Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: উৎসবমুখর বাঙালির (WB Festival) বসন্ত মানেই দোল উৎসব‌ (Holi 2024) রঙ ও আবিরের খেলায় মেতে উঠবেন সকলে। পরিবেশে ক্রমে গরম বাড়ছে। মার্চের মাঝামাঝি থেকেই তাপ বাড়ছে প্রকৃতিতে (WB Weather Update)। রোদ্দুরের তেজ বলছে বৈশাখ আসার পথে। মাঝে মধ্যেই চৈত্র বৈশাখের কালবৈশাখী দেখা মিলছে। ‌ হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে রাজ্যের জেলায় জেলায় (Holi Weather Update)। বসন্ত উৎসবে মাতোয়ারা পশ্চিমবঙ্গ বৃষ্টির ভ্রুকুটি চায় না। কিন্তু অত্যধিক গরম আভাস দিচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির। দোল পূর্ণিমার আবহাওয়া নিয়ে কি বলছে হাওয়া অফিস? (Holi Weather Update 2024) কেমন থাকবে এদিন রাজ্যের আবহাওয়া? (WB Weather Update 2024)

দোলের দিন সকাল থেকেই খটখটে রোদ্দুর। পথে বেরোলেই টের পাওয়া যাচ্ছে সূর্যের তাপ। তাপ মেখেই রং খেলায় মেতেছেন বঙ্গবাসী। ‌ওয়েদার বলছে বিকেলের পর কিন্তু মুখ ভার করতে পারে আকাশ। বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। আলিপুর হাওয়া অফিসে তরফে জানানো হয়েছে, দোল এবং হোলি উৎসবে রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। আবার, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোদ্দুরে তেজ কড়া থাকবে সকাল থেকেই। ‌দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক থাকবে ওয়েদার। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দক্ষিণবঙ্গ কিন্তু শুষ্ক আবহাওয়ার নির্দেশ করছে। বেলার দিকে তাপমাত্রা বাড়বে বলে হাওয়া অফিসের তরফে খবর। তবে বৃষ্টিপাতের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না। ‌

আরো পড়ুন  Digha: বর্ষায় দিঘা যাবেন? আপনার জন্য অপেক্ষায় আছে বিরাট চমক! জানেন কি?

ওয়েদার আপডেট থেকে জানা যায়, সোমবার বিক্ষিপ্ত ভাবে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে। তবে মঙ্গলবার হোলির দিন রাজ্যের প্রায় সব জেলায় এবং কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত চলছে। দোলের দিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলের বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি তো কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে যেখানে খটখটে রোদ্দুর, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নেমেছে।কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সহ পাহাড়ের বেশ কিছু জেলায় কনকনে আবহাওয়া বিরাজ করছে। দোল ও হোলির ছুটিতে অনেকেই উত্তরবঙ্গ বেড়াতে গিয়েছেন। তাঁরা সকলেই এই আবহাওয়া পাবেন। দোলের দিন কলকাতার তাপমাত্রা যথেষ্ট বেশি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯১ শতাংশ। এদিন কলকাতা তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চাইতে এক ডিগ্রি বেশি। ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় ২৫ থেকে ৩২ ডিগ্রি তাপমাত্রায় বাড়তে‌ পারে বলে খবর। দোলের দিন কলকাতার তাপমাত্রা বেলা থেকে বিকেলের দিকে ক্রমশ বাড়বে। তবে রাজ্যের বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।