Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


Pritam Bhattacharjee: গত বেশ কিছুদিন ধরেই রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা গিয়েছিল তিনি নাকি এবার রাজনীতির ময়দানেও নামতে চলেছেন। এরপর দিদি নাম্বার ওয়ানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে বহু বিতর্কের পর অবশেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দেখা যায় হুগলি কেন্দ্রের হয়ে লড়ছেন রচনা। ভক্তকূলের একাংশ যেমন উদ্বিগ্ন রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার নিয়ে, তেমনি আবার অপর অংশ উদ্বিগ্ন দিদি নাম্বার ওয়ান নিয়ে। ২০১২ সাল থেকে এই শো হোস্ট করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি রাজনীতির ময়দানে পা রাখতেই চিন্তার ভাঁজ পড়লো ভক্তদের কপালে।

দিদি নাম্বার ওয়ানের একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই এক ভক্ত লিখলেন, ”আমাদের সকলের প্রিয় রচনাদি এবার হুগলি জেলার হয়ে লোকসভার ভোটে দাঁড়িয়েছে। তাই জি বাংলার কাছে অনুরোধ যদি রচনাদি দিদি নাম্বার ওয়ান ছাড়তে বাধ্য হন, তাহলে যেন দিদি নাম্বার ওয়ান বন্ধ করে দেওয়া হয়। কারণ রচনাদিকে ছাড়া এই শো দেখার কোনও মানেই হয় না। রচনাদি বিদায় নিলে দিদি নাম্বার ওয়ান ও যেন বিদায় নেয়।” রচনা ভক্তের এই বক্তব্য দেখে রীতিমতো শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

প্রথম থেকেই রাজনীতিতে নামা নিয়ে কিছুটা ধন্দে দিয়েছিলেন রচনা। তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রীর অনুরোধে রাজনৈতিক ময়দানে পা রেখেছেন তিনি। সূত্রের খবর, অভিনেত্রী আগে থেকেই জানিয়েছিলেন, রাজনীতিতে নামার ফলে তাঁর ব্যস্ততা বাড়বে। ফলে দিদি নাম্বার ওয়ান শো এর সময় পরিবর্তন হতে পারে। কিছু সমস্যা হলেও সঞ্চালিকা পদ ছাড়বেন না তিনি। অতএব দিদি নাম্বার ওয়ান এর ভবিষ্যৎ নিয়ে‌ এখনো পর্যন্ত কোনো তথ্য সামনে আসছে না। তাই এও বলা যায় না যে, জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো বন্ধ হবে।

আরো পড়ুন  Soumitrisha Kundu: পারিবারের নিষেধ আছে! দোলের দিন বাড়ির বাইরে পা রাখেন না অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু…

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।