Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


পর্ণা দেবনাথ: দেশের সরকার জনসাধারণের উন্নয়নকল্পে একগুচ্ছ প্রকল্প (Government Scheme) শুরু করেছে। প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য দেশের জন সাধারণকে আলোয় আনা। এখনও পর্যন্ত দেশের অনেক জায়গায় মহিলাদের অবহেলা করা হয়। তাই সরকারের তরফে মহিলাদের সামাজিক উন্নতি স্বার্থে, তাদের আরো স্বনির্ভর করে তুলতে দেশে বিভিন্ন সরকারি প্রকল্প (Government Scheme for womens) চালু হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এমনই কিছু সরকারি প্রকল্প সম্পর্কে। (Government Scheme for womens)

ইতিমধ্যে ভোট আবহে সমস্ত দলের পাখির চোখ হল ‘নারীসমাজ’। সেই নারীসমাজের কল্যাণের জন্য বিভিন্ন দল প্রস্তাব করেছে বিভিন্ন প্রকল্পের। কিছু প্রকল্প অনেক দিন আগে চালু হয়েছিল আবার কিছু প্রকল্প চালু হয়েছে ভোটব্যাঙ্ক এর দিকে তাকিয়েই।

সাধারণ মানুষের মধ্যে এমন অনেক ভুয়ো খবর ছড়িয়ে পড়ে মাঝে মাঝে যে প্রকল্পগুলি ভোটের পর হয়ত আর থাকবে না। কিন্তু আজ আমরা আলোচনা করব এমন চারটি প্রকল্প নিয়ে যা কেন্দ্রীয় সরকার চালু করেছে মহিলাদের জন্যেই এবং সেটি ভোটের আগে যেমন চালু ছিল, ভোটের পরেও তেমনি চালু থাকবে।

১) বেটি বাঁচাও, বেটি পড়াও (Beti Bachao Beti Padhao)

ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালে ২২ জানুয়ারী হরিয়ানার পানিপতে এই প্রকল্পের সুচনা করেন। ভারতের অগণিত মেয়েদের শিক্ষার স্বার্থেই এই প্রকল্প। এই প্রকল্প তিনটি মন্ত্রালয় দ্বারা বাস্তবায়ন করা হয়। মহিলা-শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য-পরিবার কল্যান মন্ত্রক এবং মানব সম্পদ মন্ত্রক দ্বারা এই প্রকল্পের কাজ চলে।

আরো পড়ুন  Government Scheme: রাজ্য সরকারের এই প্রকল্পে ২ বার করে পাবেন ৫০০০ টাকা! কোন প্রকল্প? জেনে নিন বিস্তারিত

২) বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্প (Free Silai Machine Yojana)

ভারতের সমাজে সেলাই ও বুনন শিল্পে মেয়েদের দক্ষতা সম্পর্কে ইতিহাসও সাক্ষী। কিন্তু সেই দক্ষতায় যাতে দারিদ্র্যতা বাঁধা না হতে পারে তাই সেই প্রকল্প চালু করেছে ভারত সরকার। ২০-৪০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে যেসমস্ত মহিলার স্বামীর মাসিক আয় ১২ হাজারের বেশি তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।

৩) মহিলা শক্তি কেন্দ্র প্রকল্প (Mahila Kendras Prakalpa)

ভারতের কেন্দ্রীয় সরকার ২০১৭ সালের ২২ নভেম্বর এই প্রকল্পের সুচনা করে। মহিলাদের জীবনকে প্রভাবিত করে এমন কিছু সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করার পাশাপাশি বিভিন্ন সরকারি সুবিধা, সরকারি স্কিম,প্রোগ্রাম, প্রকল্প সম্পর্কে মহিলাদের অবগত করার কাজ করে এই প্রকল্প। ডিস্ট্রিক্ট হাব ফর উইমেন এমপাওয়ারমেন্ট- এই যোজনায় তাদের অধিকার সম্পর্কে সচেতন করে মহিলাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রকল্প যৌথভাবে স্থানীয় প্রশাসন, রাজ্য সরকার, মহিলা -শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত হয়।

৪) সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)

২০১৫ সালের ২২ জানুয়ারি ভারত সরকার এই প্রকল্পের শুভারম্ভ করে। ১০ বছরের কম বয়সী মেয়েদের উচ্চশিক্ষা ও পরবর্তীকালে বিবাহের জন্য এবং তাদের নিরাপদ ভবিষ্যতের জন্য এই প্রকল্প চালু করা হয়। আপনি নিজের ১০ বছরের কম বয়সী মেয়ের জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। স্কিমটির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হলে আপনার মেয়ে এই প্রকল্পের টাকা পাবে।

আরো পড়ুন  Government Scheme 2024: ভোটের মুখে সুখবর! দেশবাসীকে ১০,০০০ টাকা করে দিচ্ছে মোদি সরকার! কিভাবে আবেদন করবেন, জেনে নিন

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।