Picnic Spot Near Kolkata
Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্কঃ শীত পড়তেই পিকনিক করার আমেজে বাঙালি (Picnic Spot Near Kolkata). বাড়ির কাছাকাছি পিকনিক করার মজা হল এক তো খরচ কম হয় আর দ্বিতীয়ত রান্নাবান্না করে দেদার মজা করা যায়। আর তাই সকলেই সন্ধানে থাকেন বাড়ির কাছাকাছি পিকনিক স্পট খোঁজার জন্য। তাই কলকাতার কাছাকাছি এক নতুন পিকনিক স্পট এর হদিস রইল আজকের প্রতিবেদনে। আপনি যদি কম খরচে পিকনিক করবেন বলে ঠিক করে থাকেন, তাহলে এখানে একটিবার ঘুরে আসবেন।

Picnic Spot Near Kolkata

শীতের মরশুম পড়তেই শুরু ফেস্টিভ সিজন। এই সময় পিকনিক (Picnic Spots) বা চড়ুইভাতিতে অংশ নেওয়ার জন্য চারিদিক থেকে কলকাতা (Kolkata) লাগোয়া জায়গার পৌঁছে যান অনেকে। সেক্ষেত্রে কলকাতা সহ শহরতলির কোলাহল থেকে মুক্তি পেতে অনেকেরই পছন্দ হয় গ্রাম্য পরিবেশ। অনেকের দেওয়া হয়। তবে এক্ষেত্রে যদি পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় তাহলে অনুষ্ঠানের আর জন্য ভাড়া দেওয়া হয়না। এই রিসর্টের পরিবেশ যাতে কোনওভাবেই নষ্ট না হয় তার জন্য ভীষণ উদ্যোগী কর্তৃপক্ষ।

শীত পড়তেই ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে পরিযায়ী পাখিরা। বাংলার এই ঝিল এখন ট্যুরিস্টদের প্রধান আকর্ষণ

রিসর্টে পিকনিক করার খরচ কত?

আপনার মনের নিশ্চয়ই প্রশ্ন ঘুরছে রিসর্টের খরচও কত? জানা যায়, সেখানে একদিনের জন্য ভাড়া নেওয়া হয় পাঁচ হাজার টাকা। রান্না করারও সুব্যবস্থা রয়েছে সেখানে। কিন্তু, আপনি যদি রান্নার ঝক্কি না পোহাতে চান সেক্ষেত্রে তা আগে থেকে জানিয়ে দিলেই রিসর্ট কর্তৃপক্ষ রান্নার ব্যবস্থা করবে। আর একদিনের জন্য ধারে কাছে নিরিবিলিতে কোথাও ঘুরে আসতে চাইলে এই রিসর্ট আপনার জন্য অন্যতম একটি ডেস্টিনেশন হয়ে উঠতে পারে।

ঘরের কাছে অচেনা সাগর! তাঁবুতে শুয়ে শুনুন সমুদ্রের ঢেউ! অপূর্ব এই সৈকত গ্রীষ্মের ক্লান্তি দূর করে…


কলকাতা থেকে মাত্র ৪০ কিমি দূরে অবস্থিত এই জলছবি ইকো রিসর্টে যেতে চাইলে অনলাইন বুকিংয়ের ব্যবস্থা আছে। রাজ্যের বাসিন্দাদের জন্য সেখানে অগ্রাধিকার থাকছে। জানা গিয়েছে, এই রিসর্ট পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার জন্য আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তবে আপাতত শনি, রবিবার অর্থাৎ ছুটির দিনে এই স্থানে পিকনিকের জন্য বুকিং রয়েছে। উৎসবের মরশুমে এই রিসর্টে একদিন কাটাতে চাইলে সে ক্ষেত্রে আগেভাগে বুকিং করতে হবে। বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষ্যে বুকিংয়ের বাড়়তি চাপ থাকে বলেই জানা যায়। তারপর জানুয়ারি মাস ধরেই চলে শীতের আমেজে ফেস্টিভ মুড। ফলে সেখানে বাড়তি চাপ থাকছেই। আগামী দিনে এখানে আরো বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে।

আরো পড়ুন  Digha: বর্ষায় দিঘা যাবেন? আপনার জন্য অপেক্ষায় আছে বিরাট চমক! জানেন কি?

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।