সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বর্তমানে ভারতের টেলিকম বাজারে একচেটিয়া আধিপত্য দেখাচ্ছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে কার্যত সরিয়ে দিয়ে রাজত্ব গড়ে তুলছে জিও (Jio)। তবে জিওর (Reliance Jio) সঙ্গে পাল্লা দিয়ে ভারতী এয়ারটেল (Bharati Airtel) এবং ভোডাফোন -আইডিয়াও (VI) চুটিয়ে ব্যবসা করছে ভারতের বাজারে। রিলায়েন্স জিও (Reliance Jio) সিম ব্যবহার করেন ভারতবর্ষের হাজার হাজার জন সাধারণ। তবে সম্প্রতি বেজায় সমস্যায় পড়েছেন রিলায়েন্স (Reliance) কর্তা মুকেশ আম্বানি (Mukesh Ambani) ভোডাফোন আইডিয়া (VI) সরাসরি অভিযোগ তুলেছে রিলায়েন্স জিওর (Reliance Jio) দিকে। এর জন্য কী সমস্যায় পড়তে পারেন জিও (Jio) সিম-এর গ্রাহকেরা?
১) গুরুতর সমস্যায় রিলায়েন্স জিও (Reliance Jio)!
ভারতের বাজারে জিওর ব্যবসা দিনকে দিন ফুলে ফেঁপে উঠছে। জিও সিম কার্ড ব্যবহার করছেন দেশের বহু সাধারণ মানুষ। নিত্যনতুন প্ল্যান হাজির করে রিলায়েন্স জিও মানুষ দের চমক দিচ্ছে। সিম ব্যবহার করে আর দুর্দান্ত অফারের কারণে জিও কে আপন করে নিচ্ছেন আরও অনেক সংখ্যক নাগরিক। এখন কথা হচ্ছে রিলায়েন্স জিও যদি কোন সমস্যায় পড়ে, তাহলে দেশের নাগরিকদের কপালে ভাঁজ পড়ছে। এমনিতেই যেভাবে দিনকে দিন মোবাইলের খরচ বেড়ে চলেছে তাতে তুলনা মূলক কম খরচের প্যাক বাজারে নেই বললেই চলে। তবে মধ্যবিত্তের জীবনে আরো একটু সমস্যা আনতে নাকি তৎপর হয়ে উঠেছে জিও! ব্যাপারটা ঠিক কী? ঠিক কী অভিযোগ তুলছে ভোডাফোন আইডিয়া নেটওয়ার্ক?
2) রিলায়েন্স জিওর বিরুদ্ধে কী অভিযোগ উঠছে?
প্রযুক্তির উন্নতির সঙ্গে নেটওয়ার্কের আপডেট হয়ে চলেছে। 2G, 3G, 4G টপকে বাজারে চলে এসেছে অত্যাধুনিক নেটওয়ার্ক 5G সিম কার্ড। ইতোমধ্যে দ্রুতগতির এই নেটওয়ার্কের সুবিধা নিতে অসংখ্য গ্রাহক 5G সিম কার্ডকে আপন করেছেন। আগামী দিনে এই নেটওয়ার্ক সারা দেশের রাজত্ব করবে বলেই সূত্রের খবর। এখন ভোডাফোন আইডিয়া নেটওয়ার্ক (VI) অভিযোগ তুলছে যে, রিলায়েন্স জিও TRAI-কে 2G ও 3G নেটওয়ার্ক বন্ধ করার প্রস্তাব দিয়েছে। যা আগামী দিনের সমস্যা সৃষ্টি করবে সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের। বর্তমানে দেশের একটা বড় অংশের মানুষ টুজি ও থ্রিজি পরিষেবা ব্যবহার করেন। তাই রিলায়েন্স জিওর আবেদন শুনে যদি TRAI দুই নেটওয়ার্ক বন্ধ করে দেয়, তাহলে টেলিকম পরিষেবা থেকে বঞ্চিত হবেন দেশের বড় বংশের সাধারণ মানুষ। আর সেই কারনেই জিওকে ‘গরীব বিরোধী’ বলে দাবি করলো দেশের অন্যন নেটওয়ার্ক ভোডাফোন আইডিয়া।
3) 2G এবং 3G বন্ধ করার দাবি তুলেছে রিলায়েন্স জিও?
সূত্রের খবর মুকেশ আম্বানির টেলিকম সংস্থা, সরকারের কাছে আবেদন জানিয়েছে যে এমন একটি নীতি তৈরি করা হোক যেখানে সমস্ত ইউজাররা তাদের নেটওয়ার্ক ফোরজি (4G) ও ফাইভজি (5G) তে স্থানান্তর করে নিতে পারেন। আর সেই কারণেই আগের টুজি ও থ্রিজি পরিষেবা বন্ধ করার আবেদন জানিয়েছে জিও। এই খবর শুনেই গলা তুলেছে ভোডাফোন আইডিয়া। এহেন প্রস্তাব একেবারেই ঠিক নয় বলে মত প্রকাশ করে VI। তবে অন্য বিশেষজ্ঞদের একাংশের মতামত, আগামী দিনের 5G নেটওয়ার্ক আরও আপডেট হবে। সেক্ষেত্রে এমনিতেও আগের নেটওয়ার্কগুলি বন্ধ হয়ে যাবে। তাই দেশের দরিদ্র মানুষ যাতে যোগাযোগ পরিষেবার সুবিধা পেতে পারে, তার জন্য সরকারের একটি নীতি নির্ধারণ করা সত্যিই প্রয়োজনীয়।
4) VI এর এই অভিযোগের কারণে কি সমস্যায় পড়তে পারেন জিওর গ্রাহকেরা?
ভোডাফোন আইডিয়া নেটওয়ার্ক রিলায়েন্স জিওর (Reliance Jio)-র বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তার উত্তর দেবে TRAI। তাছাড়া, দেশে 2G ও 3G নেটওয়ার্ক বন্ধ হবে নাকি, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তবে জিওর গ্রাহকদের এজন্য কোনো সমস্যা ভুগতে হবে না। রিলায়েন্স জিওর পরিষেবা যেরকম চলছিল, ঠিক সেভাবেই চলবে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।