Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: দিনশেষে পরিশ্রমে, ক্লান্তিতে দুচোখ যখন বন্ধ হয়ে আসে তখন ঘুমের মধ্যে ধরা দেয় আমাদের চিন্তাভাবনার অদ্ভুত এক স্বরূপ। অবচেতন মনের বহু ছবি স্বপ্নের (Dream) আকারে ধরা দেয় ঘুমের মধ্যে। একেই আমরা স্বপ্ন (Dream) বলে অভিহিত করি। তবে স্বপ্নের (Dream) আসল অর্থ ধরা বেশ কঠিন। বিশেষ করে এমন কিছু স্বপ্ন (Dream) থাকে যার কিনা নির্দিষ্ট কোন অর্থ নেই। বলাই বাহুল্য এমন স্বপ্নের অর্থ আমরা খুঁজে পাই না। আবার এমন অনেক স্বপ্ন (Dream) রয়েছে, তা আমাদের আগামী দিনের কিছু ইঙ্গিত দেয়। কথায় আছে স্বপ্নের (Dream) মানে বোঝা দুষ্কর! তবে আপনি যদি এমন কিছু স্বপ্ন দেখেন তবে জানবেন আপনি বিশেষ ইঙ্গিত পেয়েছেন। এবার আপনাকে সতর্ক হতে হবে, নাকি খুশি হতে হবে, সেটা নির্ভর করছে স্বপ্নের (Dream) উপর। স্বপ্ন বিজ্ঞান (Dream Astrology) কি বলছে, আসুন সেটাই জেনে নেওয়া যাক।

১) কাউকে তাড়া করার স্বপ্ন দেখলে

অনেকেই আছেন যারা স্বপ্নে তাড়া করার দৃশ্য দেখেন। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, অর্থাৎ স্বপ্নে কাউকে তাড়া করতে দেখেন তবে সেই স্বপ্নের একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা দিচ্ছে স্বপ্ন বিজ্ঞান। স্বপ্ন বিজ্ঞান মতে, আপনি যদি ঘুমের ঘোরে স্বপ্নে দেখতে পান আপনি কাউকে তাড়া করছেন, এর অর্থ হলো আপনি বাস্তব জীবনে কোন বড় উদ্বেগের সম্মুখীন হতে চলেছেন। শুধু তাই নয় বিশ্বাস এমনও করা হয় যে, অদূর ভবিষ্যতে আপনি কারোর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ফলে এই স্বপ্ন দেখলে আগেই সতর্ক হন।

আরো পড়ুন  Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন? কাদের ভাগ্য খুলছে, কাদের চিন্তা বাড়বে? রাশির জাতকেরা দিনের শুরুতে জেনে নিন

২) ক্রমাগত জল পড়তে দেখলে

স্বপ্নে যদি আপনি দেখেন ক্রমাগত জল পড়ছে, তবে এর অর্থ হলো আপনার জীবনে আসবে উত্থান পতন। স্বপ্ন বিজ্ঞান মতে, প্রবাহিত জলের অর্থ হলো- অকারণে কারুর সঙ্গে তর্ক করা উচিত নয়। তবে প্রবাহিত জল দেখার আরো একটি কারণ হলো, আপনার জীবনে সমস্যা দীর্ঘস্থায়ী হবে না। এছাড়া ভাসমান কিছু দেখার অর্থ হলো ভালো কিছুর ইঙ্গিত।

41793128 – woman sleeping in the dark

৩) নিজেকে উড়তে দেখার স্বপ্ন

ঘুমের ঘোরে নিজেকে উড়তে দেখেন বহু মানুষ। কবে নিছকই ছেলেমানুষির স্বপ্ন ভেবে তাকে এড়িয়ে চলেন অনেকেই। কিন্তু জানেন কি ঘুমের ঘোরে নিজেকে উড়তে দেখার স্বপ্ন ভালো কিছুর ইঙ্গিত করে। এর অর্থ হতে পারে আপনার বাকি থাকা কাজ শেষ হবে। আবার এমনও হতে পারে আপনি নতুন কোন কাজ শুরু করবেন। সেই কাজে আপনি লাভ পাবেন। নিজেকে উড়তে দেখার স্বপ্নে বিভোর ব্যক্তিরা চাকরি ও ব্যবসায় সফলতা অর্জন করতে পারেন।

৪) স্বপ্নে দাঁত পড়তে দেখলে

যদি আপনি স্বপ্নে দেখেন দাঁত পড়তে তবে সেটি মোটেই শুভ স্বপ্ন নয়। এরকম ধরনের স্বপ্ন দেখলে আগের থেকেই সতর্ক হতে হবে। কারণ এই ধরনের স্বপ্ন ইঙ্গিত করে ব্যক্তির জীবনে পদমর্যাদা হ্রাসের। অনেক সময় আত্মবিশ্বাসের অভাবের কারণেও এই ধরনের স্বপ্ন দেখা দেয়। এছাড়া জীবনের কিছু সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত হিসেবে স্বপ্নে দাঁত পড়তে দেখেন মানুষ।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরো পড়ুন  Astro Tips: বৈশাখ মাসে অর্থ ও সমৃদ্ধির বৃষ্টি হবে জীবনে! শুধু সেরে নিন এই কাজ, সুখ নিয়ে আর ভাবতেই হবে না…

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।