Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: ঘুরতে যেতে কে না ভালবাসেন। প্রকৃতির কোলে দিন কাটানোর জন্য নিশ্চিন্ত নিভৃতবাস খোঁজেন সবাই। দৈনন্দিন কাজ থেকে ছুটি নিয়ে একটু খোলা হাওয়া, আর কি চাই! কিন্তু প্রকৃতির সঙ্গে যদি মেলে ইতিহাসের ছোঁয়া? তাহলে মন্দই বা কি! আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে তেমনই একটি টুরিস্ট ডেস্টিনেশন। বিশ্বের প্রাচীনতম রিসর্ট নাকি গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গের বুকেই! ঘুরে আসবেন? তবে তার আগে জেনে নিন ঠিকানাটি।


শৈলশহর দার্জিলিং থেকে মাত্র কুড়ি মিনিটের দূরত্বে অবস্থিত রিসর্টটির নাম ‘Singtam Tea Estate Resort’। বসন্তে বেড়ানোর জন্য এ রিসর্ট বেশ উপযুক্ত। এই সময় আবহাওয়া থাকে অত্যন্ত মনোরম। তবে গায়ে হালকা কম্বল মুড়লেই আসবে সুন্দর একটা ঘুম। এখানকার বাংলোগুলো একদম প্রাচীন সাহেবিক কায়দায় নির্মিত। শীতে ব্যবহৃত হয় ফায়ারপ্লেস। এক একটি রুমের আকার প্রায় ১০০ ফুট। বলাইবাহুল্য বিরাট রুমে হাত পা ছড়িয়ে থাকতে পারবেন পর্যটক।

ভিক্টোরিয়ান আর্কিটেকচারে ১৮৬২ সালে তৈরি হয়েছে রিসর্টটি। যখন এটি নির্মিত হয়েছিল, তখন রিসর্টের ধারণা সেরকমভাবে প্রচলিত ছিল না। তারপর কালের প্রবাহে ‌অনেক আধুনিক রিসর্ট তৈরি হলেও ইতিহাস ও প্রকৃতিকে মুড়ে আজও স্বমহিমায় বিরাজমান ‘Singtam Tea Estate Resort’।‌ প্রায় তিন একর এলাকা নিয়ে নির্মিত এই রিসর্ট। বাংলোর চারিদিকে ছোট ছোট চা বাগান।

সাহেবি কায়দার বিলাসবহুল বাংলার আশপাশে প্রাকৃতিক দৃশ্য নয়নাভিরাম। খুঁজে পাওয়া যায় মেঘের বাড়ি, সঙ্গে সবুজ চা পাতার অপূর্ব গান। কাঞ্চনজঙ্ঘাও হাতছানি দেয় দূর থেকে। দু-এক দিনের সুন্দর ছুটি কাটাতে চাইলে অবশ্যই আপনার গন্তব্য হোক ‘Singtam Tea Estate Resort’।

আরো পড়ুন  Taki Rajbari: পর্যটকদের জন্য খুলে গেল টাকি রাজবাড়ির দরজা। ইছামতীতে নৌকোবিহার,‌ দুপুরে লোভনীয় পদের রান্না! আপনিও যাচ্ছেন নাকি?

কিভাবে যাবেন?

দার্জিলিং অথবা শিলিগুড়ি হয়ে পৌছানো যায় রিসর্টে। দার্জিলিং থেকে গাড়ি ভাড়া পড়ে এক হাজার টাকার কাছাকাছি। আর শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া ৫ হাজার টাকা। তবে যদি নিজের গাড়ি নিয়ে যেতে চান, তবে ৫০০ টাকা পার্কিং ফি দিতে হবে।

এখানে থাকার খরচ কত?

এখানে থাকা-খাওয়া মিলিয়ে প্যাকেজ রয়েছে। প্যাকেজের খরচ ৭ থেকে ১১ হাজার টাকা। তবে ঘর ও দিন হিসেবে কমবেশি হতে পারে। ‍Singtam Tea Estate Resort -এর নিজস্ব ওয়েবসাইট আছে। ওয়েবসাইট মারফত বুকিং করে তবেই যাওয়া ভালো।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।