Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বর্তমানে টলিপাড়ার (Tollywood) সবচেয়ে চর্চিত জুটি কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Sreemoyee)। বয়স বাড়লেও এখনো যে মনের রং তরতাজা, তা প্রমাণ করেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। বছর ৫৬ -এর কাঞ্চন বয়সকে বুড়ো আঙুল দেখিয়েই বিয়ের হ্যাটট্রিক পার করেছেন।‌ গত ২ রা মার্চ আইনি মতে বছর ২৬-এর শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সঙ্গে বিবাহ সেরেছেন কাঞ্চন (Kanchan Mallik)। এই বিয়ের পরই সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে শুরু হয়েছে ঝড়। তবে বহুদিন ধরেই কাঞ্চন শ্রীময়ী (Kanchan-Sreemoyee) টলিপাড়ার (Tollywood) ‘লাভবার্ডস’ নামে পরিচিত। বিয়ের পর প্রথম দোলে লাল আবিরে রঙিন হয়ে উঠলেন নব দম্পতি।‌

অভিনেতা বিধায়ক কাঞ্চন অনেক গুলি বসন্ত পেরিয়েছেন। যদিও সব বসন্তে তার সঙ্গে ছিল না শ্রীময়ী। প্রথমে অভিনেত্রী অনিন্দিতার সঙ্গে বিয়ের পর দ্বিতীয়বার পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কাঞ্চন। অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে তিনি এখন তৃণমূল বিধায়ক। শোনা যায়, পিংকি ব্যানার্জির সঙ্গে সম্পর্কে থাকাকালীনই শ্রীময়ীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছিল কাঞ্চনের।‌ ধীরে ধীরে লাভ বার্ডস নিজেদের আত্মপ্রকাশ করে। পিংকির সঙ্গে ডিভোর্সের পর শ্রীময়ীর হাত ধরেছেন কাঞ্চন মল্লিক। ‌কাঞ্চনের বিয়ের পর সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে এসে ক্ষোভে ফেটে পড়েন পিংকি বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান বিয়ে নিয়ে রীতিমতো পড়াশোনা করা দরকার আছে।‌ পিংকি ও কাঞ্চনের এক ছেলে ওশ এখন মায়ের সঙ্গেই থাকেন। অন্যদিকে সদ্য বিবাহিত কাঞ্চন নতুন বসন্ত কাটাচ্ছেন শ্রীময়ীর‌ সঙ্গেই।‌

আরো পড়ুন  Taj Mahal: তাজমহলের সামনে দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেন মহিলা, তারপর যেটা হল শুনলে তাজ্জব হয়ে যাবেন!

শ্রীময়ীর কাছে ‘রঙিন’ মানেই তাঁর স্বামী কাঞ্চন মল্লিক। বয়সে বড় কাঞ্চনকে নিয়ে বিন্দুমাত্র অভিযোগ নেই তাঁর।‌ বরং চুটিয়ে‌ উপভোগ করছেন বিবাহিত জীবন। ‌ বিয়ের পর এটাই তাঁদের প্রথম দোল।‌ উৎসবের দিনটিকে রঙিন করতে একসঙ্গে উদযাপন করছেন নব দম্পতি। ‌ এদিন কি করলেন কাঞ্চন-শ্রীময়ী? সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন তারকা দম্পতি।

দোলযাত্রার আগের দিন শ্রীময়ীর বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো। তবে দোলের দিন কাঞ্চনের বাড়ির রাধামাধবের পায়ে আবির ছুঁয়েই রঙের উৎসব শুরু করেছেন নব দম্পতি। লাল পাড় সাদা শাড়ি, খোঁপায় গাঁদার মালা, আর জাঙ্ক জুয়েলারি তে সেজে উঠেছেন কাঞ্চনের নতুন বউ। অন্যদিকে কাঞ্চন সেজেছেন সাদা পাঞ্জাবীতে। শ্রীময় এর গালে লাল আবির ছুঁইয়ে একে অপরের চোখের নেশায় ডুবে গিয়েছেন। সমাজ মাধ্যমের পাতায় সেই ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা। মুহূর্তের ব্যাকগ্রাউন্ডে বাজছে শ্রেয়া ঘোষালের “মোহে রং দো লাল…”। কাঞ্চন-শ্রীময়ী এর নতুন ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়।বলাই বাহুল্য প্রথম দোল তাঁরা কিভাবে কাটাচ্ছেন, সেদিকে নজর ছিল সবারই।

সংবাদমাধ্যমকে শ্রীময়ী জানান, কোন ক্লাব পার্টি কোথাও যাবেন না তাঁরা। বরং ঘরোয়া ভাবেই উদযাপন করবেন দোল পূর্ণিমার উৎসব। থাকবেন শ্বশুরবাড়ি সবাই। ‌ হাউস পার্টিতে খাওয়া-দাওয়া আনন্দ সবটাই হবে। বিয়ের পর প্রথম দোলে শ্রীময়ীর রং শুধুই তাঁর কাঞ্চন‍…। ‌

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।

আরো পড়ুন  Soumitrisha Kundu: "শুধু বিনোদন দিলে হবে,‌ বিনোদন নিতেও হবে…" ট্রোলারদের ধুইয়ে দিলেন 'মিঠাইরানী' সৌমিতৃষা