Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


পারিজাত মুখার্জি: স্মার্টফোন (Smart Phone) এখন সবার হাতে হাতে। ‌মোবাইল ফোনের মাধ্যমে ‌হাতের মুঠোয় চলে এসেছে ‌গোটা বিশ্ব। স্মার্টফোনের (Smart Phone) প্রতি তাই আকর্ষিত আট থেকে আশি। মোবাইল (Mobile) ফোনের ভিন্ন ভিন্ন ব্যবহার ক্রমে আরো বেশি করে ‌সবাইকে মোবাইলের (Mobile) নেশায় ডুবিয়ে দিচ্ছে। মোবাইল ফোন (Mobile Phone) এখন আক্ষরিক অর্থে ‘স্মার্টফোন’। মোবাইলের (Mobile) যে সমস্ত অ্যাপ্লিকেশন বছর বছর ধরে জনপ্রিয়তা পেয়েছে, তার মধ্যে একটি ইউটিউব (YouTube)। সবাই জানেন ইউটিউব (YouTube) দেখার জন্য অনেক বেশি ইন্টারনেট (Internet) খরচ হয়। যদিও অনেকেই জানেন না, বিনা ইন্টারনেট (Internet) সংযোগে ইউটিউব (YouTube) দেখতে পারবেন। কিভাবে? জেনে নিন সে সিক্রেট।


ইউটিউবের বহুল ব্যবহার! (YouTube Application Uses 2024)

স্মার্টফোনের ব্যবহার যেদিন থেকে বেড়েছে তার পর থেকেই কিছু অ্যাপ্লিকেশনের ব্যবহার ক্রমাগত বেড়েছে। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গুগল যেভাবে জড়িত, ঠিক তেমন ভাবেই মনোরঞ্জনের জন্য ইউটিউব সবার কাছে পরিচিত। পছন্দের সিনেমা, পছন্দের গান, প্রিয় শিল্পীদের ইন্টারভিউ, রান্নাবান্না, ছোটদের কার্টুন দেখা, ঘুরতে যাওয়ার ব্লগ, ইত্যাদি সমস্ত ধরনের ভিডিও দেখার সবচেয়ে সহজ প্ল্যাটফর্ম হলো ইউটিউব। শুধু যে ভিডিও দেখা তা নয়, বহু মানুষের রুজি-রোজগার, বহু মানুষের ট্যালেন্ট প্রদর্শনের প্ল্যাটফর্ম হয়েছে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যমটি। বর্তমানে প্রতিদিন সারা বিশ্বের কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়া মাধ্যম ইউটিউবে ভিজিট করেন।

ইউটিউবে বেশি ইন্টারনেট কাটে! (YouTube And
Internet 2024)

প্রত্যেক স্মার্টফোন গ্রাহক প্রতিমাসে একটি নির্দিষ্ট টাকার মোবাইল রিচার্জ করে থাকেন। বেশিরভাগ গ্রাহক আনলিমিটেড প্যাকে রিচার্জ করতে আগ্রহ দেখান। যেখানে প্রতিদিন ১ জিবি/ ১.৫ জিবি/ ২ জিবি এই নির্দিষ্ট পরিমাণের ইন্টারনেট অ্যাক্সেসের সুবিধা দেওয়া হয়ে থাকে। এই নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেটে একাধিক কাজ করতে হয় গ্রাহকদের। সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম চালানো, দরকারি কাজ করা, মেইল করা, আবার এসবের মাঝে মনোরঞ্জনের জন্য ইউটিউবে ঘুরে আসা। অনেকের মতে ইউটিউব অনেক বেশি ইন্টারনেট খরচ করে। যে কারণে যারা বেশি ইউটিউব এডিক্টেড, তাঁদের ইন্টারনেট দ্রুত শেষ হয়। তাই অনেকের প্রশ্ন এর কি কোন সমাধান আছে? উত্তর হলো হ্যাঁ। বিনা ইন্টারনেটে Youtube চালানো যায়। কিভাবে? আসুন জেনে নেওয়া যাক।

বিনা ইন্টারনেটে ইউটিউব (YouTube Without Internet 2024)

অনেকেই হয়তো জানেন না, ইন্টারনেট সংযোগ না থাকলেও youtube কাজ করে। অর্থাৎ আপনি নেট না চালিয়েও youtube দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে। প্রথমে ইন্টারনেট কানেকশন অন করে পছন্দের ভিডিওটিতে ভিজিট করতে হবে। তারপর ভিডিওটির নিচে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ বিনা ইন্টারনেটে আপনি হাই কোয়ালিটিতেও ভিডিও দেখতে পারবেন। তবে ভিডিও ডাউনলোড করার সময় আপনি যত ভালো কোয়ালিটি সিলেক্ট করবেন, আপনার নেট তত বেশি খরচ হবে। একবার যদি আপনার ভিডিও ডাউনলোড হয়ে যায়, তাহলে আর চিন্তা নেই। আপনি দিনে যতবার খুশি বিনা ইন্টারনেটে সেই ভিডিওটি দেখতে পারবেন।

আপনি যত খুশি ভিডিও অফলাইন মোডে সেভ করতে পারেন। এক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। তবে ইউটিউব থেকে ডাউনলোড করা ভিডিও গুলি এভাবে আপনার ফোনের স্টোরেজে। এরপর আর কি? ইচ্ছে খুশি দেখতে থাকুন youtube ভিডিও ইন্টারনেট কানেকশন অন না করেই। এই পদ্ধতি ছাড়াও আরো একটি পদ্ধতি আছে। আর তা হল ইউটিউব প্রিমিয়াম। সেক্ষেত্রে আপনাকে মাসিক টাকা দিতে হবে। আপনার ডাউনলোড করা ভিডিওগুলি যোগ হয়ে যাবে ইউটিউব প্লে-লিষ্টে। সেই ভিডিওগুলিও যখন খুশি দেখা যাবে।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।