুর্দান্ত লাভবান এই বিজনেস।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।