১) টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra)। টিভি পর্দার একাধিক ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি।
২) জি বাংলার (Zee Bangla) এই পথ যদি না শেষ হয় (Ei Poth Jodi Na Sesh Hoi) ধারাবাহিকে অভিনেতা ঋত্বিক মুখার্জির (Writwik Mukherjee) সঙ্গে অন্বেষার রসায়ন রীতিমতো সুপারহিট হয়। ধারাবাহিকের জুটি উর্মি-সাত্যকীকে আবারও টেলিভিশনের পর্দায় দেখতে চান দর্শক।
3) এরপর স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (Shondhyatara) ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল অন্বেষাকে। বর্তমানে তিনি টেলিভিশনের পর্দা থেকে একটু দূরে। তবে জি বাংলার দাদাগিরির মঞ্চে এসে নিজের স্বপ্নের নায়কের নাম ফাঁস করলেন অভিনেত্রী।
4) কোনরকম রাখঢাক না করেই অন্বেষা জানান, তার স্বপ্ন ছিল উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করা। আর একটা বড়সড় স্বপ্ন হল, অভিনেতা দেবকে বিয়ে করা। অন্বেষার উত্তর শুনে হেসে ফেলেন দাদা, বলেন এখনো একটা চান্স আছে!
5) ছোটবেলা থেকেই অভিনয় ভালবাসতেন টেলিপর্দার উর্মি। সে স্বপ্নপূরণ হয়েছে। নিজের ক্রাশের নাম তুলে ধরলেও, মনের মানুষের নাম বলেননি অন্বেষা। নতুন ধারাবাহিক নিয়ে কবে ফিরবেন তিনি? অপেক্ষায় আছেন তাঁর অনুরাগীরা।