সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: মার্চের শেষের দিক থেকেই দফায় দফায় বাড়ছিল তাপমাত্রা। মার্চ কাটিয়ে এপ্রিল আসতে রীতিমতো ছক্কা হাঁকিয়েছে তাপমাত্রার পারদ (Tempareture Rising In WB)। একলাফে বেড়েছে তাপমাত্রা, পেরিয়ে গিয়েছে যুগের রেকর্ড। তবে যে শুধু তাপমাত্রা বেড়েছে তা নয়। পশ্চিমবঙ্গের গরম শুষ্ক থেকে শুষ্কতর হচ্ছে। দীর্ঘ বৃষ্টিহীনতায় ভুগছে গোটা দক্ষিণবঙ্গ। বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে জলীয় বাষ্প বাড়ছে বাতাসে। ধীরে ধীরে কমবে টেম্পারেচার। বৃষ্টি নামবে বঙ্গে। শনিবার থেকেই আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। জানা যাচ্ছে, এবার অন্তত ধেয়ে আস্তে চলেছে বৃষ্টি-ঝড় (Rain Forecast In Bengal)। কিন্তু সেটা কবে? এই একটা প্রশ্নে থমকে রয়েছে দক্ষিণবঙ্গের বাতাস।
শনিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা তুলনায় কম ছিল। বিগত কয়েকদিন দশটা পেরোতেই যেভাবে তাপ প্রবাহের দাপট বেড়েছিল, এদিন শনিবার তার দাপট কিছুটা কম। আজ সকাল থেকেই সূর্যের তাপ কম ছিল। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, দুই মেদিনীপুর ও দুই বর্ধমান ও মুর্শিদাবাদে এতদিন জারি ছিল হলুদ সতর্কতা। শনিবার বিকেল থেকে হালকা হাওয়া, অস্বস্তিকর গরম কিছুটা লাঘব করেছে।
পারদের নিম্নমুখীতা যেরকম স্বস্তির কারণ হয়েছে ঠিক তেমনই বৃষ্টিপাতের খবর বাংলার মুখে হাসি ফুটিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। জলীয় বাষ্পের অনুপ্রবেশ বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনাকে জোরালো করছে। আগামী কাল রবিবার পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই দিনাজপুর-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা তীব্র। শুধুমাত্র বৃষ্টিপাত নয়, সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হতে পারে বলে খবর।
সোমবার থেকে রাজ্যের সমস্ত জেলায় ক্রমশ বাড়বে হাওয়ার দাপট। পশ্চিমা বাতাসের প্রভাব কমবে, জায়গা নেবে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর দাপট। এদিকে উষ্ণতা এবং জলীয় বাষ্পের সংঘাতে আকাশে মেঘ তৈরি হতে পারে। সেই মেঘ তাপপ্রবাহের ছক্কা হাঁকানো কমাতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে আগামী দিনের তাপমাত্রার প্রভাব কিরকম হতে চলেছে তা এখনই বলা সম্ভব নয়। এমনও আশংকা সামনে আসছে যে, কয়েকের বৃষ্টির স্বস্তির পর আবারও বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ মে মাস জুড়ে চলতে পারে গরমের খেলা।
তবে আপাতত সাময়িক স্বস্তির আশায় বঙ্গবাসী। আবহাওয়া পরিস্থিতি কি বলছে? আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকে হাওয়ার পরিস্থিতি বদলাবে। সোম এবং মঙ্গলবার বৃষ্টিপাত হবে রাজ্যের বিভিন্ন জেলায়। যে বৃষ্টির অপেক্ষায় প্রহর কাটাচ্ছেন বঙ্গবাসী।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।