Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টেলি দর্শকদের প্রিয় অ্যাওয়ার্ড শো (Award Show) স্টার জলসা পরিবার সম্মান (Star Jalsha Parivar Award) ও জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড (Zee Bangla Sonar Sansar)। প্রতিবছরই এই দুই সম্মান অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা। প্রত্যেকদিন টিভিপর্দায় যে প্রিয় কলাকুশলীদের দেখা যায় এই অনুষ্ঠান মঞ্চে তাঁদের হাতেই ওঠে পুরস্কার, সম্মান। বিগত কিছুদিন আগে সোনার সংসার অ্যাওয়ার্ডের প্রমো প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকমহলে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এদিকে অ্যাওয়ার্ড শো এর পরই উঠল বিস্তর অভিযোগ। অনুষ্ঠানে এক পেশে বিচার হয়েছে। গুরুতর অভিযোগ তুললেন খোদ দর্শকেরাই।

দিন কয়েক আগেই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়েছে ‘জি বাংলার সোনার সংসার’। ঝলমলেও সন্ধ্যায় উপস্থিত ছিলেন জি বাংলায় অভিনয়রত প্রিয় কলাকুশলীরা। পর্ণা থেকে জগদ্ধাত্রী, ফুলকি থেকে মিলি, শিমুল থেকে মেঘ, শ্যামলী থেকে আলো জি বাংলার জনপ্রিয় নায়িকাদের চোখ ধাঁধানো পারফরমেন্স মন জয় করে নেয় সবার। এরপর একে একে নমিনেশন অনুসারে পুরস্কার বিতরণ শুরু হয়। দর্শক বিচার এবং বিশেষজ্ঞদের মতামতে শিল্পীদের হাতে ওঠে শ্রেষ্ঠত্বের সম্মান। এই বছরের টেলিদর্শকদের মত, জি বাংলা সোনার সংসারের বড্ড একপেশে বিচার হয়েছে। শুধুমাত্র টিআরপি দেখে সম্মান পেয়েছেন শিল্পীরা। যাদের হাতে সম্মান ওঠার কথা ছিল তাদের বদলে অন্যরা সম্মান পেয়েছেন। ইতিমধ্যে সোনার সংসার নিয়ে ক্ষোভ জমেছে দর্শক মহলের। কেন এমন বিচার হলো? প্রশ্ন তুলছেন তাঁরা।

আরো পড়ুন  Kartik Aaryan: আর লুকোচুরি নয়! এই বাঙালি কন্যার প্রেমে পড়েছেন কার্তিক আরিয়ান, জল্পনা সত্যি…

জি বাংলার ‘শ্রেষ্ঠ বরের’ ক্যাটাগরি থেকে সেরা বর হয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের সৃজন। আর এই ঘোষণা শোনার পরেই তুমুল আপত্তি তুলেছেন দর্শক মহল। দর্শকদের মত সৃজন মোটেই ভালো বর নয়। ধারাবাহিকের প্রথম থেকেই দেখা যায় সৃজনের নিজস্ব কোন সিদ্ধান্তই নেই। বলাই বাহুল্য মায়ের আঁচলের তলায় থাকা ছেলে হিসেবেই পরিচিত ছিল সৃজন। তাহলে সেই ছেলে কি করে সেটা বরের সম্মান পায়? ওড়না সঙ্গে বারংবার খারাপ ব্যবহার করেছে সৃজন। অনেক থেকে তবে এখন ঠিকঠাক ব্যবহার দেখা যাচ্ছে তাঁর। অতএব সেরা বরের ক্যাটাগরী মোটেই মনোকিশত অতএব সেরা বরের ক্যাটাগরিতে সেটা বর সম্মানটি মোটেই পছন্দ হয়নি দর্শকদের।

এরপর অভিযোগ উঠছে সেরা শ্বশুর সম্মান নিয়ে। জি বাংলা সোনার সংসারের সেরা শ্বশুরের স্বীকৃতি জিতেছেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের রাজনাথ‌ মুখার্জি। তিনি জগদ্ধাত্রীর শ্বশুর। ধারাবাহিককে ক্রমাগত দেখা যায় রাজনাথ মুখার্জি জগধাত্রীর ক্ষতি চান। বারবার তাকে পাকে ফেলতে চান। ধারাবাহিকে যেখানে তার খল চরিত্রে অভিনয়, তিনি কিভাবে সোনার সংসারের সেরা শশুরের সম্মান পেলেন? প্রশ্ন তুলছেন সবাই। এই দুই ক্যাটাগরির পর যে ক্যাটাগরি নিয়ে দর্শকমহলের অনেক বেশি অসন্তোষ তাহল সেরা নায়িকা সম্মান।

জি বাংলা সোনার সংসারের সেরা নায়িকা হিসেবে বিবেচিত হয়েছেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অঙ্কিতা মল্লিক। তবে দর্শক মহলের একাংশের মত, সেরা নায়িকা পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন ‘নিম ফুলের মধুর’ পর্ণা‌ অর্থাৎ অভিনেত্রী পল্লবী। মূলত নিম ফুলের মতো ধারাবাহিকটি তাকে কেন্দ্র করে অগ্রসর হচ্ছে। ‌এমনকি বেঙ্গল টপারের শিরোপাও যেতে নিয়েছে এই ধারাবাহিক। তাহলে পল্লবীকে কেন বাদ দেওয়া হল সেরা নায়িকার সম্মান থেকে? প্রশ্ন তুলছেন সবাই।

আরো পড়ুন  Ahona Dutta: "নতুন জামাটুকুও কেনা হয়নি…" নববর্ষে প্রেমিকের সঙ্গে প্ল্যান! নতুন বছরে বাড়ি কিনছেন 'অনুরাগের ছোঁয়ার' মিশকা

আবার দর্শকদের একাংশের মত, সোনার সংসারে পুরস্কার বিতরণ হয়েছে মূলত টিআরপি বিচার করেই। যে ধারাবাহিক টিআরপিতে এগিয়ে সেই ধারাবাহিক অধিক পুরস্কার পেয়েছে আবার যেই ধারাবাহিক টিআরপিতে পিছিয়ে তাকে মূলত কোণঠাসা করা হয়েছে। ঠিক একই অভিযোগ স্টার জলসা পরিবার সম্মান নিয়েও। অর্থাৎ বলাই যায়, পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখে মনে মনে বিশেষ খুশি নন টেলি অনুরাগীরা।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।