সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বাঙালির প্রিয় স্বর্ণ ধাতু (Gold Price)। গত কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী যার দাম। উৎসব থেকে পারিবারিক অনুষ্ঠান সেনার আদান প্রদান বাঙালির ঐতিহ্য। কিন্তু, ধাতুর ঊর্ধ্বমুখী দাম চিন্তার কারণ হচ্ছে সবারই। সোনার দাম (Gold Price) বৃদ্ধি নিয়ে লেখালেখি চলছে সর্বত্র। এরই মধ্যে সোনার দাম (Gold Price) নিয়ে বিরাট খবর।একলাফে কমলো হলুদ ধাতুর দাম। এদিন এক ভরি সোনার দাম কত? (Gold Price Tolay) জানলে অবাক হবেন সবাই।
সামনে অক্ষয় তৃতীয়া। উৎসবের মরশুমে সোনার কেনাবেচা বাড়বে। অনেকেই মনে করেন অক্ষয় তৃতীয়া সোনা কেনা শুভ। অল্প হলেও বেশ কিছু মানুষ সেদিন সোনা কিনবেন। তাছাড়া বৈশাখ মাসে বিবাহ অনুষ্ঠান থাকায় সোনার চাহিদা উপরের দিকে। ফলে সপ্তাহের শুরুতে সোনার দামে নজর ছিল সবারই। তবে স্বর্ণ ধাতু হতাশ করেনি। সপ্তাহের শুরুতেই সোনার দাম কমলো। যার কারনে মুখে হাসি ফুটেছে আমজনতার। অক্ষয় তৃতীয়ার আগে ঘরে সোনা কিনে রাখতেই পারেন।
শুধুমাত্র শখে কিংবা ঐতিহ্যের কারণে সোনা কেনা নয়, বিনিয়োগের জন্যও সোনা ও রুপোর প্রতি আকর্ষণ থাকে সবার। এই দুই ধাতু সম্পদ রূপে শুধু নয় বিনিয়োগের ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ। প্রায়দিনই সোনার দামে ওঠাপড়া লেগে থাকে। সোনার সঙ্গে রুপোর দামের প্রতিও নজর থাকে সবার। কখনো এই দুই ধাতুর দাম বাড়ছে, কখনো কমছে। বিগত কয়েকদিন যে হারে ধাতুর দাম বেড়েছে, তাতে জনসাধারণের কপালে ভাঁজ করতে বাধ্য। পকেটের টান উপেক্ষা করে সোনা কিনেছেন কেউ কেউ। তবে মনেপ্রানে সবাই চাইছেন হলুদ ধাতুর দাম এবার কমুক। সেই ডাক শুনে সোনার দামের পারদ নামলো। সপ্তাহের শুরুতে মুখে হাসি ফোটালো সকলের প্রিয় সোনা। সোনার দামে হেরফের একটু হলেও স্বস্তির কারণ হলো সবার।
এদিন সোমবার ৬ মে সোনার দাম কিছুটা কমেছে। সোনার পাশাপাশি দাম কমেছে রূপোর। গতকাল রবিবার ৫ মে যেখানে ১ কেজি রুপোর দাম ছিল ৮৩০০০ টাকা, সেখানে আজ সোমবার ৬ মে সম পরিমাণের রুপোর দাম কমে হয়েছে ৮২৯০০ টাকা।সোনার দামের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে নজরকাড়া পরিবর্তন।
রবিবার ৫ মে, ২২ ক্যারাট সোনার দাম দাম ছিল ৬৫৮৫০ টাকা৷ আজ আমরা পরের দিন সোমবার ৬ মে সম পরিমাণ সোনার দাম কিছুটা কমে হয়েছে ৬৫৮৪০ টাকা ৷ প্রচুর লক্ষণীয় না হলেও কিছুটা হলেও কমেছে সোনার দাম। তবে সোনা এখনো হাতছানি দিচ্ছে দূর থেকেই। ৫ মে রবিবার ১০ গ্রাম বা ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৭১৮৩০ টাকা। ঠিক পরের দিন সোমবার ১০ গ্রাম বা ২৪ ক্যারেট সোনার দাম হয়ে দাঁড়ালো সোনার দাম কমে হয়েছে ৭১৮২০ টাকা৷
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।