Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ার যুগে জালিয়াতির ছক পাতা রয়েছে সর্বত্র। একটু বেচাল হলেই প্রতারণা শিকার (Cyber Fraud) হতে হবে। টেলিকম দপ্তর থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে, যাতে অচেনা নম্বর থেকে আসা লিংক, মেসেজে ক্লিক না করেন। মাঝেমধ্যেই নিত্য নতুন পদ্ধতিতে জালিয়াতির পন্থা আনছে প্রতারকেরা। সেইসব জালিয়াতির হাত থেকে মুক্তি পাওয়াও দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে।‌ সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার (Social Media Fraud) মাধ্যমে হোয়াটসঅ্যাপকে (WhatsApp) টার্গেট করেছে প্রতারকরা। হোয়াটসঅ্যাপে উড়ে আসছে অচেনা নম্বর থেকে ভুয়ো কল। এইসব নম্বর থেকে আসা কল ধরতে নিষেধ করছে কেন্দ্র (WhatsApp Fraud)। অবশ্যই জানতে হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।

প্রধানত সোশ্যাল মিডিয়া মাধ্যম গুলিকেই টার্গেট করে সাইবার প্রতারকেরা। ইউজারদের লোভ দেখিয়ে পাঠানো হয় বিভিন্ন ভুয়ো লিংক। সেই লিংকে ক্লিক করলেই নিমেষে ব্যাংক অ্যাকাউন্ট-এর অ্যাক্সেস নিয়ে নেয় প্রতারকেরা। এর আগে এরকম বহু অভিযোগ জমা পড়ায় সাইবার বিশেষজ্ঞেরা ব্যবহারকারীদের সতর্ক করেছেন এই ধরনের অচেনা লিংকে ক্লিক না করতে। এই সতর্কবার্তা শুনে বর্তমানে অনেকটাই সতর্ক হয়েছে সাধারণ মানুষ। তবে এরই মধ্যে প্রতারকেরা ফাঁদ পাতছে নিত্য নতুন।

সম্প্রতি এমনই একটি নতুন অভিযোগ সামনে আসছে। জনপ্রিয় সোশ্যাল মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী দের সতর্ক করল টেলিকমিউনিকেশন বিভাগ (ডিওটি)। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। গুরুতর অভিযোগ উঠছে যে, হোয়াটসঅ্যাপে কল করে রীতিমতো হুমকি দিচ্ছে প্রতারকেরা। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে ইউজারদের ডিওটি জানিয়েছে, টে রেলিকমিউনিকেশন বিভাগের নাম করেই ব্যবহারকারীদের ফোন করছে সাইবার জালিয়াতরা। আপনার কাছেও যদি এরকম ফোন দিয়ে থাকে, তবে সরাসরি অভিযোগ জানানোর জন্য নির্দেশ দিয়েছে টেলিকমিউনিকেশন বিভাগ।

আরো পড়ুন  Sohini Sarkar: পয়লা বৈশাখে 'একলা' সোহিনী! শোভনের সঙ্গে বিয়ের পিঁড়িতে কবে? অবশেষে ফাঁস করলেন তিনি

ভুয়ো ফোন কলে কি বলা হচ্ছে?

হোয়াটসঅ্যাপে কল করে প্রতারকেরা বলছে, সেই গ্রাহকের নম্বর বেআইনি কাজে ব্যবহার করা হচ্ছে। যার দরুন গ্রাহকের পরিষেবা বন্ধ করা হবে। এর পাশাপাশি বলা হচ্ছে, গ্রাহকের বিরুদ্ধে কাগজপত্র এসেছে তাদের হাতে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে সরকারি আধিকারিক বলে দাবি করছে। গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতানো, আর্থিক প্রতারণার সুযোগ খুঁজছে প্রতারকরা।

কোন নম্বর থেকে আসছে এই ধরনের ভুয়ো কল?

হোয়াটসঅ্যাপে কোন নম্বর থেকে এই ধরনের জালিয়াতি কল আসছে, সে বিষয়েও নির্দেশিকায় উল্লেখ করেছে ডিওটি। নির্দেশিকায় বলা হয়েছে, ‘৯২’ নম্বর থেকে এই ধরনের কল আসছে। তাই এই নম্বর দিয়ে আসা কল ধরতে নিষেধ করা হয়েছে ইউজারদের। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিকমিউনিকেশন বিভাগ গ্রাহকদের ফোন করার জন্য নিয়োগ করেনা। তাই ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ইউজাররা অবশ্যই দুবার ভাবুন।

এই ধরনের প্রতারণামূলক কল এলে কি করবেন?

ডিওটির তরফে গ্রাহকদের বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে এরকম জালিয়াতি কল এলে ‘সঞ্চারসাথি’ পোর্টালে অভিযোগ দায়ের করুন। পোর্টালে ভিজিট করে ‘নো ইওর মোবাইল কানেকশন’-এ ভিজিট করে নিজের মোবাইল পরিষেবা সম্পর্কে জানাতে পারেন।‌ এছাড়া গ্রাহক ১৯৩০ সাইবার অপরাধ সংক্রান্ত হেল্পলাইন নম্বরে কল করে নিজেদের অভিযোগ নথিভুক্ত করতে পারেন।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।