Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: আমাদের হাতের পাতায় (Palmistry) নানান ধরনের রেখা থাকে। মনে করা হয়, হাতের পাতার রেখা আমাদের ভাগ্য নির্ধারণ করে। কথাটা কতকটা সত্যিও। অনেকের হাতেই এমন অনেক রেখার বিচার (Chiromancy) করে তাদের ভাগ্য নির্ধারণ করা সম্ভব হয়েছে। এই পৃথিবীতে সুখ, সমৃদ্ধি কে না চান! রাজভাগ্যে ধন বৃষ্টি হোক তা সবারই স্বপ্ন। যদিও তা অসম্ভব নয়, যদি আপনার হাতে থাকে এই রেখা। আমাদের পৃথিবীতে অনেকের হাতেই মঙ্গলরেখা (Mongol Rekha) রয়েছে যাদের হাতে এই রেখা রয়েছে তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি সর্বদা সঙ্গী হয়ে থাকে। সৌভাগ্য উপচে পড়ে, রাজভাগ্যে হন কোটিপতি।

হস্তরেখা শাস্ত্র বলে, আমাদের হাতের রেখা ভাগ্য নির্ধারণ করে। হাতের রেখায় যদি শুভ চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তি জীবনে অফুরান সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারেন। আমাদের হাতের রেখা বিচার করে ভবিষ্যৎ গণনা নতুন নয়। বহু যুগ ধরেই এই বিশ্বাস চলে আসছে। হাতের রেখা বিচার করে বহু মানুষের ভবিষ্যতের সঠিক বিচার করা সম্ভব হয়েছে। তবে সবটাই নির্ভর করে মানুষের বিশ্বাস -অবিশ্বাসের উপরে। হাতের পাতায় থাকা শুভ‌ রেখা আমাদের ভাগ্যে যেমন সমৃদ্ধি নিয়ে আসে, তেমনই হাতের পাতায় থাকা অশুভ রেখা জীবনে সমস্যা নিয়ে আসতে পারে। তবে আজ আমরা আলোচনা করবো হাতের পাতায় থাকার শুভরেখা মঙ্গলরেখা সম্বন্ধে। আপনার হাতেও যদি এই রেখা থাকে ‌তবে সুখ ও সমৃদ্ধি আপনার সঙ্গেই থাকবে।

আরো পড়ুন  Horoscope Update: চাকরি, ব্যবসায় চোখধাঁধানো উন্নতি এই রাশির জাতকদের! এই রাশির জাতকদের চলতে হবে সতর্ক হয়ে! জেনে নিন আপনার জন্য কি আছে…

মঙ্গলরেখার অবস্থান ঠিক কোথায়?

আমাদের হাতের পাতায় জীবন রেখার ঠিক কাছে থাকে মঙ্গলরেখা। হস্তরেখাবিদরা বলেন, এই রেখা শুক্রের পর্বতের দিকে প্রসারিত হয়। একজনের হাতের পাতায় একাধিক মঙ্গল রেখা থাকতে পারে।‌ মঙ্গলরেখা যত গাঢ় ও গভীর হয়, জাতক তত বেশি শক্তিশালী মানুষ হন। জাতকের হাতের মঙ্গলরেখা ও তার উপকারিতা সারা জীবন ধরে লক্ষ্য করা যায়।

মঙ্গলেরেখার কাছে যদি মাছের মত চিহ্ন থাকে, তবে সেটিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। সেই জাতক জীবনে যা কামনা করেন তাই লাভ করেন। শত্রুদের হারিয়ে নিজের জীবনে এগিয়ে চলেন তাঁরা।

মঙ্গলরেখার কি কি উপকারিতা রয়েছে?

যাদের হাতে এই মঙ্গলরেখা রয়েছে, তারা জীবনে অনেক বেশি শক্তিশালী হন এবং যেকোন কাজে কখনো হাল ছাড়তে রাজি থাকেন না। চাকরি হোক কি ব্যবসা, সমস্ত ক্ষেত্রেই তাঁরা উন্নতি করেন, জীবনে অনেক কিছু উপার্জনের পথ খুঁজে নিতে পারেন। দ্বিতীয়ত, হাতে মঙ্গলরেখা থাকলে জাতক সারা জীবনে রাজভাগ্য লাভ করেন। তাঁরা জীবনে প্রভুত উন্নতি করেন, জীবনে বিলাসিতার কোন অভাব ঘটে না। প্রচুর সম্পত্তি করে কোটিপতি হন। তৃতীয়ত, হাতের পাতায় মঙ্গলরেখা থাকলে সেই ব্যক্তি ব্যক্তিগত জীবনের সুখ লাভ করেন। ব্যক্তির প্রেম জীবন সুখের হয়। তারা ভালোবেসে বিবাহ করেন।

প্রসঙ্গত, হস্তরেখা সংক্রান্ত বিষয় গুলি সাতকাহন প্লাসের নিজস্ব বক্তব্য নয়। এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করুন।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরো পড়ুন  Akshaya Tritiya 2024: আজ 'অক্ষয় তৃতীয়া'র দিন কী কেনা শুভ? কোন জিনিসগুলি খবরদার কিনবেন না? জানতে হবে অবশ্যই

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।