Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বর্তমানে সাইবার প্রতারণার (Cyber Crime) হাত থেকে বাঁচা কার্যত মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে মোবাইল ফোন (Mobile Phone) হ্যাক করে তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। প্রতারকেরা চুপিসারে বসে রয়েছে আমাদের ধারে কাছে। নিত্যদিনে প্রতারণার (Cyber Crime) শিকার হচ্ছেন দেশের সাধারণ মানুষ। কেন্দ্রের তরফে বারবার বলা হচ্ছে সতর্ক থাকতে। তবুও ১০০ শতাংশ সতর্ক থাকলেও প্রতারকেরা কোন না কোন রাস্তা বার করে নিচ্ছে সাইবার জালিয়াতি (Cyber Crime) করার। এরকম পরিস্থিতিতে কি করা উচিত? ফোনের একটা সেটিংস (Mobile Settings) বদল করে নিন। আপনার ফোনের পাসওয়ার্ড (Mobile Password) হবে সুরক্ষিত।

প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রতারকেরা। ভুয়ো লিংক পাঠিয়ে, ভুয়ো কলের মাধ্যমে সাধারণ মানুষকে জালে ফেলে তাদের সর্বস্ব হাতানোর চেষ্টায় থাকে প্রতারকেরা। এখন বিভিন্ন ক্ষেত্রে মানুষ অনেক বেশি সতর্ক হয়েছে। আর মানুষ যত সতর্ক হচ্ছে তত বেশি করে নতুন পন্থা নেওয়া শুরু করছে প্রতারকেরা। সাইবার জালিয়াতি যে হারে বাড়ছে ক্রমাগত, তা নিয়ে বেশ চিন্তিত দেশের কেন্দ্রীয় সরকার। সাইবার ক্রাইম রুখতে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। সরকার অবশ্যই চেষ্টা করছি তার মত করে। তবে আপনিও আপনার দিক থেকে চেষ্টা করে আপনার ফোনের পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে পারেন। মোবাইল ফোনের সেটিংসে সামান্য কিছু পরিবর্তন করলে আপনার পাসওয়ার্ড হ্যাকারদের থেকে সুরক্ষিত থাকবে। সুরক্ষিত থাকবে আপনার ব্যক্তিগত তথ্য।

আরো পড়ুন  Telegram Income Tips: টেলিগ্রাম থেকে রোজগার করবেন কিভাবে? রইলো টাকা ইনকাম করার প্রয়োজনীয় কিছু টিপস

বর্তমান সময় পাসওয়ার্ড ভীষণ জরুরী। আপনি যদি নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে চান তবে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যথেষ্ট মজবুত করতে হবে আপনার পাসওয়ার্ড। ফোনের পাসওয়ার্ড মজবুত করার কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া রইল আজকের প্রতিবেদনে। অবশ্যই এগুলি মেনে চললে আপনার উপকার হবে। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বিস্তারিত।

১) বারো অক্ষরের পাসওয়ার্ড (12 Word Password)

পাসওয়ার্ড সংক্রান্ত বিষয় সাইবার বিশেষজ্ঞেরা বেশ কিছু বিষয় খেয়াল রাখতে বলে। যেমন যখন আপনি পাসওয়ার্ড তৈরি করছেন তখন সেটিকে স্ট্রং করতে হবে। যার প্রথম ফর্মুলা হলো ফোনের পাসওয়ার্ড হতে হবে বারো অক্ষরের। পাসওয়ার্ড কখনো একটানা শব্দ বা একটানা নম্বরের দেবেন না। বরং শব্দ, সংখ্যা ও সংকেতের মিশ্রণে তৈরি করতে হবে ফোনের পাসওয়ার্ড। এ বিষয়টি বিশেষ করে খেয়াল রাখতে হবে সবাইকে। আপনারা একটা প্যাটার্ন মেনি পাসওয়ার্ড দিতে পারেন। যেমন- ১২ অক্ষরের পাসওয়ার্ডটি আপনারা তৈরি করতে পারেন তিনটে বড় হাতের অক্ষর, চারটি ছোট হাতের অক্ষর, দুটি সংখ্যা আর দুটি বিশেষ সংকেতের মাধ্যমে। এই পাসওয়ার্ডটি যথেষ্ট স্ট্রং হবে। সহজেই অনুমান করে নেওয়া যায় এমন ধরনের পাসওয়ার্ড কখনোই ব্যবহার করবেন না। আপনার জন্ম তারিখ, নাম, ঠিকানা, এগুলি দিয়ে পাসওয়ার্ড নির্মাণ বন্ধ করুন।

২) কালার ইন্ডিকেটর (Color Indicator)

আপনি যখন ফোনের পাসওয়ার্ড সেট করবেন, তখন কিছু কালার কিছু বিষয়কে ইন্ডিকেট করে। যদি আপনি দেখেন লাল রং, তাহলে বুঝবেন আপনার পাসওয়ার্ড দুর্বল প্রকৃতির। লাল রং দেখার সঙ্গে সঙ্গেই পাসওয়ার্ডটিকে আরও স্ট্রং করুন। যখনই দেখবেন স্ক্রিনে সবুজ হয়ে গেছে, তখন বুঝবেন আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়েছে। পাসওয়ার্ড ঠিক করার সময় কালার ইন্ডিকেটর মেনে চলুন।

আরো পড়ুন  Business Idea: বিনা পয়সায় শুরু করুন পাঁচ বিজনেস। প্রতি মাসে ইনকাম ২০ হাজার টাকা। নিজের পায়ে দাঁড়াতে চাইলে দেরি করবেন না

৩) ব্যক্তিগত তথ্য (Personal Information)

ফোনের পাসওয়ার্ড তৈরির সময় কখনোই কোন ব্যক্তিগত তথ্য ব্যবহার করবেন না। ‌এ বিষয়ে সাইবার বিশেষজ্ঞরা বলেন, পাসওয়ার্ড নির্মাণের সময় ব্যক্তিগত তথ্য অবশ্যই এড়িয়ে চলা উচিত।

৪) ক্রোম ব্রাউজার (Chrome Browser)

প্রায় প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে। পাসওয়ার্ড সেট করার সময় ক্রোম ব্রাউজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখানে এমন একটি অপশন থাকে, যে আপনাকে বারবার পাসওয়ার্ড সেট করতে হয় না। বরং আপনি সেখানে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজ হবে প্রয়োজনে ক্রোম ব্রাউজারের সাহায্য নেওয়া। অনেক সময় দুর্বল পাসওয়ার্ড হলে ক্রোম ব্রাউজার ইউজারকে এই পাসওয়ার্ড সংক্রান্ত বিষয় নির্দেশ দিয়ে দেয়।

৫) পাসওয়ার্ড শেয়ারিং (Password Sharing)

ফোনের পাসওয়ার্ড, আর্থিক লেনদেন সংক্রান্ত অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড অবশ্যই পার্সোনাল রাখবেন।পাসওয়ার্ড শেয়ার করা মোটেই উচিত নয়। কোন ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা কোন ব্যক্তির সঙ্গে নিজের পাসওয়ার্ড শেয়ার থেকে বিরত থাকুন।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।