সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: কলকাতা (Kolkata) শহরের জনপ্রিয় জায়গা কলকাতা ময়দান (Kolkata Maidan)। আর সেখানেই কিনা প্রতিদিন জমা হচ্ছে রাশি রাশি আবর্জনা। কেউ নিছক ঘুরতে আসছেন তো কেউ পিকনিক করতে তাঁদের ছেড়ে যাওয়া ময়লা, আবর্জনায় ভরে রয়েছে ময়দান চত্বর। তবে এবার এক অভিনব প্রয়াসের সাক্ষী থাকল শহর কলকাতা।

পরিকল্পনা মাফিক ময়দান পরিষ্কার কর্মসূচি। সকাল থেকে বেলা গড়িয়ে গেলেও নানান বয়সীদের হাতে হাতে ময়দান পরিষ্কার কর্মসূচি সত্যিই চোখে পড়ার মত। ময়দান পরিষ্কার করার পর ময়দানে তোলা ছবি দিয়েই সুন্দর প্রদর্শনী। আর এই দৃশ্য দেখে এগিয়ে আসছেন অনেকেই। যারা আগে এসেছেন কিংবা আগামী দিনে আসবেন, তাঁদের শুভেচ্ছা। আরও স্বচ্ছ হোক কলকাতা, আরও স্বচ্ছ হোক ময়দান। সকলের হাতে হাত মিলিয়ে সেজে উঠুক কল্লোলিনী।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।