Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবির (PNB) গ্রাহক সংখ্যা এদেশে কম নয়। হাজার হাজার গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কে। অন্যান্য ব্যাংকগুলির মতোই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক‌ তাঁর গ্রাহকদের জন্য নানান সুযোগ সুবিধার‌ বন্দোবস্ত করে। আবার, গ্রাহকদের যাতে কোথাও অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখে ব্যাংক কর্তৃপক্ষ। কোন নতুন নিয়ম জারি হলে অথবা কোন তথ্য আপডেট করার থাকলে, গ্রাহকদের বার্তা পাঠানো হয় ব্যাংকের তরফে। সম্প্রতি পিএনবির গ্রাহকদের কাছে একটি নির্দিষ্ট বার্তা পৌঁছেছে। সময়ের মধ্যে এই কাজটি সেরে ফেলার জন্য অনুরোধ জানানো হয়েছে গ্রাহকদের। যদি তা না করেন, তবে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন, অ্যাকাউন্ট ফিজ হতে পারে, অ্যাকাউন্টটি চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দেশের সমস্ত ব্যাংকের নির্দেশ পাঠিয়েছে, গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার। কেওয়াইসি নিয়ে বিশেষ তৎপরতা নেওয়া হচ্ছে দেশজুড়েই। কেওয়াইসি হলো গ্রাহকদের তথ্য যাকে ইংরেজি পরিভাষায় বলা যায় ‘Know Your Customer’। পিএনবিতে (PNB) অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের কেওয়াইসি (KYC) আপডেটের জন্য অনেকদিন ধরেই সতর্ক করছে ব্যাংক। সম্প্রতি ব্যাঙ্কের তরফে কেওয়াইসি করার লাস্ট ডেট ঠিক করে দেওয়া হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে কি নির্দেশ বানানো হয়েছে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এর নির্দেশ মেনে চলছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আরবিআই এর নির্দেশিকা অনুসারে পিএনবির সকল গ্রাহক যেন তাদের কেওয়াইসি আপডেট করে নেন আগামী ১৯ মার্চের মধ্যে। অর্থাৎ আর হাতে রইলো এক দিন। এই তারিখের মধ্যে সকল বিএনপি গ্রাহককে নিজেদেরকে আপডেট করে নিতে হবে। নচেৎ পরে সমস্যায় পড়বেন এমনকি অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টটি পুনরায় চালু করায় জটিলতা রয়েছে। আর যদি কেওয়াইসি আপডেট করা থাকে তবে গ্রাহকরা সব সময় সঠিক তথ্য পাবেন, ও সুযোগ সুবিধাও পাবেন।

আরো পড়ুন  Bank Notice: এক মাসের মধ্যে বন্ধ হবে লক্ষ লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট! জানিয়ে দিল ব্যাংক! অ্যাকাউন্ট বন্ধ হওয়া থেকে বাঁচাবেন কিভাবে?

প্রসঙ্গত, পিএনবি অনেকদিন ধরেই তার গ্রাহকদের কেওআইসি আপডেটের এর জন্য জোর দিয়ে এসেছে। কিন্তু অনেকেই আছেন যারা ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিজেদের কেওয়াইসি আপডেট করেননি। এবার তাদের প্রতি কড়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। গ্রাহকরা যদি উক্ত তারিখের মধ্যে তাদের কেওয়াইসি আপডেট না করেন তাই পদক্ষেপ নেবে ব্যাংক কর্তৃপক্ষ।

KYC আপডেটের জন্য কী করতে হবে?

গ্রাহকরা তাদের কেওয়াইসি আপডেট করার জন্য সশরীরে ব্যাংকে শাখায় যাবেন। সেখান থেকে কেওয়াইসি ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন, তার সঙ্গে যে যেটা ডকুমেন্ট জমা দিতে হবে সেগুলি জমা দেবেন। খেয়াল রাখতে হবে কাজটি সারতে হবে আগামীকাল ১৯ মার্চের মধ্যে।

অনলাইনে KYC আপডেট করবেন কিভাবে?

যে সমস্ত গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট পিএনবিতে রয়েছে অথচ তাদের পক্ষে ব্যাংকের শাখায় গিয়ে কেওয়াইসি আপডেট করা অসুবিধার, তারা বাড়ি বসে অনলাইনে কেওয়াইসি আপডেট প্রক্রিয়াটি সেরে নিন। সেক্ষেত্রে একইভাবে ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে।‌ সঙ্গে যে যে ডকুমেন্ট লাগে সেগুলোও জমা দিতে হবে। শুধুমাত্র গোটা প্রক্রিয়াটি পরিচালিত হবে অনলাইন মাধ্যমে।

 

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।