Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বর্তমানে স্কুটি অথবা বাইকের প্রতি আগ্রহ রয়েছে সবারই। কিন্তু মোটা টাকা খরচ করে স্কুটি (Scooty), বাইক (Bike) কেনা সবসময় সম্ভব হয়ে ওঠেনা। তাহলে কি করনীয়? শখ আহ্লাদ বাদ দেওয়া? মোটেই না। ‌একটু খুঁজলেই মিলবে উপায়। টু হুইলার (Two Wheeler) কেনার জন্য এখন আর হাজার হাজার টাকা খরচা করতে হবে না। মাত্র ২০ হাজার টাকা খরচা করলেই আপনার বাড়িতে চলে আসবে টু হুইলার (Two Wheeler) গাড়ি! কোথায় পাবেন, কিভাবে কিনবেন, জানতে হলে অবশ্যই পড়তে হবে আজকের প্রতিবেদন। ‌(Cheapest Scooty and Bike In India)।

কম দামে টু-হুইলার! (Cheapest Two Wheeler In India)

দিন দিন টু-হুইলার গাড়ির দাম যে হারে বাড়ছে, তাতে নিজের শখ, আহ্লাদ পূরণ করা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, মধ্যবিত্ত ও গরিব মানুষদের কাছে কঠিন হয়ে পড়ছে স্বপ্ন সফল করা। মধ্যবিত্তদের একটি বাজেটের মধ্যে থাকতে হয়। শখ, স্বাছন্দ্য যদি বাজেটের বাইরে চলে যায়, সেক্ষেত্রে একটা বড়সড় মুশকিল বটে। তবে যদি বলি আপনি বাজেট ঠিক রেখেই, কিনে নিতে পারবেন টু-হুইলার তবে সেটি মনে হয় স্বপ্ন বোধহয়! চার চাকার গাড়ি না কিনে অনেকেই এখন দুই চাকার বাহনের প্রতি আকৃষ্ট হচ্ছেন। বাইক ও স্কুটি যাদের পছন্দ, তাঁরা নির্দিষ্ট একটি জায়গা থেকে অনায়াসেই কিনে নিতে পারবেন নিজেদের বাজেটের মধ্যে পছন্দসই টু-হুইলার।

আরো পড়ুন  PNB New Rule: আর হাতে মাত্র একদিন! পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেরে ফেলুন এই কাজ, নয়তো বন্ধ হবে অ্যাকাউন্ট

কম দামে পছন্দের টু-হুইলার গাড়ি কোথা থেকে কিনবেন?

আপনি যদি শোরুম থেকে নতুন টু হুইলার গাড়ি কিনতে চান তাহলে আপনার খরচ পড়বে বেশ ভালই। কিন্তু যদি আপনি একটু বুদ্ধি খরচ করে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেন, তাহলে সন্ধান পাবেন বেশ কিছু ওয়েব সাইটের। এই ওয়েবসাইটগুলিতে আপনি কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিতে পারবেন। এই ওয়েবসাইট গুলিতে গ্রাহকদের জন্য বিভিন্ন ডিলের অপশনও রয়েছে। ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করলে আপনার নাগালের মধ্যে চলে আসবে পছন্দের দুই চাকার গাড়ি। ‌অপশনে কোন কোন গাড়ি পেতে পারেন? চলুন জেনে নেওয়া যাক।

১) মাত্র 20,000 টাকায় Honda Activa!

সাধারণত সেকেন্ড হ্যান্ড দু চাকার গাড়ি ডিল করে থাকে ‘CREDR’। সেই সংস্থার ওয়েবসাইটে দেখা মেলে কম দামে ভালো মানের টু-হুইলার গাড়ির।সম্প্রতি এই ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, বর্তমানে এখানে ‘Honda Activa’ গাড়ি রয়েছে দারুণ কন্ডিশনের। আমরা সবাই জানি হণ্ডা অ্যাক্টিভা যথেষ্ট ভালো মানের একটি স্কুটি। দোকান থেকে কিনতে গেলে যথেষ্ট দাম পড়ে তার। কিন্তু আপনি যদি সংস্থার ওয়েবসাইট মারফত স্কুটিটি কেনেন, তাহলে আপনার দাম পড়বে মাত্র কুড়ি হাজার টাকা। অবিশ্বাস্য হলেও ব্যাপারটা সত্যি। গাড়িটি সেকেন্ড হ্যান্ড হলেও যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। গাড়িটির কাগজ, ট্যাক্স, সবই রয়েছে ঠিকঠাক অবস্থায়। বর্তমানে গাড়িটি রয়েছে বেঙ্গালুরুতে। ‌

২) মাত্র 25,000 টাকায় Bajaj Discover

আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তবে আপনার জন্য একটি সেরা অনলাইন প্লাটফর্ম হল ‘Bikedekho’। এখানে দারুন ভালো কন্ডিশনের তুলনামূলক কম দামে পাওয়া যায় বাইক। বর্তমানে এখানে একটি ‘Bajaj Discover 100 T’ রয়েছে। বাইকটির দাম রাখা হয়েছে মাত্র ২৫ হাজার টাকা। বাইকটি রয়েছে কলকাতাতেই। আপনিও যদি এই বাইকটি কিনতে চান তাহলে আবেদন জানান।

আরো পড়ুন  Air Conditioner: অবিশ্বাস্য! মাত্র ১৫০০/- টাকা খরচ করে বাড়িতে আনুন এসি! তীব্র গরম থেকে মিলবে রেহাই

প্রসঙ্গত, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি নানান ধরনের টু-হুইলার গাড়ি কিনতে পারবেন। তবে গাড়ি কেনার আগে অবশ্যই সমস্ত তথ্য দেখে বুঝে বিবেচনা করে নেবেন।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।