সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: সাইবার প্রতারণার (Cyber Crime) ফাঁদ পাতা সর্বত্র। প্রতিদিন নিত্য নতুন টেকনিকের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে চলেছে সাইবার প্রতারকেরা (Cyber Fraud)। আট থেকে আশি প্রতারণার শিকার (Cyber Fraud Victim) সমস্ত বয়সীরাই। কাউকেই ছাড়ছে না প্রতারকেরা (Fraud)! সাইবার জালিয়াতির (Cyber Fraud) কারণে অতিষ্ঠ সারা বিশ্ব। প্রত্যেকটা বা ফেলতে হচ্ছে অনেক বুঝে বুঝে। একবার এদিক থেকে ওদিক হলেই প্রতারকেদের ফাঁদে পা পড়বে! তবুও মানুষ এখন অনেক সচেতন। তা সত্ত্বেও জালিয়াতির নতুন রাস্তা খোলা হচ্ছে ক্ষণে ক্ষণে! সম্প্রতি সারা শহর একটি নতুন সাইবার প্রতারণার (Cyber Fraud) শিকার। এবার অ্যাপের মাধ্যমে ফাঁদ পেতেছে জালিয়াতেরা (New Cyber Fraud Technic)।
অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাধ্যমে পাতা হচ্ছে ফাঁদ!
সম্প্রতি বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে শহর কলকাতায় এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। ঘটনাটি ঘটছে এরকম যে, প্রতারকেরা মূলত টার্গেট করছে শহরের প্রবীণ নাগরিকদের। তবে অন্যান্য বয়সীরাও রয়েছেন সাইবার প্রতারকদের টার্গেটে। প্রতারকেরা বেছে বেছে নাগরিকদের এক ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য নানান আছিলায় বাধ্য করছে। যেই প্রতারকের কথা শুনে নাগরিক অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন, সঙ্গে সঙ্গেই মোবাইল-সহ ডিভাইসের অ্যাক্সেস সম্পূর্ণরূপে নিয়ে নিচ্ছে প্রতারকেরা। অ্যাপগুলো ডাউনলোড করতে বলা হচ্ছে কোন ওটিপি বা ইনফর্মেশন না চেয়েই। ফলে বিশ্বাস করে প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন অনেকেই।
‘মিরর অ্যাপের’ মাধ্যমে পাতা হচ্ছে ফাঁদ!
প্রধানত যে অ্যাপের মাধ্যমে জালিয়াতি চালানো হচ্ছে, তাকে বলা হচ্ছে ‘মিরর অ্যাপ্লিকেশন’। এই অ্যাপ্লিকেশন যখনই আপনার ফোন অথবা অন্য কোনো ডিভাইসে ডাউনলোড করা হবে তখনই সেই অ্যাপটি আপনার ডিভাইসের মধ্যে প্রবেশ করে আয়নার মতো কাজ করবে। উদাহরণস্বরূপ বলা যায়, এনি ডেস্ক, টিম ভিউয়ার এবং মিঙ্গল ডেস্ক। এই ধরনেরগ অ্যাপগুলি কোনভাবে যদি মোবাইল অথবা কোন ডিভাইসে ইনস্টল করা হয় তবে প্রযুক্তি সেই মোবাইল বাপ ডিভাইসের সম্পূর্ণ অ্যাক্সেস প্রতারকেরদের হাতে তুলে দেয়। এরপর একজন ব্যবহারকারী নিজের ডিভাইসে যা কাজ করবে, তার সম্পূর্ণ খোঁজ পেয়ে যাবে অপর প্রান্তে বসে থাকা সাইবার প্রতারকেরা।
প্রধানত এই অ্যাপ্লিকেশনগুলি মানুষের সমস্যা সমাধানের কারণে প্রস্তুত করা হলেও, বর্তমানে এই অ্যাপ্লিকেশন গুলিকে হাতিয়ার করে সাধারণ মানুষের বিপদ ডেকে আনছে প্রতারকেরা। ফলে সাবধান হওয়া দরকার রয়েছে সবারই।
প্রতারণার হাত থেকে বাঁচবেন কিভাবে?
সবার আগে আপনাকে সতর্ক হতে হবে। নিজের ডিভাইসে মিরর অ্যাপ্লিকেশনের মত অচেনা অ্যাপ ডাউনলোড করবেন না। আর যদি কোন ভাবে ডাউনলোড করেও থাকেন, তাহলে চেষ্টা করুন অ্যাপ্লিকেশনের অ্যালাউ এক্সেসে প্রত্যেকটি অপশন না করে দিতে হবে। সাধারণত কোন অ্যাপ ডাউনলোড করতে আমাদের নানান পারমিশন চাওয়া হয়। আপনি যদি এখনো মিরর অ্যাপটি ডাউনলোড করে থাকেন, তবে পারমিশনগুলি অবশ্যই নো করে দিন। এই ঘটনা থেকে প্রত্যেকের সচেতন হওয়ার দরকার রয়েছে। কোন কারনে যদি আপনি জালিয়াতির শিকার হয়ে থাকেন, তাহলে সাইবার দপ্তর অথবা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।