Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


Tania Roy Chowdhury: পরিবেশে ক্রমশ গরম বাড়তে শুরু করেছে। ক্রমশ ঊর্ধ্বমুখী পারদে হাঁসফাঁস দশা সামলেও ফ্যাশন (Fashion) করতে পিছপা হন না মানুষ। অতিরিক্ত গরমে চোখের সুরক্ষায় সানগ্লাস (Sunglass) ব্যবহারের ধুম পড়েছে সকলের মধ্যেই। বর্তমানে সানগ্লাস (Sunglass) একটি স্টাইলিশ এক্সেসরিজ। সাজ পোশাকের সঙ্গে মানানসই সানগ্লাস ব্যবহার করতে‌ আগ্রহী থাকেন অনেকেই। সানগ্লাস, সানস্ক্রিন হালকা সুতির পোশাক গরম পড়লেই মানুষের নিত্য সঙ্গী। ফ্যাশনের পাশাপাশি অনেকেই আছেন যাঁরা সানগ্লাসকে চোখের সুরক্ষার জন্য ব্যবহার করে থাকেন।

সানগ্লাস কেনার জন্য সব সময় বড় বড় দোকানে যাওয়া সম্ভব হয় না। পথের ধারে স্টল থেকে অপেক্ষাকৃত কম দামে সানগ্লাস কিনে থাকেন অনেকেই। কিন্তু ফ্যাশনের সাথে পাল্লা দিতে গিয়ে নিজের চোখের কি ক্ষতি করছেন তা জানা নেই আপনারও। গরম আসা মানে কমবেশি আমাদের সকলেরই ত্বক থেকে চোখ সবকিছুই যত্ন একটু বেড়ে যায়। আর সেই যত্ন করতে গিয়ে আমরা নিজেদের অজান্তেই কিছু ভুল করে বসি, যার ফলে ভালো কম ক্ষতি বেশি হয়। ঠিক তেমনি সানগ্লাস অর্থাৎ রোদ চশমা অনেক সময় আমরা সস্তাতে কিনে নিজেদের চোখ বাঁচানোর জন্য করে ফেলি আর সেখান থেকেই চিকিৎসকরা দেখছেন গুরুতর রোগের ঝুঁকি। ‌চিকিৎসকদের পরামর্শ, পথের ধারে স্টলগুলিতে যে সানগ্লাসগুলি বিক্রি হয় সেগুলি এড়িয়ে চলুন।‌ নয়তো খুব শীঘ্রই নানান ধরনের রোগের বাসা হবে শরীরে।

আরো পড়ুন  Fast Weight Loss: জিমে না গিয়ে বাড়িতে বসেও ওজন কমানো সম্ভব! এই ঘরোয়া টোটকা মানুন!হাতেনাতে ফল একমাসে

গ্রীষ্মকালের প্রখর রোদের তাপ থেকে বাঁচতে কম বেশি সবাই আজকাল রোদ চশমা ব্যবহার করে। এবং অনেক সময় ডাক্তারদের পরামর্শ থাকে নিজেদের চোখকে বাইরের লো এবং তাপ থেকে বাঁচানোর জন্য। এই রোদ চশমার মধ্যেই দিন দিন আমাদের আধুনিকতাও ছড়িয়ে পড়েছে। দেখা যায় নানা রঙিন ধরনের চশমা আজকালকার ফ্যাশনে। রঙিন চশমা হোক কিংবা সাধারণ আমরা মধ্যবিত্ত বাড়ি থেকে সব সময় চাই সস্তার মধ্যে ভালো জিনিস। তাই সেটা সানগ্লাসের ক্ষেত্রেও উল্টোটা নয়। কিন্তু এখানেই দেখছেন আশঙ্কার সম্ভাবনা চিকিৎসক মহল। তাদের দাবি সস্তার চশমা ব্যবহারের ফলে বর্ণান্ধতা রোগ যেন বেড়েই চলেছে। তাই এই গরমে সুস্থ থাকতে নিজের চোখ এবং ত্বককে ভালো রাখতে তারা অবশ্যই বলছেন যত্ন করুন কিন্তু সেটা ঠিকঠাক ভাবে করুন ভালোর চাইতে ক্ষতি যেন না হয়।

সস্তার সানগ্লাস থেকে কি কি সমস্যা আসতে পারে?

পথের ধারে অপেক্ষাকৃত কম দামে যে চশমা গুলি বিক্রি হয় সেগুলি কম দামে গ্লাস বা ওই ধরনের পদার্থ দিয়ে তৈরি। বাইরে থেকে রঙিন হলেও এই চশমা গুলি থেকে কিন্তু আমাদের চোখে বর্ণান্ধতার সমস্যা আসতে পারে। শুধু তাই নয় ডাক্তাররা এও সাবধান করেছেন যে, এই ধরনের চশমা ব্যবহার করলে চোখের চারপাশে কালো দাগ, চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হওয়া, চোখের ভিতরে কিংবা বাইরে চুলকানির মতো সমস্যা হতে পারে। কমদামি চশমা বারবার ব্যবহার করতে থাকলে মাথা ধরা অবাক মাথা ঘোরার মত সমস্যা হওয়া কিন্তু অস্বাভাবিক নয়।

আরো পড়ুন  Gold Price: সোনায় সোহাগা! একলাফে কমলো সোনার দাম, এখনই কিনে রাখুন! বিরাট লাভ…

ডাক্তারদের পরামর্শ কী?

গরমে অতিবেগুনি রশ্মি প্রভাব যেমন আমাদের চোখে পড়ে তেমনি সেই চোখকে রক্ষা করতে যে রঙিন চশমা আমরা পড়ছি তাও কিন্তু আমাদের বড় বিপদ ডেকে আনছে। তাই আজকালকার তরুণ তরুণীরা এবং মধ্যবয়স্করা যারা সস্তায় ভালো জিনিসের সন্ধানে আছেন, তাঁদের উদ্দেশ্যে ডাক্তারদের পরামর্শ যে, সানগ্লাস ব্যবহার করতে হলে ভালো ব্র্যান্ডের উন্নত মানের রোদ চশমা ব্যবহার করুন। আপনার চোখ এতে সুরক্ষিত থাকবে ও ভালো থাকবে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।