সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ইতোমধ্যে বেশ কিছু জনমুখী প্রকল্প (Government Scheme) চালু করেছে। প্রতিটি প্রকল্পে আলাদা আলাদা সুবিধা পান এই রাজ্যের মানুষ। কিছু কিছু প্রকল্পে মাসিক ভিত্তিতে অর্থ প্রদান করা হয় তো কিছু প্রকল্প বছরে সাহায্য করে। পশ্চিমবঙ্গ সরকার এমন একটি প্রকল্প চালু করেছে যেখানে একবার আবেদন করলে দুবার করে পাঁচ হাজার টাকা পাওয়া যায়। কি সেই প্রকল্প? কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে? কারা আবেদন জানাতে পারবেন? সমস্ত তথ্য তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে।
১) পশ্চিমবঙ্গ সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্প
রাজ্যের কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গের সরকার যে গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে, তার অপর নাম ‘কৃষক বন্ধু’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কি সাহায্য মেলে? আমরা এর আগেও দেখেছি ‘প্রধানমন্ত্রী কৃষক যোজনা’। যা মোদি সরকার দেশের কৃষকদের সাহায্য করার জন্য চালু করেছেন। তবে পশ্চিমবঙ্গ সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পটি আরো বেশি সুবিধা প্রদান করে। এক নয় একাধিক সুবিধা মিলে এই প্রকল্প। জানতে চান? তাহলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।
২) এই প্রকল্পের যোগ্যতা কী?
রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে হলে যে যে যোগ্যতা প্রয়োজন সেগুলি হল-
i) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
ii) আবেদনকারীকে কৃষক হতে হবে। তার বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
iii) এসব কি মালিক চাষী অথবা ভাড়াটে চাষী হিসেবে কৃষিক্ষেত্রে যুক্ত থাকতে হবে।
iv) আবেদনকারী কৃষকের বৈধ আধার কার্ড থাকতে হবে। তাঁকে সমস্ত পদ্ধতি মেনে নিজের আবেদন জমা করতে হবে।
৩) এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যায়?
‘কৃষক বন্ধু’ প্রকল্পে আবেদন করলে এক বছরে দুবার করে নেবে ৫০০০ টাকা। রাজ্য সরকার আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্প শুরু করে। কোন কারণেই দুর্ঘটনাজনিত মৃত্যু হলে, এই প্রকল্পের তরফে কৃষক পরিবারকে দেওয়া হয় ২,০০,০০০ টাকা। এই টাকা পরিবারের নিরাপত্তায় কাজে লাগে। মমতা সরকারের এই প্রকল্পটিতে এক একরের কম জমি থাকলে কৃষককে দেওয়া হয় ৪০০০ টাকা। আর, একজন কৃষকের ১ একর বা তার বেশি জমি থাকলে কৃষিকাজের জন্য মেলে বার্ষিক ১০ হাজার টাকা। সব মিলিয়ে প্রকল্প টি সর্বতোভাবে কৃষক পরিবারকে সাহায্য করে।
৪) এই প্রকল্পে আবেদন জমা করবেন কিভাবে?
প্রকল্পের আবেদন জমা করতে হলে কৃষককে প্রথমেই যেতে হবে পঞ্চায়েত অফিস অথবা ব্লক উন্নয়ন অফিসে। সেখানে গিয়ে আপনাকে নিজ পরিচয়ের প্রমাণ জমা করতে হবে যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এছাড়া আপনি যে কৃষক, কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারও প্রমাণ জমা করতে হবে। তারপর যথাযথভাবে পূরণ করে নিতে হবে আবেদন পত্রটি। আবেদন পত্র পূরণ হলে জমা করে দেবেন, তারপর আপনার আবেদন যথাযোগ্য হলে, আপনি ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সুবিধা পাবেন।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।