Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বর্তমানে ব্যবহৃত সোশ্যাল মিডিয়া (Social Media) প্লাটফর্মগুলির মধ্যে অন্যতম হলো হোয়াটসঅ্যাপ (Whatsapp) এবং ফেসবুক (Facebook)। এই দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ইউজার সংখ্যা সবচেয়ে বেশি। ফেসবুকের (Facebook) চাইতেও হোয়াটসঅ্যাপ (WhatsApp) কে বেশি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে মনে করেন গ্রাহকরা। চেনা জানা মানুষের মধ্যে বিরাজমান সোশ্যাল মিডিয়া (Social Media) অচিরেই জনপ্রিয়তা লাভ করেছে ইউজার মহলে। মাঝেমধ্যেই হোয়াটসঅ্যাপ তার গ্রাহকদের জন্য নিত্য নতুন ফিচার (WhatsApp New Feature) হাজির করে। সম্প্রতি খবর পাওয়া যাচ্ছে যে, আরও একটি নতুন ফিচার এনেছে এই অ্যাপ্লিকেশনটি।‌

চ্যাটিং ছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করেন গ্রাহক। বলা হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি বা ভিডিও পাঠালে সে‌ ছবির কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যায়। আর সে কারণে অনেকেই ডকুমেন্ট করে অথবা এইচডি কোয়ালিটিতে ছবি ভিডিও শেয়ার করতে পছন্দ করেন। গ্রাহকদের জন্য একটা ভালো সলিউশন নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।

WhatsApp-এ এল নতুন ফিচার!

হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে এতদিন ধরে এইচডি ছবি পাঠানোর ফিচারটি অনেক চালু ছিলই। তবে স্ট্যান্ডার্ড ছবির চাইতে এইচডি ছবির সাইজ প্রায় ছয়গুণ বেশি। তাই আপনি যখন HD কোয়ালিটি ছবি পাঠান, তখন অনেক বেশি ডাটা খরচ হয়। এতদিন এইচডি কোয়ালিটির ছবি পাঠাতে হলে গ্যালারি থেকে ছবি বেছে তাকে এইচডি কোয়ালিটি করে তবেই পাঠাতে পারতেন গ্রাহকরা। তবে এখন হোয়াটসঅ্যাপের এন্ড্রয়েড ইউজাররা পাচ্ছেন এক নতুন সুবিধা। হোয়াটসঅ্যাপ এপ্লিকেশন এন্ড্রয়েড ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন ফিচার। যে ফিচারে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডিফল্ট হিসেবে এইচডি কোয়ালিটির ছবি শেয়ার করতে পারছেন।

আরো পড়ুন  Sean Banerjee: "যেটা সবথেকে বেশি করতে ভালো লাগে সেটাই…" জন্মদিনে অভিনেতা শন ব্যানার্জীর জীবন জুড়ে শুধুই ‌'রোশনাই'

কিভাবে এই ফিচার ব্যবহার করতে পারবেন?

হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের অ্যান্ড্রয়েড লেটেস্ট বিটা আপডেট ভার্সান ২.২৩.৭.১৭- এ এই ফিচার লক্ষ্য করা যাবে। এখন বিটা টেস্টাররা এই সুবিধা উপভোগ করতে পারবেন। Whatsapp এর লেটেস্ট বিটা অ্যান্ড্রয়েড টেস্টাররা এমনিতেই এইচডি কোয়ালিটির ছবি শেয়ার করার সময় ডিফল্ট এইচডি ফিচার পাবেন। উচ্চ কোয়ালিটির ছবি অন্যকে শেয়ার করতে পারবেন। তবে জানা যাচ্ছে, আগামী দিনের সমস্ত whatsapp গ্রাহক এই সুবিধা পেতে চলেছেন। তাদের আর খাটুনি করে আলাদা করে ছবি বেছে নিয়ে তাকে আবার HD ভার্সন করে শেয়ার করতে হবে না।

হোয়াটসঅ্যাপে আসছে AI এডিটিং টুল!

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) প্রতি আগ্রহ দেখাচ্ছে গোটা বিশ্ব। এআই আসার পর থেকে প্রযুক্তির দুনিয়ায় বিপ্লব আছে চলেছে বলে মত ছিল বিশেষজ্ঞদের। আর এবার হোয়াটসঅ্যাপ আনতে চলেছে এআই এডিটিং টুল। যার দ্বারা একজন ব্যবহারকারী ছবি এডিট করতে পারবেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কাজ শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার পরিচিত হবে গ্রাহক মন্ডলীর মধ্যে।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।