Jungle Safari In India
Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


ভারতবর্ষের জনপ্রিয় ফুট সাফারির (Jungle Safari) খোঁজ করছেন? পায়ে হেঁটে ঘুরতে চান জঙ্গল? তাহলে মিস করবেন না আজকের প্রতিবেদনটি। শীত পড়লেই ঘুরতে যাওয়ার নেশা চাপে যে কোন মানুষের। আর সেটা যদি হয় পায়ে হেঁটে জঙ্গল ঘোরা? তাহলে তো সোনায় সোহাগা। পাহাড় কিংবা সমুদ্র তো অনেক হল। এবার বরং ঘুরে আসা যাক জঙ্গল থেকে। বন্যপ্রাণীদের সান্নিধ্যে কাটিয়ে আসা যাক হাতে গোনা কয়েকটা দিন।

Top Three Foot Jungle Safari In India

ঘুরতে যাওয়ার নেশা বেশিরভাগ বাঙালির আছে। আর বাঙালি এখন দিপুদা ছেড়ে অফবিটে ঘুরতে আগ্রহী। সর্বদাই খোঁজ থাকে ভালো ভালো টুরিস্ট স্পটের। আর তার জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন। দীঘা কিংবা সমুদ্র ছেড়ে এবার জঙ্গলে ভ্রমণ করা যাক। ঘুরে আসা যাক ভারতবর্ষের নাম করা ফুট সাফারি থেকে। আসুন জেনে নেওয়া যাক এমন তিনটি ফুট সাফারির বিবরণ।

জঙ্গল সাফারি কিন্তু ভারী রোমাঞ্চকর। হুড খোলা জিপে চেপে জঙ্গলের গভীরে প্রবেশ করা আর উপভোগ করা সেই জঙ্গলের পরিবেশ। প্রধানত জঙ্গল সাফারির প্রধান উদ্দেশ্য হল বন্য জীবজন্তু দেখা। আর সেটা কিন্তু জিপে চেপে গেলেই দেখা মিলবে এমন নয়। আপনি পায়ে হেঁটেও ঘুরে দেখা যায় জঙ্গল। কী ভাবছেন ঝুঁকিপূর্ণ? এমন জঙ্গল সাফারি কিন্তু একটুও ঝুঁকিপূর্ণ নয়। ভারতের বেশ কিছু অভয়ারণ্য ও জাতীয় উদ্যান রয়েছে, যেখানে আপনি এই পায়ে হেঁটে জঙ্গল সাফারি করতে পারবেন। তাই আপনিও চাইলে এই ‘ফুট সাফারি‘-র মজা নিতে পারেন। এমনই তিনটি জঙ্গল সাফারি সম্পর্কে আজকের প্রতিবেদনে বলা হলো।

আরো পড়ুন  West Bengal: আর কিছুদিন! পায়ে হেঁটে চিতাবাঘের দর্শন মিলবে পশ্চিমবঙ্গে, বিশেষ পদক্ষেপ বনদপ্তরের, খুশি রাজ্যের ভ্রমণপ্রেমীরা

ভারতবর্ষের সেরা তিনটি জঙ্গল সাফারি

১) পেরিয়ার জাতীয় উদ্যান

কেরলের জনপ্রিয় টুরিস্ট স্পট হলো পেরিয়ার জাতীয় উদ্যান। এই পেরিয়ারের জঙ্গল ঘোরা যায় পায়ে হয় হেঁটে। এখানে দেখা মিলবে এশিয়ান হাতি, বন্য বিড়াল, ভারতীয় দৈত্যাকার কাঠবিড়ালি, নীলগাই, বাইসন ও স্লথ বিয়ারের মতো প্রাণীর। পশ্চিমঘাট পর্বতমালার কোলে পেরিয়ার জাতীয় উদ্যানে জিপে করে নয়, পায়ে হেঁটে ঘোরা যায়। শুধু তাই নয়, জঙ্গলের মধ্যে পেরিয়ার লেকে রয়েছে বোটিংয়ের সুবিধাও।

শীতের শুরুতেই স্নো ফল দেখতে চান? ঘুরে আসুন ভারতের এই ৩ জায়গা থেকে! কনকনে ঠান্ডায় জমজমাট উইকেন্ড

২) সাতপুরা জাতীয় উদ্যান

দ্বিতীয় ক্ষেত্রে আমরা নজর রাখবো মধ্যপ্রদেশের সাতপুরা জাতীয় উদ্যান সম্পর্কে। এই সাতপুরা জাতীয় উদ্যানে পায়ে হেঁটে জঙ্গল সাফারি করা যায়। সাতটি পাহাড় দিয়ে ঘেরা এই অরণ্য। এখানে আছে নিলগিরি, ভাল্লুক, বাঘ, শাম্বরের মতো বন্যপ্রাণী। জঙ্গলের মধ্যে রয়েছে পাণ্ডব গুহা ও একাধিক জলপ্রপাত। সাফারিতে এসে সেগুলো ঘুরে দেখতে পারেন।

৩) নামেরি জাতীয় উদ্যান

তিন নম্বরে আমরা আলোচনা করব নামেরি জাতীয় উদ্যান সম্পর্কে। অসমের এক বিখ্যাত জাতীয় উদ্যান হলো নামেরি। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই জাতীয় উদ্যান পাখিদের স্বর্গ রাজ্য। এখানে এলে দেখা পাবেন হর্নবিল, সাদা হাঁস থেকে শুরু করে প্রায় ৩০০ প্রজাতির পাখির। এই জঙ্গলের মধ্যে দিয়ে বইছে জিয়া ভরোলি নদী। তার পাশ দিয়ে হেঁটে পর্যটকেরা জঙ্গল সাফারি করতে পারেন।

আরো পড়ুন  WB Offbeat Tourist Spot: বসন্তে ঝাঁকে ঝাঁকে পলাশ দেখতে চান? তাহলে পৌঁছে যান পুরুলিয়ার এই গ্রামে, ছুঁয়ে দেখুন বসন্ত…

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।