Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: ভারতবর্ষে (India) পরিবহন মাধ্যম হিসেবে রেল (Indian Railway) অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। নিত্য যাত্রীদের মধ্যে সবচেয়ে আরামদায়ক পরিবহন মাধ্যম রেল (Indian Railway)। অল্প সময়ের ব্যবধানে দ্রুত গন্তব্যে পৌঁছাতে রেল পরিবহনকে (Rail Travel) সবচেয়ে ভরসাযোগ্য মাধ্যম বলে মনে করেন আমজনতা। তবে একটা বিষয় অনেকদিন ধরেই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তা হলো, রেল স্টেশনের লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা (Rail Tickets)। এছাড়া খুচরো সমস্যা নিয়ে সমস্যা দেখা দিত। এবার প্রয়োজনীয় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ (Railway Authority)। পশ্চিমবঙ্গের ব্যস্তবহুল রেল স্টেশন হাওড়া (Howrah) ও শিয়ালদায় (Sealdah) চালু হলো কিউআর কোড (QR Code For Rail Tickets)। ইউপিআই (UPI) সিস্টেমে টিকিট কাটার ব্যবস্থা (UPI For Rail Tickets)।

ইতিমধ্যে হাওড়া স্টেশনের টিকিট কাউন্টার গুলিতে ইউপিএস স্টিকার লাগানো হয়েছে। এবার থেকে সম্পূর্ণ নতুন নিয়মে টিকিট কাটতে পারবেন রাজ্য বাসী। নতুন পদ্ধতিতে টিকিট কাটতে চাইলে নিত্য যাত্রীদের পৌঁছে যেতে হবে টিকিট কাউন্টারে। তিনি যে জায়গায় যেতে চান, সেই জায়গার নাম উল্লেখ করতে হবে। টিকিট কাউন্টারের অপরদিকে মনিটরে বসে থাকা ব্যক্তি জায়গার নাম টাইপ করলে যাত্রীদের দিকে ঘুরে থাকা মনিটারে ইউপিআই পেমেন্টের অপশন দেখা যাবে। যাত্রী তখন ইউপিআই পেমেন্টের মাধ্যমে টিকিটের দাম মেটাতে পারবেন। দাম মেটানো হলে সঙ্গে সঙ্গে হাতে পেয়ে যাবেন ট্রেন ভ্রমণের টিকিট।

আরো পড়ুন  Weather Report: দাবদাহের জ্বালা! বঙ্গে বৃষ্টি নামবে কবে? লাখ টাকার প্রশ্ন…

সরকার সূত্রে খবর, দেশের সবকটি ব্যস্তবহুল রেল স্টেশনে এই পদ্ধতি চালু করার ভাবনা রয়েছে। সেই তালিকার অঙ্গ হিসেবে যুক্ত হল হাওড়া ও শিয়ালদা স্টেশনের নাম। দুটি স্টেশনেই ইউপিআই ব্যবস্থা চালু করেছে রেল কর্তৃপক্ষ। কিউ আর কোড চালু হতে বিশেষ সুবিধা পাবেন আমজনতা। হাওড়া ও শিয়ালদা স্টেশনের পর রাজ্যের অন্যান্য বড় স্টেশনগুলিতেও টিকিট কাটার ক্ষেত্রে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা দ্রুত চালু হবে বলে খবর। জানা যাচ্ছে যে, টিকিট কাটার সিস্টেম টিকে কন্টাক্টলেস বা স্পর্শহীন করে তোলা হচ্ছে। বিশেষ করে অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রেই ইউপিআই পেমেন্ট ব্যবস্থা চালু করেছে রেল। এতে স্বাভাবিকভাবেই নিত্য যাত্রীদের হয়রানি কমবে। লাভবান হবেন সবাই।

নিত্য যাত্রীদের মত ছিল, অফিসে যাওয়ার সময় বিরাট বড় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ক্ষেত্রে বেশ সমস্যা হত। অনেক সময় ট্রেন মিস হতো। তো অনেক সময় খুচরো নিয়ে বিবাদে পড়তে হত। ট্রেনের টিকিট কাটার সময় বড় নোট ভাঙ্গানোর ক্ষেত্রে অনেকক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হতো। সেই সমস্ত সমস্যা কমবে। ইউপিআই পেমেন্টের মাধ্যমে সহজেই টাকা লেনদেন করতে পারবেন জনসাধারণ। স্টেশনের টিকিট কাউন্টার ছাড়া স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিনেও কিউআর কোড ব্যবহার করে টিকিট কাটা যাবে।

এর জন্য যাত্রীদের প্রিপেড কার্ড অথবা রেলের মোবাইল ওয়ালেট ব্যবহারের প্রয়োজন পড়বে না। অতএব সবদিক থেকে সুবিধা পাবেন, দ্রুত টিকিট কেটে রেল পরিবহনের মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে পারবেন। রেলের এই পদক্ষেপে খুশি নিত্যযাত্রীরা। তাদের মত, অনেকদিন পর এই নিয়ম চালু হতে নিঃসন্দেহে উপকৃত হবেন তাঁরা। এখন সকলের হাতে স্মার্টফোন। আর ইউপিআই পেমেন্টও অভ্যস্ত হয়ে উঠেছেন আমজনতা। এই নতুন ব্যবস্থা চালু হতে স্বভাবতই মুখে হাসি ফুটেছে সবার।

আরো পড়ুন  Poila Boishakh: এ বছর কেন ১৪ এপ্রিল পালন করা হল পয়লা বৈশাখ? জড়িয়ে রয়েছে কোন ইতিহাস? নববর্ষের প্রারম্ভে জেনে নিন…

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।