Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের (West Bengal) ছাত্র ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক (HS)। দুই বোর্ড পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণের সহায়ক। চলতি বছর ভোটের জন্য এগিয়ে আসে পরীক্ষা। ফেব্রুয়ারি মাসের মধ্যে মাধ্যমিক (Madhya Exam 2024) ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2024) সম্পন্ন হয়েছিল। তারপর থেকে রেজাল্ট প্রকাশ নিয়ে জল্পনা কল্পনা চলছেই। অবশেষে নির্ঘণ্ট জারি করল বোর্ড। মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2024)। নিয়মানুসারে, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Result 2024) ফলপ্রকাশ হবে।

কবে প্রকাশ পেতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল? (Madhyamik & HS Result Date 2024)

অবশেষে অপেক্ষার প্রহর গোণা ফুরালো। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে মে মাসের ২ তারিখে। প্রতিবছরের রীতি মেনে ‌উক্ত দিন সকালে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে মেধাতালিকা। রাজ্যে সামগ্রিক মাধ্যমিক পাশের হার ইত্যাদি ঘোষণা করা হবে।ফলপ্রকাশের দিনেই মার্কশিট হাতে পাবেন ছাত্র-ছাত্রীরা। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে। মে মাসের ৮ তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করবে উচ্চ শিক্ষা সংসদ। ঐদিন অনলাইনে দেখা যাবে রেজাল্ট। ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে হাতে মার্কশিট পাবেন ছাত্র -ছাত্রীরা।‌ বলাই বাহুল্য পরীক্ষা শেষের পর থেকে চিন্তায় ছিলেন অসংখ্য পরীক্ষার্থী ও অভিভাবকেরা। অবশেষে ফলপ্রকাশ-এর দিনক্ষণ ঘোষণা হতে, কিছুটা স্বস্তির বাতাবরণ রাজ্যে। ‌

আরো পড়ুন  Weather Report: দাবদাহের জ্বালা! বঙ্গে বৃষ্টি নামবে কবে? লাখ টাকার প্রশ্ন…

লোকসভা ভোটের কারণে চলতি বছরে ‌এগিয়ে এসেছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুই পরীক্ষা। ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হয়েছিল‌ মাধ্যমিক, শেষ হয় ফেব্রুয়ারির ১২ তারিখ নাগাদ। চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল মোট ৯ লক্ষ ২৩ হাজার ১৩ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২৭৬৫ টি। প্রতিবছরের মতো এবছরও মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেজায় কড়াকড়ি চলেছিল রাজ্যে। পরীক্ষা শুরুর আগেই পর্ষদের তরফে নিয়ম জারি করা হয়, পরীক্ষার সময়সীমা এগিয়ে আসবে। নতুন নিয়মে সকাল ৯:৪৫ মিনিট থেকে শুরু হয়েছিল পরীক্ষা, যা শেষ হয় বেলা ১:০০ টা নাগাদ।‌

অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ থেকে শেষ হয় ফেব্রুয়ারি ২৯ তারিখ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার ২২১ জন। মাধ্যমিক-এর মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৯ টা বেজে ৪৫ মিনিট থেকে। পরীক্ষা শেষ হয় বেলা ১ টা নাগাদ। গোটা রাজ্য জুড়ে নিশ্চিন্ত নিরাপত্তায় আয়োজিত হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার পর থেকে রেজাল্ট জানার অপেক্ষায় ছিলেন সকল পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে আভাস দেওয়া হয়েছিল যে, মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে। রেজাল্ট ছাপানোর কাজও প্রায় শেষ। অনলাইনে নাম্বার আপলোড করে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা।আপাতত রাজ্যের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল পর্ষদ। রাজ্যের তরফে সংকেত আসলে ফলপ্রকাশের নির্ঘণ্ট জারি করা হলো। একই মত ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরও। মে মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে প্রথম থেকেই টার্গেট নিয়েছিল দুই বোর্ড। কথামত হলো কাজ। মে মাসের মধ্যেই পরীক্ষার রেজাল্ট হাতে পেতে চলেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।

আরো পড়ুন  WB Recruitment 2024: শুধুমাত্র মাধ্যমিক পাশে রাজ্য সরকারি চাকরি! প্রতিমাসে বেতন ৯ হাজার টাকা, শুরু হল আবেদন গ্রহণ

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।