সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে (West Bengal) এবছর রেকর্ড গরম। অত্যাধিক তাপমাত্রায় (Tempareture Rising in Bengal) পুড়ছে বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা পেরিয়ে যাচ্ছে অতীতের রেকর্ড। সকাল হতেই শুধু তাপপ্রবাহ, আর সন্ধ্যা নামতেই ভ্যাপসা গরম! ছুটি পড়ে গিয়েছে স্কুল, কলেজে। তবে গরম হোক কি ঠান্ডা বাঙালির পায়ের তলায় সর্ষে। গরমের ছুটিতে (Summer Vacation) বাড়িতে বসে সময় নষ্ট না করে অনেকেই পাড়ি জমাচ্ছেন উত্তরে। কিন্তু গরমের ছুটিতে দার্জিলিং (Darjeeling) মানেই বিরাট চাহিদা। মেলে না ট্রেনের টিকিট। আর চিন্তা নেই। টুরিস্টদের জন্য দুর্দান্ত পদক্ষেপ নিল ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railway)।
কথায় আছে বাঙালি মানে দিপুদা। এবছর গরমে প্রতিবছরের মত দার্জিলিং ও দীঘায় উপচে পড়ছে ভিড়। গরমের ছুটি কাটাতে সমুদ্র অথবা পাহাড় বেছে নিচ্ছেন আমজনতা। যদিও মেদিনীপুরে তাপপ্রবাহের কিছুটা রেশ পড়েছে। তবে পাহাড়ে এখনও আরামদায়ক আবহাওয়া বিরাজ করছে। ফলে উত্তরের টানে পাড়ি জমাচ্ছেন বহু মানুষ। স্বাভাবিকভাবেই গরমের ছুটিতে নিউ জলপাইগুড়ি স্টেশন ভিড়ে ঠাসা থাকে। ছুটি কাটাতে দার্জিলিং ও সংলগ্ন অঞ্চলে অসংখ্য মানুষ ভিড় করেন। তাই মাস দুই দিন আগে টিকিট কাটলেও উত্তরের ট্রেনে জায়গা পাওয়া মুশকিল।
একই পরিস্থিতি দীঘার ক্ষেত্রেও। এমনিতেই সারা বছর দীঘাতে ভিড় থাকে মানুষের। ছয় ঋতুতেই সমুদ্রের টানে ছুটে যান ভ্রমণ পিপাসুরা। গরমেও সমুদ্রের চাহিদা থাকে আকাশ ছোঁয়া। ভিড় জমে দীঘা, মন্দারমনি, সহ নানান সমুদ্র সৈকতে। বিশেষ করে বাড়ির কাছাকাছি হওয়ায় বহু মানুষের প্রথম পছন্দ থাকে সামুদ্রিক ভ্রমণ। ফলে দীঘাগামী বহু ট্রেনে জায়গা পাওয়া দুষ্কর হয়ে যায়। তবে এবার এই সমস্যা কিছুটা সমাধান হতে চলেছে। তার কারণ পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। নয় জোড়া নতুন ট্রেন চালু হচ্ছে এ বছরের গরমের ছুটিতে।
দীঘা ও দার্জিলিং এর জন্য নয় জোড়া স্পেশাল ট্রেন চালু হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তরফে। গোটা দক্ষিণবঙ্গের একাধিক স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছাড়বে ট্রেনগুলি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ ব্যস্তবহুল স্টেশন- হাওড়া, শিয়ালদা, ও কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি ও মেদিনীপুরের দিকে ছুটে চলবে বেশ কিছু স্পেশাল ট্রেন। যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তারা শীঘ্রই ইন্ডিয়ান রেলের সাম্প্রতিক ট্রেনের চার্টের দিকে নজর দিন। আর চটপট প্ল্যান করে টিকিট বুক করে নিন। তারপর আর কি? প্ল্যান করে রওনা দিন সুন্দর একটা সামার ভ্যাকেশন কাটাতে।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।