Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: হাতে দিন দুয়েকের ছুটি পেলেই মন চায় ছুটি কাটিয়ে আসতে‌ (Weekend Holiday Plan) কিন্তু চির পরিচিত জায়গায় বারবার যেতে যেতে মন চায় অফবিট (WB Offbeat Travel) খুঁজতে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ (West Bengal) ভৌগলিক অবস্থানের দিক থেকে এতটাই সুন্দর যে এখানে এক ছুটে ঘুরে আসা যায় পাহাড় থেকে সমুদ্র। এছাড়া শহরের কোলাহল ডিঙিয়ে ছোট্ট ছুটিতে নতুন একটি সমুদ্র সৈকতে।‌‌ এখনো ব্যাপক পরিচিত না হওয়ায় এই সমুদ্র সৈকত অনেকটাই অচেনা ভ্রমণার্থীদের কাছে। যাবেন নাকি? এক দিনের ছুটিতে রাজ্যের এই নির্জন সাগর কিনারে? (WB Offbeat Travel)

এপ্রিল মাসে রয়েছে বেশ কিছু ছুটি। আর সেই ছুটি‌ উপভোগ করতে ঘুরে আসতেই পারেন বাংলার নির্জন সমুদ্র সৈকত থেকে। সমুদ্র মানেই আমরা বুঝি দীঘা নয়তো মন্দারমনি। কিন্তু চির পরিচিত জায়গা পেরিয়ে এবার একটু অফবিটে ঘুরে আসা যায় নয় কি? সামনের ঈদের ছুটি হোক কি নববর্ষ, এই সমুদ্র সৈকত আপনার মন ভালো করতে বাধ্য।কোলাহলমুক্ত, দূষণমুক্ত এই এলাকায় দুচোখ ভরে নেওয়া যায় প্রকৃতির সৌন্দর্য। আর মন ভরে শ্বাস নেওয়া যায় দূষণমুক্ত বায়ুতে। বাংলার কোনায় এমন একটি সৈকত লুকিয়ে রয়েছে। ‌লোক চক্ষুর আড়াল থেকেই অপূর্বা এই সৈকত যেন হাতছানি দেয়।

পশ্চিমবঙ্গের নির্জন সৈকত গোবর্ধনপুর…

রাজ্যের এই সুন্দর সৈকতটির নাম গোবর্ধনপুর। এখানকার সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার চওড়া। অফুরান সামুদ্রিক ঠান্ডা হাওয়া ছাড়াও, সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব কিরণ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। সমুদ্র যেন প্রাণ ভরে এখানে নিজেকে সাজিয়েছে।

আরো পড়ুন  WB Recruitment 2024: শুধুমাত্র মাধ্যমিক পাশে রাজ্য সরকারি চাকরি! প্রতিমাসে বেতন ৯ হাজার টাকা, শুরু হল আবেদন গ্রহণ

লাল আভা মুড়ে রয়েছে প্রাকৃতিক দৃশ্যপট। ‌চোখ ভরে যায়, মন শান্ত হয়। ছুটির কদিন ‌এতটা সুন্দর করে কাটবে, যে আপনি ভাবতেও পারবেন না। ‌অনেক হলো চেনা জায়গায় ভ্রমণ। নির্জন সৈকতের পাড়ে দাঁড়িয়ে বরং প্রাণভরে উপভোগ করে নিন খোলা আকাশের বিস্তৃত সৌন্দর্য। শোনা যায় যে,‌ ২০০০ সালের পর থেকে, সমুদ্রের বুক থেকে রাশি রাশি বালি এসে জমা পড়ে এই বেলা ভূমিতে। চকচকে বালির ওপর যখন সূর্যের আলো এসে পড়ে, তখন‌ অদ্ভুত প্রাকৃতিক এক ক্যানভাস যেন ফুটে উঠে চোখের সামনে।

সমুদ্রের জলরাশি, ঢেউয়ের পাশাপাশি আপনার চোখে পড়বে সুন্দরবনের দৃশ্য। ওপার থেকে সবুজ গহন ভূমি যেন হাতছানি দেবে আপনাকে। ‌ দেখতে পাবেন গরান, গেঁওয়া, হেতালের জঙ্গল। ভাগ্য প্রসন্ন থাকলে দেখা মিলবে কুমিরের। বালুক চরে রোদ ছুঁয়ে যায় সরীসৃপের অবর্ণ শরীরে। চোখ জোড়ানো দৃশ্যের সাক্ষী থাকতে গোবর্ধনপুর হতে পারে আপনার পরবর্তী ডেস্টিনেশন।

গোবর্ধনপুর ঘুরতে গেলে থাকবেন কোথায়?

গোবর্ধনপুর গেলে আগে তেমন সুযোগ-সুবিধা পাওয়া যেত না। কিন্তু এখন ‌গড়ে উঠেছে বেশ কিছু হোমস্টে। এছাড়া, রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের অতিথিশালাতেও থাকার সুযোগ রয়েছে। ‌ তাহলে আর দেরি কেন, চটপট প্ল্যান বানিয়ে ঘুরে আসুন বাংলার নির্জন সমুদ্র সৈকত থেকে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।