Travel Destination
Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


কমবেশি ঘুরতে (Travel) যেতে সবাই ভালোবাসি আমরা। তাই যদি একটা শর্টলিস্ট করা থাকতো এই বছর কোথায় ঘুরতে গেলে (Travel Destination) সব থেকে ভালো হবে তাহলে একটা ছক কষে নেওয়া যেত কাজের সাথে সামঞ্জস্য ও তো রাখতে হবে। দেখে নেওয়া যাক এবারের ভ্রমণ স্থানগুলি।

Travel Destination Search In Google 2024

কথায় আছে “উঠল বাই তো কটক যাই।” বাঙালির সাথে এই বাক্যটা একদম পারফেক্ট কম্বিনেশন। বাঙালি আর ঘুরতে যাওয়া যেন একে অপরের সমানুপাতিক। তাই ক্যালেন্ডার যেরকম জানান দিচ্ছে যে বছর একদম শেষ করাই দাঁড়িয়ে ঠিক তেমন শীতের চোখ রাঙ্গুনিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ব্যাগ পত্র প্রিয়জন নিয়ে বেরিয়ে পড়া যাক এবছরের কিছু বিশেষ জায়গায়।

১) মানালী

মানালি ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত একটি জনপ্রিয় পাহাড়ি স্থান। বরফে ঢাকা পাহাড়, ব্যস্ত বাজার, বেইস ক্যাম্প, রোটাং পাস ও সোলাং ভ্যালি এর আকর্ষণ। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি স্বর্গ। অ্যাডভেঞ্চার স্পোর্টস, হিমালয়ের সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশ মানালিকে ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা করে তুলেছে।

২) জয়পুর

জয়পুর, রাজস্থানের গোলাপি শহর, ঐতিহ্যবাহী স্থাপত্য ও রাজকীয় ইতিহাসে ভরপুর। আমের ফোর্ট, হাওয়া মহল, সিটি প্যালেস ও জল মহল এর প্রধান আকর্ষণ। স্থানীয় বাজার থেকে হস্তশিল্প কেনা, রাজস্থানী খাবার আস্বাদন এবং উষ্ণ মরুভূমির সৌন্দর্য উপভোগের জন্য জয়পুর এক আদর্শ গন্তব্য।

পেয়ে হেঁটে জঙ্গল ঘুরতে চান? চলে আসুন এই তিন ‘ফুট সাফারি’তে! রইল খোঁজখবর

৪) অযোধ্যা

অযোধ্যা, হিন্দুদের পবিত্র তীর্থস্থান, ভগবান রামের জন্মভূমি হিসেবে বিখ্যাত। সরযূ নদীর তীরে অবস্থিত এই শহরে রাম মন্দির, কানক ভবন, হানুমানগড়ী মন্দির এবং ঘাটগুলো দর্শনীয়। ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণে এটি ঘুরতে যাওয়ার জন্য এক অনন্য স্থান।

আরো পড়ুন  West Bengal Offbeat Tourism: পকেটে মাত্র ২৫০ টাকা থাকলেই প্রকৃতির কোলে ভ্রমণ! দোলের ছুটিতে ঘুরে আসুন অফবিট উত্তরবঙ্গ

৪) কাশ্মীর

কাশ্মীরকে “পৃথিবীর স্বর্গ” বলা হয়, যেখানে প্রকৃতি তার সৌন্দর্যের অপার সম্ভার মেলে ধরেছে। বরফে ঢাকা পাহাড়, শান্ত ডাল লেক, শ্রীনগরের মুগ্ধকর মুঘল বাগান, এবং গুলমার্গের স্কি রিসর্ট পর্যটকদের আকর্ষণ করে। সোনমার্গ ও পহেলগামের উপত্যকা গুলো প্রাকৃতিক সৌন্দর্যের রত্ন। স্থানীয় হস্তশিল্প, কাশ্মীরি শাল এবং সুস্বাদু রগান জোশের মতো খাবার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। প্রকৃতির নৈসর্গিক দৃশ্য এবং শান্তি উপভোগের জন্য কাশ্মীর আদর্শ গন্তব্য।

৫) দক্ষিণ গোয়া

দক্ষিণ গোয়া তার শান্তিপূর্ণ পরিবেশ, পরিচ্ছন্ন সমুদ্র সৈকত ও ঐতিহ্যবাহী গ্রামগুলোর জন্য পর্যটকদের পছন্দ। পালোলেম, কোলভা এবং বেনাউলিম সমুদ্র সৈকতের নির্জনতা এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে। এখানকার চার্চ ও পর্তুগিজ স্থাপত্য ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে। স্থানীয় সি-ফুড, বিলাসবহুল রিসর্ট ও আয়ুর্বেদিক স্পা অভিজ্ঞতাকে বিশেষ করে তোলে। ভিড় থেকে দূরে, প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তি খুঁজতে দক্ষিণ গোয়া আদর্শ।

তাহলে আর দেরি কিসের ? সার্চ লিস্টে ২০২৪ এ টপে থাকা জায়গা গুলোর সংক্ষেপে বিবরণ দেওয়া থাকলো। আপনি আপনার ছুটি আর আপনার ইচ্ছের মধ্যে একটা সামঞ্জস্য রেখে বেরিয়ে পড়ুন নিজের পছন্দের জায়গা ভ্রমণে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।