Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: ধাপে ধাপে নতুন বছর এসেই গেল। একদিন বাদেই শুরু হবে নতুন বছর। নববর্ষের (Nababarsha) সাজে সবাই চান নজর কাড়তে। বছরের প্রথম দিন উৎসবমুখর হয়ে ওঠে বাংলা। বাঙালিদের (Bengali Culture) নববর্ষ মানেই নতুন জামা, হালখাতা, মিষ্টি মুখ। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নববর্ষের (Nababarsha) সাজ। কিভাবে সাজলে আপনার থেকে চোখ সরাতে পারবে না কেউ? এই ভাবনা ঘোরাফেরা করছে সবার মাথাতেই। নববর্ষের সাজ বছরের অন্যান্য দিনের চেয়ে আলাদা। নববর্ষের দিন এভাবে সেজে উঠলে (Nababarsha Style Tips) কেউ নজর সরাতে পারবে না আপনার থেকে।

নববর্ষের সাজে থাকতে হবে অভিনবত্ব। লাল ও হলুদ রঙকে নববর্ষের দিনে বেশিরভাগ বাঙালি বেছে নেন। তবে নববর্ষের সাজে কিছু বিষয় খেয়াল রাখা জরুরী। এমনিতেই ভীষণ গরম পড়েছে। আবহাওয়া পরিস্থিতি এমনই যে সুতি ছাড়া অন্য কাপড় পড়তে হলে রীতিমতো ভাবনা হয়। কিন্তু চিন্তা নেই। খুব সাধারণ সাজেই আপনি হয়ে উঠতে পারেন নববর্ষের জন্য উপযুক্ত। বিশেষ কয়েকটি বিষয় খেয়াল রাখলে নববর্ষের দিন আপনার সাজ হবে একেবারে পারফেক্ট। তেমনই কিছু টিপস রইল আপনাদের জন্য।

নববর্ষের দিনে হয়ে উঠুন মোহময়ী, রইল পাঁচ জরুরী টিপস | Nababarsha Style Tips For You

১) শাড়ি বাছাই পর্ব

নববর্ষের দিনে পাশ্চাত্য পোশাক বর্জন করুন। বরং শাড়ির সাজে হয়ে উঠুন মোহময়ী। যেহেতু, গরম পড়েছে খুব, তাই পয়লা বৈশাখের দিন বেছে নিতে পারেন উজ্জ্বল বর্ণের হ্যান্ডলুম শাড়ি। সুতি অথবা হ্যান্ডলুম শাড়ির মধ্যে এখন বিভিন্ন ধরন পাওয়া যায়। পছন্দমত শাড়ি বেছে নিন। তবে হ্যাঁ মনে রাখবেন, এমন শাড়ি বাছবেন যাতে আপনি কমফোর্টেবল থাকতে পারেন। শাড়ি পরার ধরনেও বদল রাখতে পারেন। চিরাচরিত আদলের বদলে নতুন ধরনের শাড়ি পরার স্টাইল ট্রাই করতে পারেন।

আরো পড়ুন  WB School Time: আর ৪:৩০ পর্যন্ত থাকতে হবে না! অনেক আগেই ছুটি হয়ে যাবে স্কুল, ঘোষণা রাজ্য সরকারের

২) শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ

শাড়ি বাছার সঙ্গে মানানসই ব্লাউজও বেছে নিতে হবে। এখন বিভিন্ন ধরনের স্টাইলিশ ব্লাউজ বিক্রি হয়। হালকা রঙের শাড়ির সঙ্গে উজ্জ্বল বর্ণের অথবা উজ্জ্বল বর্ণের শাড়ির সঙ্গে কনট্রাস্ট ব্লাউজ বেছে স্টাইল করতে পারেন। এই গরমে স্লিভলেস ব্লাউজ ভীষণ মানানসই। প্রিন্টেড ব্লাউজও বেছে নিতে পারেন আপনার নিজস্ব পছন্দ মত।

৩) পাঞ্জাবি/কুর্তার সাজ

পয়লা বৈশাখ মানেই পাঞ্জাবির সাজ। ছেলেরা এই গরমে হালকা সুতির পাঞ্জাবি অথবা কুর্তা বেছে নিতে পারেন। বর্তমানে বিভিন্ন প্রিন্টেড কুর্তা বিক্রি হয়, যা ভীষণভাবে পয়লা বৈশাখ ফ্রেন্ডলি। এছাড়া কুর্তা, পাঞ্জাবি সঙ্গে পায়ের জুতো মানানসই হতে হবে। মেয়েদের মত ছেলেরাও এই দিন পাশ্চাত্য পোষাক বাদ দিয়ে চলুন।

৪) গয়নার সাজ

পয়লা বৈশাখের দিন হালকা সোনালী বর্ণের গয়না বেশ ভালো লাগে। যেহেতু সোনার গয়না পরা একটু ঝক্কির, তাই ভিন্ন ধরনের সোনালী বর্ণের গয়না ট্রাই করতে পারেন শাড়ির সাথে। এছাড়া হ্যান্ডলুম গয়নাও ভালো লাগবে। তবে জাঁকজমক এড়িয়ে চলুন। হালকা গয়নার সাথে শাড়ির সাজে নিঃসন্দেহে আপনি নজরকাড়া হয়ে উঠবেন। এছাড়া মাটির গয়না, কাপড়ের গয়না অথবা কাঠের গয়নাও বেছে নিতে পারেন। অক্সিডাইজ গয়না ও বেশ ভালো লাগবে। অনেকে রুপোর গয়নার সাজছেন, শাড়ির সঙ্গে এটাও কিন্তু ভীষণ মানানসই। ছেলেরা পয়লা বৈশাখের সাজে যুক্ত করতে পারেন হালকা চেন। পাঞ্জাবির সাথে ভালো লাগবে।

৫) মেকআপে অভিনবত্ব

শাড়ি, গয়না, জুতো, সমস্ত সাজ তখনই কমপ্লিট হবে যখন আপনি গুছিয়ে মেকআপ করবেন। অতিরিক্ত চড়া মেকআপ এখন অনেকেই এড়িয়ে চলেন। তাছাড়া যে হারে গরম পড়েছে, মেকআপ গলে যাওয়ার সমস্যা রয়েছেই। হালকা মেকআপে আপনি মোহময়ী হয়ে উঠতে পারেন। ‌ তবে হ্যাঁ, লাল অথবা গোলাপি লিপস্টিক সাজের মধ্যে রাখুন। শাড়ির সঙ্গে সব থেকে সুন্দর লাগবে। চোখে গাঢ় করে কাজল করতে পারেন, আবার নিউট্রাল মেকআপেও সেজে উঠতে পারেন। তবে আপনি যে পোশাক পরছেন, তার সঙ্গে মানিয়ে মেকআপ করতে হবে।

আরো পড়ুন  Walking Age: হাঁটতে ভালোবাসেন? কোন বয়সের জন্য কতটা হাঁটা জরুরী? ফিট থাকতে চাইলে জেনে নিন

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।