সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: এপ্রিলে পুড়ছে দক্ষিণবঙ্গ (Summer In West Bengal)। প্রবল তাপমাত্রায় কালঘাম ছুটছে বঙ্গবাসীর। একটানা গরমের প্রভাব কাটছে না। বিগত বছরে গরম থাকলেও এবারে যেন ঊর্ধ্বমুখী পারদ, অসহ্যকর তাপমাত্রায় হাঁহফাঁস দশা সবার। দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের (Heat Wave) সর্তকতা জারি হয়েছে। এরই মাঝে সাময়িক বৃষ্টি হতে পারে বলে খবর। তবে গরমের পরিস্থিতি (Summer) এখনই কাটছে না। আরো বেশ কিছুদিন ধরে গরমের অশান্তি ভুগতে হবে দক্ষিণবঙ্গের মানুষদের।
গত বছরেও তাপমাত্রা যথেষ্ট ভুগিয়েছিল দক্ষিণ বঙ্গের মানুষদের। তবে মাঝেমধ্যে কালবৈশাখী ঝড়-সহ সাময়িক বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের মানুষদের স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে এই বছর থেকে বৃষ্টির আনাগোনা প্রায় নেই। মার্চ থেকে ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি চলছে। অথচ এপ্রিলের কুড়ি তারিখ এসে গেলেও বৃষ্টিপাতের দেখা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এক পশলা বৃষ্টিপাতের খোঁজ না থাকায় তাপমাত্রা বৃদ্ধির প্রকোপে দাবদাহের যন্ত্রণায় ভুগছে দক্ষিণবঙ্গের মানুষ। কবে নামবে এক পশলা বৃষ্টি? সেই আশায় দিন গুনছেন সবাই।
গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ!
ইতোমধ্যে সামনে এসেছে চাঞ্চল্যকর খবর। জানা যাচ্ছে চলতি বছরে তাপমাত্রা পেরিয়ে গিয়েছে গত ৫০ বছরের রেকর্ড। এর আগে ১৯৮০ সালে এরকম একটানা তাপমাত্রা বৃদ্ধির প্রকোপ দেখা গিয়েছিল। ২০২৪ সালে ঠিক একই রকম ভাবে বৃষ্টিহীন বঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, আগামী এক সপ্তাহ তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে রাজ্য।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাত্রাতিরিক্ত হারে তাপমাত্রা বাড়ছে। ৪০, ৪১ ডিগ্রি তাপমাত্রা পার হয়ে যাচ্ছে অনায়াসে। কয়েকদিনের মধ্যেই ৪৫ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। কিছু কিছু জায়গায় ৪৫ ডিগ্রী ছুঁয়েছে পারদ। বঙ্গবাসীকে সতর্ক করা হয়েছে অত্যাধিক গরমে রোদ এড়িয়ে চলতে। দিন হোক বা রাত, অস্বস্তিকর গরমে অতিষ্ঠ হয়ে উঠছে সবাই। দক্ষিণবঙ্গের বাঁকুড়া শহরে তাপমাত্রা এতটাই চড়েছে যে, বিশ্বের উষ্ণতম শহরের তালিকায় নাম লিখিয়েছে বাঁকুড়া। ভারতের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে দক্ষিণবঙ্গের এই জেলা।
তাপপ্রবাহের মাঝে বৃষ্টির সম্ভাবনা!
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর। সোম ও মঙ্গলবার উড়িশা ও উপকূল সংলগ্ন তিন জেলায় বৃষ্টি হবে। যদিও হালকা বৃষ্টি হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।