সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: দাবদাহের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সবার। এক পশলা বৃষ্টির জন্য কার্যত চাতক পাখি হয়ে উঠেছে মানুষ। আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির আশায় দিন গুনছেন তাঁরা। সকলের মুখে একটাই প্রশ্ন, বৃষ্টি আসছে কবে? তাপপ্রবাহের আগুন চক্ষুর মাঝে খুশির খবর এল আবহাওয়া দপ্তরের তরফে (Rain Forecast In West Bengal)। পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। (Rain Forecast in Bengal)।
বঙ্গে দাবদাহের যন্ত্রণা!
গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে ক্লান্ত পশ্চিমবঙ্গ। প্রতিদিন সকাল থেকে তাপপ্রবাহের কারণে কার্যত ঘরবন্দী মানুষ। এই গরম যেন কমার নাম নিচ্ছে না। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৪০ ডিগ্রির উপরে। দেশের উষ্ণতম স্থান অবস্থান করছে রাজ্যে। বহু জায়গায় ৪৫ ডিগ্রির গন্ডি ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রার পারদ। অস্বস্তিকর, হাঁসফাঁস গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। তবে এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর আবহাওয়া দপ্তর সূত্রে। কয়েকদিনের মধ্যেই বৃষ্টি আসছে রাজ্যে। মে মাসের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
কবে থেকে শুরু হবে বৃষ্টি?
বিগত কয়েকদিন ধরেই তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছিল রাজ্যে। এদিন বৃহস্পতিবার থেকে বঙ্গের বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করায় কিছুটা কমেছে তাপমাত্রা। তাপপ্রবাহের হাত থেকে সাময়িক রেহাই পেল তিলোত্তমা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্র-শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
বাংলায় হওয়া বদল, সপ্তাহান্তে ঝড় বৃষ্টি!
শনিবার থেকেই বদলাতে পারে আবহাওয়া পরিস্থিতি। উপকূলের জেলাগুলিতে থাকতে পারে মেঘাচ্ছন্ন আকাশ। উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুর এই তিন জেলায় আগামী ৫ মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবির পর সোমবারেও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার দিন বৃষ্টি হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ-সহ পশ্চিমের বেশ কিছু জেলা যেমন- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এই সকল জেলাগুলিতে বৃষ্টিপাত হবে সোমবার। শুধু এই কয়েকটি জেলা নয় বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও। মঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হওয়ার দাপট বাড়বে সঙ্গে দেখা দেবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি। আপাতত বৃষ্টির জাদুর ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন বঙ্গবাসী। প্রহর কাটলে বৃষ্টির জন্য অপেক্ষা দক্ষিণবঙ্গে।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।