সাতকাহন প্লাস নিউজ ডেস্কঃ অত্যাধিক গরমে নাজেহাল দশা সবার। এপ্রিলের শুরুতে কিছু খেল দেখাচ্ছে আবহাওয়া তাতে এক বিন্দু শান্তি নেই মানুষের। দিনের বেলা গরমে বাড়ি থেকে বেরোতে দশবার চিন্তা করছেন মানুষ। আর বাড়িতে থাকলেও গরমে হাফ বয়েল দশা। এদিকে এসি (AC Market Price) কিনতে গিয়েও পকেটে টান আমজনতার। গরম পড়তেই এসির চাহিদা রমরনিয়ে বেড়েছে। প্রায় লাখ খানেকের (AC Market Price) কাছাকাছি পৌঁছে গিয়েছে এসির দাম।তাছাড়া বিদ্যুতের বিল নিয়েও চিন্তা কাটছে না মানুষের। এমতবস্থায় করবেন কি? নো চিন্তা। বাজারে চলে এসেছে হাফ দামে বিক্রি হওয়া এসি (AC Offer 2024)। ঠাণ্ডা হওয়ার সঙ্গে পকেট থাকবে টানটান। অবাক হচ্ছেন? চিন্তা নেই। দুর্দান্ত এই অফার দিচ্ছে এলজি (LG AC)।
অত্যাধিক গরমে ওষ্ঠাগত প্রাণ, কদর বাড়ছে এসির! (LG AC Super Discount For Summer Season 2024)
গরম যত বাড়ছে তত এসির চাহিদাও বাড়ছে লাফিয়ে।পারদের সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা হাওয়া কিনতে গিয়ে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।অনেকেরই সামর্থ্য থাকে না এত দাম দিয়ে এসি কেনার। তবে আরামে রাতে ঘুমাতে কে না চায়! আর সেই কারণেই কম বাজেটের এসির খুঁজছেন অনেকেই। মধ্যবিত্তের চাহিদা পূরণ করতে এবার ছক্কা হাঁকাল এলজি। দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে এই কোম্পানি। বলাই বাহুল্য সাধ্যের মধ্যে পুষ্টিকর এয়ারকন্ডিশনার বাজারে বিক্রি করছে দেদার। কম দামি এসি কিনতে ভিড় জমাচ্ছেন অনেকেই। আপনি কি এখনো বাদ রয়েছেন? তবে দেরি না করে চটপট কিনে নিন এলজি এই দুর্দান্ত এসিটি।
সস্তায় হাফ দামি এসি, চমকে দিল এলজি! (LG AC Super Discount For Summer Season 2024)
সম্প্রতি এলজি কোম্পানির তরফে একটি দুর্দান্ত অফার হাজির করা হয়েছে। যেখানে প্রায় হাফ দামে বিক্রি হচ্ছে ১.৫ টনের 3 স্টার স্লিট ডুয়াল কনভার্টার এসি। তবে দাম কম মানে কিন্তু এই নয় যে মানে খারাপ! এই এসির ব্যবহারিক গুন কিন্তু যথেষ্ট ভালো। কি কি ফেসিলিটি মিলছে? এলজির 1.5 টন 3 স্টার স্প্লিট ডুয়াল কনভার্টার এসিটির আসল দাম হল 78,990 টাকা। তবে এটি বর্তমানে ৫২ শতাংশ ছাড়ের সঙ্গে পাওয়া যাচ্ছে 37,490 টাকায়। এছাড়াও রয়েছে একগুচ্ছ অফার, যেমন আপনি যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে এসিটি ক্রয় করেন, তবে আপনি ছাড় পাবেন এই দামের ওপর আরও দশ শতাংশ। এখানেও শেষ নয়। ক্রেডিট কার্ড দিয়ে অর্ডার করলে আরো ৫২ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। বলাই বাহুল্য তাপপ্রবাহের সতর্কতার মাঝে এই দুর্দান্ত অফার আপনার মনে আনন্দের হাওয়া আনতে বাধ্য।
পুরনো এসি বদলালে আরও বেশি ছাড়! (LG AC Super Discount For Summer Season 2024)
এলজির এসিতে আরও ছাড় দেওয়া হচ্ছে। এই কোম্পানির এসির এক্সচেঞ্জ অফার বলছে, যদি আপনি পুরনো এসি এক্সচেঞ্জ করেন তাহলে প্রায় ৫৪০০/- টাকার ডিসকাউন্ট পাবেন। তবে অবশ্যই এসির অবস্থা এবং মডেল বিবেচনা করে তবেই ছাড় দেওয়া হবে। প্রসঙ্গত এলজি এসি সবসময়ই রেটিং এর দিক থেকে ওপরে থাকে। কুলিং এর ক্ষেত্রে ভালো ফেসিলিটি দেয়। জনপ্রিয়তার দিক থেকে এক নম্বর। আর সেই এসিতেই নাকি মিলছে এত দুর্দান্ত অফার! অপেক্ষা না করে ঘরে আনুন আজই। এখন কথা হচ্ছে কোথায় পাওয়া যাবে এসির এই দুর্দান্ত অফারটি?
এলজি এসির দুর্দান্ত অফার কোথায় পাবেন?
এলজির এসিতে এই দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে জনপ্রিয় অনলাইন শপিং মাধ্যম ফ্লিপকার্টে। যদি আপনি এসি কিনতে চান তাহলে দুর্দান্ত অফারে আজই ঘরে আনুন এলজির 3 স্টার স্প্লিট ডুয়াল কনভার্টার এয়ার কন্ডিশনার। অনলাইনে অর্ডার করলে মোটামুটি এক সপ্তাহের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। তাই যদি আপনি এই অত্যাধিক গরমে এয়ার কন্ডিশনার কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে একবার ঢুঁ মারতে পারেন ফ্লিপকার্ট-এ।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।