Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: আজকাল যত্রতত্র রিল বানানো মানুষের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যেকোনো প্রেক্ষাপটে রিল বানিয়ে ভাইরাল হওয়া মানুষের লক্ষ্য হয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে সবটাই এখন লাইক কমেন্ট শেয়ারের ভিত্তিতে চলে।জনপ্রিয়তা পাওয়াই মানুষের জীবনের প্রধান লক্ষ্য। প্রযুক্তি এগিয়েছে ঠিকই তবে তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে মানুষ অনেক বেশি যান্ত্রিক হয়ে উঠেছে।সম্প্রতি ভারতের বুকে এমন একটা ঘটনা ঘটেছে, যা শুনলে অবাক হবেন আপনিও। বিশ্বের সপ্তম আশ্চর্য ভারতবর্ষের তাজমহলের সামনে দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেল মহিলা। তারপর যেটা হলো সেটা শুনলে আপনারও বিস্ময়ের সীমা থাকবে না।

আগে একটা কথা প্রচলিত ছিল। মানুষ সমাজবদ্ধ জীব। এখন সেটাই বদলে গিয়ে মানুষ সোশ্যাল মিডিয়ার জীব-এ পরিণত হয়েছে। মানুষের হাব ভাব বদলে গিয়েছে সময়ের প্রেক্ষাপটে। সম্প্রতি আগ্রায় এমন একটি ঘটনা ঘটেছে, যা চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে। সম্প্রতি তাজমহলের সামনে দাঁড়িয়ে রিল বানানো এক মহিলাকে সপাটে চড় কষান সিআইএসএফ জওয়ান। এই ঘটনার ভিডিও বর্তমানে ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমে। ভাইরাল এই ভিডিওতে কমেন্ট করেছেন দেশবাসী।

বিশ্বের সপ্তম আশ্চর্য ভারতবর্ষের আগ্রায় অবস্থিত তাজমহল। প্রত্যেক বছর দেশি-বিদেশী পর্যটক ভিড় জামান এই স্মৃতিসৌধে। তাজমহলে ঘোরার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। সে নিয়ম না মানলে শাস্তি পেতে হয়। সাম্প্রতিক ঘটনাটি জানাজানি হতে দেশের মানুষ জনকে ভাবতে বাধ্য করেছে। ঠিক কি হয়েছিল?

আরো পড়ুন  Jeetu-Nabanita: বিচ্ছেদের পরেও নবনীতার গয়না আটকে রেখেছেন জিতু! বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

ঘটনাটি ঘটে শনিবার বিকেলে আগ্রার স্মৃতিসৌধ তাজমহলের ভিতর। শনিবার রামবাগ থেকে চারজন মেয়ের একটি দল আগ্রার তাজমহল ঘুরতে আসে। তাজমহলের ভিতরে রিল বানানো নিষিদ্ধ। সূত্রের খবর, চারজন মেয়ের দল তাজমহলের ভিতরে মসজিদের কাছে মোবাইল দিয়ে রিল বানানো শুরু করে। যেহেতু তাজমহলের ভিতরে রিল বানানো নিষিদ্ধ, তাই সিআইএসএফ জওয়ান তাদের রিল বানাতে নিষেধ করে। মেয়েদের নিষেধ করার পরেই জাওয়ানি সঙ্গে বাকবিতণ্ডা হতে থাকে। তর্ক-বিতর্ক ক্রমে আরও বাড়তে থাকলে সিআইএসএফ জওয়ান মেয়েটিকে ধাক্কা মেরে রীতিমতো গালে চড় কষিয়ে দেন। ঘটনার ভিডিও চরম শোরগোল ফেলে দিয়েছে চারিদিকে।

ঘটনা প্রসঙ্গে পর্যটক মেয়েরা জানান, তাঁরা আগে থেকেই জানতেন সংশ্লিষ্ট স্থানে ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। তাই জওয়ান তাদের বাধা দিতে তারা এটা বলেন যে ভিডিওটি তারা পরে মুছে দেবেন। কিন্তু বিতর্ক ক্রমে বাড়তে থাকায়, জওয়ান তাদের সাথে খারাপ ব্যবহার করেছে বলে অভিযোগ জানান ‌মেয়েদের দল। অন্যদিকে সিআইএসএফ জওয়ান রমেশ চাঁদ বলেন, দর্শনার্থীদের ঐতিহাসিক স্মৃতিসৌধের পবিত্রতা রক্ষা‌ করতেই তিনি ‌ যা কার্য করার করেছেন। সূত্রের খবর, ইতিমধ্যে উভয় পক্ষের অভিযোগ রেকর্ড করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে।

দেখুন ভিডিয়ো👉🏻

https://twitter.com/harikantsharmaG/status/1776589882049147125?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1776589882049147125%7Ctwgr%5E4bcb0cbc072e660dbe3673f9a368c7df73c33861%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fnation-and-world%2Ftaj-mahal-the-woman-slapped-while-making-a-reel-in-the-taj-mahal-see-the-despicable-act-of-the-cisf-jawan-in-the-video-31712579135165.html

 

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।

আরো পড়ুন  Sohini Sarkar: পয়লা বৈশাখে 'একলা' সোহিনী! শোভনের সঙ্গে বিয়ের পিঁড়িতে কবে? অবশেষে ফাঁস করলেন তিনি