সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: চৈত্রের মুখে তাপমাত্রা বাড়ছে প্রকৃতির। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উর্ধ্বমুখী পারদ। ফাগুন হাওয়ার বাদল সরিয়ে কালবৈশাখীর দাপট বাংলা (West Bengal) জুড়ে। দোলের দিন সকাল থেকে রোদের চোখরাঙানি থাকলেও সন্ধ্যা হতে বৃষ্টিতে সিক্ত হয়ে ওঠে বঙ্গ প্রকৃতি। তার সঙ্গে চলে হওয়ার গতি। সারাদিন গরমে অতিষ্ট বঙ্গবাসী বৃষ্টির ছাঁটে কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছে। চৈত্র মরশুমে বাংলার আবহাওয়া জানান দিচ্ছে, আগামী বেশ কিছুদিন বৃষ্টি (Rain Forecast) চলবে পশ্চিমবঙ্গে (West Bengal)।
দক্ষিণবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গেও মেঘ বৃষ্টির দাপট চলছে। তাপমাত্রা কমছে বৃষ্টির ফলে। চড়া রোদের অতিষ্ঠ গরমে এক পশলা বৃষ্টি চাইছেন বঙ্গবাসী। আর সেই ডাকে সাড়া দিয়েই মুষলধারা নামছে প্রকৃতিতে। আবহাওয়ার খবর থেকে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া তুমুল পরিবর্তন হবে। হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। ঝড়ো হাওয়া কালবৈশাখী আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দমকা বাতাসের সঙ্গে মুষলধারে নামবে বৃষ্টি। জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। এখন থেকে প্রত্যেকদিন কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অত্যধিক গরমের কারণে সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার শহর কলকাতার গড় তাপমাত্রা থাকছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২২ ডিগ্রি। শহরের বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকতে পারে। তবে দিনের বেলায় খটখটে রোদ্দুরের পর সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। বুধ থেকে প্রায় প্রতিদিন দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় বজ্রপাত-সহ মুষলধারে বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আরে বৃষ্টির পূর্বাভাসের কারণে হলুদ সর্তকতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। তবে উত্তরের আবহাওয়াও মন্দ নয়। বৃষ্টি ও দমকা হাওয়া ছুঁয়ে যাচ্ছে শৈলশহর পাহাড়তলি।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং মালদায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে খবর। তাছাড়া কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ বৃহস্পতিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি অথবা ভারী হতে পারে। তাপমাত্রা বৃদ্ধির কারণে সন্ধ্যার দিকে দেখা যাবে কালবৈশাখী। উত্তরে যদিও মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলছে কোথাও কোথাও। পাশাপাশি আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ বাড়বে বলে খবর পাওয়া যাচ্ছে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি অস্বাভাবিক নয়। চৈত্রের মুখে এখানে উর্ধ্বমুখী পারদের ঠেলায় বেশ নাকাল দশা বঙ্গবাসীর। সন্ধ্যার দিকে বৃষ্টি একটু স্বস্তির কারণ।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।