সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠেছে গুগল। (Google)। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের সকল প্রশ্নের উত্তর দেয় এই অ্যাপ্লিকেশনটি (Google Search)। কোথাও পথ খোঁজা থেকে, রান্নায় কোন মশলাটি স্বাদ আনবে, ঘুরতে যাওয়ার জন্য কোন জায়গা ভালো থেকে কোন শপিং সাইট কেনাকাটার জন্য পছন্দসই, সমস্ত উত্তর আমাদের হাতের গোড়ায় এনে হাজির করে গুগল। এখন কথা হচ্ছে, অনেকেই আছেন গুগলে যেকোনো তথ্য সার্চ (Google Scarch) করেন। কিন্তু বোঝেন না, বেশ কিছু তথ্য রয়েছে যা সার্চ (Google Scarch Restrictions) করলে কিন্তু মোটা অঙ্ক এর জরিমানা হতে পারে। এই তিন জিনিস ভুলেও সার্চ (Google Scarch) করবেন না। সার্চ (Google Scarch) করলেই ঘনিয়ে আসবে বিপদ।
প্রযুক্তির কল্যাণে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে পৃথিবী। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে মুহূর্তের মধ্যে খুলে যায় বিশ্ব দরবার। প্রযুক্তির সহযোগিতায় বর্তমানে কোনো কিছুর উত্তর খোঁজাই অসম্ভব নয়। বরং অনেক বেশি সহজ এবং আমাদের সাধ্যের মধ্যে। কিন্তু তাই বলে প্রযুক্তির অপব্যবহার করাও ঠিক নয়। বর্তমানে অনেকেই প্রযুক্তিকে অপ্রয়োজনীয় পথে ব্যবহার করছে। আর ডেকে আনছে নিজের জীবনে বিপদ। গুগল সার্চ লিস্ট প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্ত ব্যক্তিগত একটি অংশ। সার্চ লিস্ট এর মধ্যে যেন এমন কিছু না থাকে, যা আপনার বিপদ থেকে আনতে পারে।
গুগল সকল মানুষের উপকার করে ঠিকই। তবে গুগল ব্যবহার করে অনৈতিক কাজ করা মোটেই মেনে নেবে না অ্যাপ্লিকেশন। মনে রাখবেন আপনি যা সার্চ করছেন তা কিন্তু গুগলের কাছে রেকর্ড হয়ে থাকে। তাই আপনার সার্চ লিস্টে অনৈতিক কিছু দেখলে পদক্ষেপ নেবে গুগল। গুনতে হতে পারে মোটা অংকের জরিমানা। তাই ভুল করেও এই তিন জিনিস গুগলে সার্চ করার চেষ্টা করবেন না। তালিকায় রয়েছে কোন কোন জিনিস? আসুন জেনে নেওয়া যাক এক নজরে।
Google-এ কোন তিন জিনিস সার্চ করলে জরিমানা হতে পারে?
১) প্রতারণার ষড়যন্ত্র: আপনি যদি গুগল থেকে জালিয়াতির সাহায্য নিতে চান তাহলে কিন্তু খুব বিপদ! Google কোন প্রকার জালিয়াতি সহ্য করে না। তাই এই ধরনের সার্চ করে থাকলে, আগেই সাবধান হন। পকেট থেকে খসতে পারে অতিরিক্ত জরিমানা।
২) ম্যালওয়্যার: গুগল অ্যাপে ম্যালওয়্যার সার্চ করে থাকলে খুব বিপদ। এই অ্যাপ্লিকেশন কোন ম্যালওয়ারকে জাতীয় জিনিসকে সাপোর্ট করে না। উদাহরণস্বরূপ বলা যায়, গুগল থেকে কখনো ভাইরাস ও ট্রোজান হর্স এই দুটি নাম লিখে সার্চ করবেন না! আপনি যদি ম্যালওয়্যার ডাউনলোড করেন, শেয়ার করেন তাহলে কিন্তু আপনাকে গুগল থেকে ব্যান করা হতে পারে। শুধু তাই নয় আপনার মোটা জরিমানা হতে পারে।
৩) স্প্যাম জাতীয় বিষয়বস্তু: গুগল কিন্তু স্প্যাম জাতীয় বিষয়বস্তুকে মোটেই অনুমতি দেয় না। আপনি যদি কোনোভাবে অসামাজিক ইমেইল অথবা কমেন্ট করেন, তাহলে কিন্তু গুগল থেকে আপনাকে ব্যান করা হতে পারে। এছাড়া আপনি যদি স্প্যাম মেইল পাঠান, তাহলেও কিন্তু অ্যাপ আপনাকে ব্যান করতে পারে। গুগলে কিছু নীতি রয়েছে, গুগল সেগুলি কঠোরভাবে পালন করে। তাই, এই অ্যাপ্লিকেশনে কিছু লিখে সার্চ করার আগে অবশ্যই দুবার ভেবে নেবেন। নয়তো এতে আপনারই সমস্যা হবে।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।