Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের জন্য দারুন সুখবর। এবার থেকে অনেক আগেই ছুটি হয়ে যাবে স্কুল। নতুন নিয়ম চালু হল রাজ্য জুড়ে। ‌ সাড়ে চারটে নয়, বরং তার আগেই পড়ে যাবে স্কুল ছুটির ঘন্টা। স্বাভাবিক ভাবেই এই খবরে খুশি হাওয়া পড়ুয়া মহলে। কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম? কখন ছুটি পাবেন পড়ুয়ারা? বিস্তারিত জানতে মন দিয়ে পড়ে ফেলুন আমাদের আজকের এই প্রতিবেদনটি।

সাধারণত পশ্চিমবঙ্গের স্কুলগুলির সাড়ে চারটে পর্যন্ত চলে। ‌ ফলে এই সময় সময় পর্যন্ত স্কুলে থাকতে হয় শিক্ষক ও শিক্ষক কর্মী ও ছাত্র-ছাত্রীদের। একটানা সাড়ে চারটে পর্যন্ত ক্লাস করতে মোটেই মন লাগে না তাঁদের। তবু অগত্যা স্কুলের নিয়ম মানতে হয়। কিন্তু এবার থেকে আর সাড়ে চারটা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বরং সাড়ে তিনটেতেই ছুটি হয়ে যাবে স্কুল। কিন্তু কেন হঠাৎ এই ছুটি? জানা যাচ্ছে পবিত্র মাস রমজান উপলক্ষে এই ছুটির ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। একমাস জুড়ে চলবে এই নিয়ম। ততদিন পর্যন্ত ৩:৩০ টায় ছুটি পেয়ে যাবেন স্কুল পড়ুয়ারা।

সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে 2011 সালের একটি নির্দেশিকার কথা তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ রাজ্যে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের একাংশকে ছুটির সুযোগ করে দিয়েছে। তবে এটি জেনে রাখতে হবে যে, এই ছুটি পাবেন রাজ্যের ইসলাম ধর্মাবলম্বী শিক্ষক ও অশিক্ষক কর্মীদের একাংশ। আগামী একমাস জুড়ে চলবে ছুটি। যদিও মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তবু ছুটির বিষয়টি নিয়ে নানান মহলের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছিল। ধর্মীয় উৎসবের উপলক্ষেই ছুটির ঘোষণা। রমজান পরব কেটে গেলে ফের আগের নিয়মে ফিরে যাবে স্কুলগুলি।

আরো পড়ুন  Madhyamik, HS Result 2024: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের তারিখ প্রকাশিত! মে মাসেই প্রকাশ পাবে রেজাল্ট

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।